
বিশেষ প্রতিনিধি ॥ পাইকগাছায়প্রথম দফা ইউপি নির্বাচনে নির্বাচিত
চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণের পর ৮ ইউপিতে প্রথম অধিবেশন
অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন
করা হয়েছে। রোববার সকালে ২নং কপিলমুনি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান কওসার আলী
জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ইউপি
সদস্য ইজার আলী গাজীকে ১নং প্যানেল চেয়ারম্যান, মুস্তাফিজুর রহমান
মিন্টুকে ২নং এবং রাশিদা বেগমকে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
৪নং দেলুটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে
অধিবেশনে ইউপি সদস্য রনধীর মন্ডল ১নং, শিবপদ মন্ডল ২নং ও প্রীতিলতা ঢালীকে
৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫নং সোলাদানা ইউনিয়নে ইউপি
চেয়ারম্যান এস,এম, এনামুল হকের সভাপতিত্বে অধিবেশনে ইউপি সদস্য বি.এম.
আরিফিন ঢালী ১নং, আবু সাঈদ মোল্লা ২নং এবং কল্যাণী রাণী মন্ডল ৩নং প্যানেল
চেয়ারম্যান নির্বাচিত হয়। ৮নং রাড়–লী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ
গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী ১নং,
পিযুষ কান্তি বাদী ২নং ও মর্জিনা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
হন। ১০নং গড়ইখালী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে
অনুষ্ঠিত অধিবেশনে ইউপি সদস্য আব্দুস সালাম কেরু ১নং, ডাঃ দূর্গা দাশ
মন্ডল ২নং এবং ইউপি সদস্য সীমা বিশ্বাস ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
হন। অনুরূপভাবে ৬নং লস্কর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান
তুহিনের সভাপতিত্বে ও ৭নং গদাইপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর
রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিকে আগামী ২/১ দিনের
মধ্যে ১নং হরিঢালী ইউনিয়ন ও ৩নং লতা ইউনিয়নের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে
পারে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন। উল্লেখ্য, গত ২২ মার্চ
উপজেলার ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের প্রথম দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন