রবিবার, ১৫ মে, ২০১৬

পাইকগাছায় বেতার শিল্পীসহ হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

পাইকগাছায় বিগত কয়েকদিন প্রচন্ড গরম অব্যহত রয়েছে। গত ৩ দিনের হিটস্ট্রোকে খুলনা বেতারের শিল্পীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার কিয়ামউদ্দীন সরদার (৫০

) নামের এক ভ্যান চালক উপজেলার মাহমুদকাটী এলাকায় ভ্যানের উপর স্ট্রোকের শিকার হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে কপিলমুনি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার হাবিবনগর এলাকায়। একই দিন উপজেলার কাশিমনগর এলাকায় সুব্রত বিশ্বাস (৪৫) বরগুনা এলাকায় মাছ ধরতে গিয়ে স্ট্রোকের শিকার হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কপিলমুনিতে গানের প্রশিক্ষণরত অবস্থায় স্ট্রোকের শিকার হলে সুমন দাশ (৩৫) নামের খুলনা বেতারের এক শিল্পীর মৃত্যু হয়েছে।স্থানীয়রা প্রথমমত তাকে কপিলমুনির জনৈক গোপাল ডাক্তারের চেম্বারে ও পরে অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সুমনের বাড়ি তালার কানাইদিয়া এলাকায়। সে ঐ এলাকার নিতাই দাশের ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন