বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের সাথে দুই পোনা সমিতির মতবিনিময়

নিউজ অফ পাইকগাছা
খুলনার পাইকগাছায় চলমান রাজনৈতিক সংকট উত্তোরণে উপজেলা চেয়ারম্যানের সাথে দুই চিংড়ী পোনা ব্যবসায়ী ও হ্যচারী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ পোনা ব্যবসায়ী সমিতি ভবনে ব্যবসায়ী মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু, বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি এসএম শামসুর রহমান, যুবলীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, ব্যবসায়ী ভবেন মন্ডল, সুভাষ সানা মহিম, পবিত্র মন্ডল, নূরুজ্জামান, জিয়াগাজী, হরপদ বিশ্বাস ও শীবপদ মন্ডল।  অপরদিকে দুপুরে জেলা চিংড়ী পোনা হ্যচারী ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি জাহিদ হোসেন মুন্নার সভাপতিত্বে অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, যুবলীগ নেতা শহীদ হোসেন বাবুল, দাউদ শরীফ, গাজী মাসুদ, আমিরুল হোসেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আকতার হোসেন, আব্দুল ওহাব বাবলু ও শফিকুল ইসলাম।
                                      পাইকগাছায় দুবৃত্তরা গড়ইখালীর শান্তায় রাস্তাকেটে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে
নিউজ অফ পাইকগাছা
    খুলনার পাইকগাছায় অবরোধকারীরা গড়ইখালীর শান্তায় মধ্যরাতে রাস্তাকেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, সুন্দরবন সংলগ্ন উপজেলার গড়ইখালী ইউপি’র শান্তায় গত মধ্যরাতে দুবৃত্তরা রাস্তাকেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানাগেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি এম মসিউর রহমান জানিয়েছেন নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।
                            পাইকগাছায় ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারপিটের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
নিউজ অফ পাইকগাছা
    খুলনার পাইকগাছায় আলোচিত ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারপিট ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী যুবলীগ নেতা শহীদুল্লাহকে আটক করা হয়েছে। বুধবার বিকালে প্রভাবশালী এ নেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানাগেছে, গত কয়েকমাস পূর্বে লস্কর ইউনিয়নের সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘটনার দিন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা শহীদুল্লাহ ইউপি সদস্য আফজাল হোসেনকে ধাওয়া করলে ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। পরে শহীদুল্লাহ ও তার লোকজন ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারপিট করলে এসময় কর্তব্যরত গ্রামপুলিশ বাঁধা দেয়ার চেষ্ঠা করলে গ্রামপুলিশ আব্দুল কাদের ও স্ত্রীকেও লাঞ্ছিত ও মারপিট করে। এ ঘটনায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বাদী হয়ে যুবলীগ নেতা শহীদুল্লাহকে আসামী করে পৃথক দু’টি মামলা করেন। ঘটনার কয়েকমাস অতিবাহিত হলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় প্রভাবশালী এ নেতাকে আটক না করায় পুলিশের উপর চরম ােভের সৃষ্টি হয় এলাকাবাসীর। অবশেষে ঘটনার কয়েকমাস পর পুুলিশের খাঁচায় বন্দি হলেন প্রভাবশালী এ যুবলীগ নেতা। এ ব্যাপারে আটকের সত্যতা স্বীকার করেন এসআই প্রকাশ।
পাইকগাছায় মহিলা শিকদের সাথে সুশীলনের মতবিনিময়
নিউজ অফ পাইকগাছা
খুলনার পাইকগাছায় সুশীলন এম আর রোধ প্রকল্পের আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার মহিলা শিকদের সাথে সান্মমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ সুশীলণ কার্যালয়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রভাষক নাসরিন আক্তার বানু, হোসনেয়ারা খানম, নাসরিনয়ারা, সাজেদা পারভিন, শিক সুফিয়া পারভিন, পারভিন সুলতানা, শ্রাবন্তী কবিরাজ, অঞ্জলী রাণী শীল, ফাতেমা খাতুন, মর্জিনা খাতুন, মাসুমা খাতুন, কুসুমকলি সরকার ও লাকি আক্তার। সভায় এমআররোধ প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার দীপালি বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী নাহিদ সুলতানা বয়সসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য ও প্রজনন তন্ত্রের সংক্রামন সহ নানাবিষয়ের উপর আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
                                           পাইকগাছায় প্রাক বড়দিন উপল্েয চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা
খুলনার পাইকগাছায় প্রাক বড়দিন উপল্েয চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাটিপাড়া মেথোডিষ্ট চার্চে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৮ এর চেয়ারম্যান রেভাঃ সাইমন আর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, ওসি এম মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেথোডিষ্ট চার্চের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ নিবারণ দাশ, খুলনার ডায়সিস্ লিডার রেভাঃ প্যাট্রিক এস সরকার, পাঃ পিটার পি বিশ্বাস, সাতীরার ডায়সিস্ লিডার রেভাঃ সমরেশ মন্ডল ও পাইকগাছা কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও।
                                          পাইকগাছায় নিউসানের তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা
খুলনার পাইকগাছায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নিউসানের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার লতায় নিউসানের প্রশিণ ও পরিকল্পনা বিভাগের প্রধান সদানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিউসানের নির্বাহী প্রধান রায় সমীর কুমার। উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক এ্যাড. দীপায়ন মল্লিক, দিবাকর বিশ্বাস এবং চন্দন প্রভাকর। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মসূচী সমন্বয়ক ইন্দু মাধব মন্ডল। কর্মশালায় মোট ২৭ জন ব্যক্তি প্রশিণ গ্রহন করেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন