শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

পাইকগাছায় জামায়াত-শিবির কর্তৃক অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে সাবেক এমপি নূরুল হকের অনুদান প্রদান

খুলনার পাইকগাছায় জামায়াত-শিবির কর্তৃক অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় তিগ্রস্থ এলাকা পরিদর্শন ও অগ্নিকান্ডে ভষ্মিভূত ব্যবসা প্রতিষ্ঠান পুননির্মানের ব্যবস্থাসহ আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা-৬ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী এ্যাড. শেখ মোঃ নূরুল হক। উল্লেখ্য বৃহস্পতিবার গভীর রাতে জামায়াত-শিবির কর্তৃক উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক এমপি ও আ’লীগের মনোনিত প্রার্থী এ্যাড, শেখ মোঃ নূরুল হক। এ
সময় তিনি তিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্যসৃষ্টিকারী ও স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং তাদেরকে চিহিৃত করে আইনের হাতে সোপর্দ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, আ’লীগ নেতা নজরুল ইসলাম গাজী, যুবনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম শামসুর রহমান, আব্দুস সাত্তার, দেবব্রত রায় দেবু, আমিরুল ইসলাম, মাসুদুর রহমান, পরেশ মন্ডল, অনুপ ঘোষ, সাবেক ছাত্রনেতা জিয়াদুল ইসলাম, দিপংকর মন্ডল, রাজু আহম্মেদ, টুকু, আজহারুল ইসলাম সম্রাট, সোহাগ, মিলন, শেখ তুহিন, আসিফ ইকবাল রনি, ইদ্রিস, সঞ্জয়, সুমন ও মিঠুসহ নতুন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন