সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

পাইকগাছায় নারী নির্যাতন নির্মূল্যে ব্র্যাকের মানববন্ধন

খুলনার পাইকগাছায় নারী নির্যাতন নির্মূল করনে আর্ন্তজাতিক প্রচারাভিযানের অংশহিসাবে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সরলস্থ প্রধান সড়কে ব্র্যাক কৃষি, খাদ্য ও নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক একেএম শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন-কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা প্রেসকাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী খুলনা অঞ্চলের কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল আওয়াল চৌধুরি, উপজেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচী) প্রশান্ত কুমার রায়, সুজয় কুমার সাহা, বক্তব্য রাখেন-আসমা আক্তার, আবু সাঈদ, শামীমা ইয়াসমিন, সীমা দাশ, কমলা রাণী মন্ডল ও দীপালি রাণী। কর্মসূচীতে বক্তারা শান্তি ও ন্যায্যতা অর্জনে নারী নির্যাতনমুক্ত পরিবার ও সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন