পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নে পৃথক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের বিশেষ বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস সহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সোলাদানা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নাছিমা বেগম, কল্যাণী মন্ডল, জেসমিন সুলতানা, মোঃ লাভলু মালী, মোঃ কাশেম সরদার, ঠাকুর দাশ মন্ডল, আবু সাঈদ মোল্লা, হাফেজ আব্দুস সবুর, রাজেশ মন্ডল, মোঃ সিদ্দিক শিকারী, মোঃ আনিচ
সানা, বিএম আরেফিন আলী ও ইউপি সচিব নিরাপদ মন্ডল। অনুরুপভাবে বিকাল ৩টায় শান্তা মাদরাসা মাঠে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিরাজুল ইসলাম, সুশীলন শরীক প্রকল্পের মাঠ সহায়ক মোঃ নুরুজ্জামান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। শনিবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল। উপস্থিত ছিলেন ইউপি সচিব ধীমান মল্লিক, প্রধান শিক্ষক সুভাষ মুন্ডল, দীপিকা রায়, স্বাস্থ্য প্রতিনিধি হাবিবুর রহমান, কৃষক কওছার শেখ, গৃহিনী দুলালী মন্ডল ও সকল ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন