
সংশ্লিষ্ট পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালীতে মোসলেম খাঁর ছেলে হায়দার আলী খাঁ (৩২) প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাওয়া দাওয়া শেষে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে এবং ভোর বেলায় বসত ঘরের বারান্দায় তার মৃত্যু দেহ পাওয়া যায় বলে তার পরিবার সূত্র দাবী করেছে। অন্য একটি সুত্র জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে সে বিষ পানে আত্মহত্যা করতে পারে যাহা পুলিশ তদন্ত করে দেখছেন। রবিবার সকালে এ যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশের এস,আই বিশ্বজিৎ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে সুরৎ হাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। অন্য দিকে উপজেলার মাগুরা-দেলুটীর মৃত্যু মন্দ্রিনাথ সরকারের এর স্ত্রী বীনা সরকার (৬৫) ওয়াপদার পাশে একটি বসত ঘরের বাইরে বিদ্যুৎ সংযোগের উন্মুক্ত তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার দেবর রবি সরকার জানিয়েছে, ঘুম থেকে উঠে ভোর বেলায় বৌদি বীনা সরকার তার ঘরের পার্শ্বে কাঠ কুড়াতে গেলে বিদ্যুতের উন্মুক্ত তার জড়িয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছে, ঝড়ে সংযোগ লাইনের তার ছিড়ে পড়ায় এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও থানায় অপর একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুটি মৃত্যুর কথা স্বীকার করে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, যুবক হায়দার আলীর মৃত্যু রহস্যজনক বলে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন