শুক্রবার, ৩০ জুন, ২০১৭

পাইকগাছায় মারপিটের ঘটনায় ডাক্তার-প্রভাষকসহ ১০ জনকে আসামী করে পাল্টা-পাল্টি মামলা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা হয়েছে। গত বুধবার সরল গ্রামের অদ্বৈত বাছাড় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং বৃহস্পতিবার একই গ্রামের মৃত ফনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ৫ জনের নামে পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করেন।
    প্রাপ্ত অভিযোগ ও মামলা সূত্রে জানাযায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে প্রভাষক উজ্জ্বল বিশ্বাস ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জিরোপয়েন্ট সংলগ্ন বিশ্বজিৎ এর চায়ের দোকানে বসেছিল। হঠাৎ অতিশ নামে এক স্কুল শিক্ষকের ছেলে দোকানে এসে উজ্জ্বলকে সরে বসতে বলে। এ সময় মোবাইলে জরুরী কাজ করতে থাকায় সে অতিশকে পাশে বসতে বলে। পরে দোকানে উপস্থিত ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত বিরিঞ্চি লাল বাছাড়ের ছেলে অদ্বৈত বাছাড়, অতিশের বসতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে দু’জনের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা হলে অতিশ উভয়কে শান্ত হতে অনুরোধ করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অদ্বৈত উজ্জ্বলকে কিল-ঘুষি মারে। এতে উজ্জ্বল কমবেশি আহত হয়। পরে অদ্বৈত শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনেশের চায়ের দোকানে অবস্থান নেয়। এদিকে উজ্জ্বলকে মারপিটের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উজ্জ্বলের লোকজন এসে গণেশের চায়ের দোকানে অবস্থানরত অদ্বৈতকে মারপিট করে আহত করে। দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ অনেকেই নিরসনের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার একদিন পর অদ্বৈত বাছাড় বাদী হয়ে উজ্জ্বল, অখিল মন্ডল, নরেন্দ্রনাথ বিশ্বাস, গোপাল মন্ডল ও সুকিত বিশ্বাস সহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করে। যার নং- ৩৯, তাং- ২৮/০৬/১৭ ইং। এর একদিন পর মৃত ফনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে অদ্বৈত বাছাড়, দেবব্রত রায়, প্রদীপ মন্ডল, দেবাশীষ মন্ডল ও গৌরাঙ্গ মন্ডল সহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় পাল্টা মামলা করেন। যার নং- ৪৫, তাং- ২৯/০৬/১৭ ইং। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও পাল্ট-পাল্টির মামলার কারণে দুটি পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ চরম আকার ধারণ করেছে। এলাকার সামাজিক পরিবেশ বজায় রাখতে দুটি পক্ষের সৃষ্ট বিরোধ নিরসনে সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার, ২৮ জুন, ২০১৭

পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা; আহত ৩, #পৌর সদরে বিক্ষোভ মিছিল

#পাইকগাছা_প্রতিনিধি।।
পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রাজু সহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে পৌরসভার বাতিখালী গ্রামের জি,এম ইমান আলীর ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন রাজু (২৫), পাইকগাছা কলেজের সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ’র ছেলে ভয়েস অব পাইকগাছা অনলাইনের সম্পাদক উত্তীয় দেবনাথ (২৫) ও সরল গ্রামের মঈনুল ইসলামের ছেলে রাকিব বিল্লাহ (২৫) ঘটনার দিন বুধবার বেলা ৩ টার দিকে গদাইপুর গ্রামের রঞ্জন ভদ্রের ছেলে বন্ধু রাজু’র বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে এসে কয়বন্ধু মিলে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে কিছুক্ষণ সময় কাটায়। পরে সেখান থেকে ফিরে আসার সময় পাশে অবস্থানরত রিপন ও জাহিদের নেতৃত্বে ৪/৫জন কতিপয় একদল সন্ত্রাসীর্ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রাজুর উপর অতর্কিত হামলা করে। এসময় ঠেকাতে গেলে তারা উত্তীয় ও রাকিবের উপর হামলা করে। এতে রাজু সহ ৩ জন আহত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রাজুর মাথায় গুরুত্বর জখম হওয়ায় তার অবস্থা আশংকা জনক। এ ঘটনায় ইমরান হোসেনের পিতা জি, এম ইমান আলী বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান হামলার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন। 

#ছবির ক্যাপশন-
সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে পৌর সদরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

মাত্র একটি পাতা স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমাবে

জলপাইয়ের তেলের গুণের কথা তো প্রায় সবাই জানি। তবে জানেন কি জলপাই গাছের পাতারও রয়েছে জাদুকরি উপকারিতা? প্রাচীন সংস্কৃতিতে বিভিন্ন রোগ নিরাময়ে এটি ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ের গবেষণাগুলোতেও এটি ব্যবহারের ইতিবাচক দিকগুলো উঠে এসেছে।
মূলত ফিটোকেমিক্যাল নামক উপাদান থেকে সব স্বাস্থ্যকর গুণের শুরু। ফিটোকেমিক্যাল পাওয়া যায় গাছগাছালি বা উদ্ভিদের মধ্যে। কীটপতঙ্গ থেকে এটি গাছপালাকে সুরক্ষা দেয়। যখন আমরা সেই গাছের লতাপাতা খাই, ফিটোকেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।
জলপাইয়ের পাতার মধ্যে অলিওরোপিয়েন নামক এক ধরনের ফিটোকেমিক্যাল পাওয়া যায়। এর রয়েছে বিভিন্ন উপকারিতা যা স্বাস্থ্যের জন্য ভালো।
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড এবং রিয়েল ফার্মেসি ডট কম জানিয়েছে জলপাইয়ের পাতার বিভিন্ন উপকারিতার কথা।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
জলপাইয়ের পাতার মধ্যে থাকা অলিওরোপিয়েন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। এ ছাড়া করনারি আর্টারিতে রক্ত চলাচল ঠিক রাখতে কাজ করে।
ডায়াবেটিস
গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলোকে সুরক্ষা দেয়।
ক্যানসার প্রতিরোধ করে
জলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যানসার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এ ছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়।
নিউরোপ্যাথি

জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান। এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়; কেন্দ্রীয় স্নায়ু পদ্ধতিকে স্ট্রোকের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি প্রবীণ বয়সের পারকিনসন এবং স্মৃতিভ্রম রোগও প্রতিরোধ করে।
অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান
জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকেটিরিয়াল উপাদান। এটি বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা প্রদাহ থেকে রেহাই দেয়। 
হাড়ের গঠন
২০১১ সালে স্পেনে একটি গবেষণার ফলাফলে বলা হয়, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া এই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতার চা বানিয়েও খেতে পারেন।
তবে যদি কেউ কেমোথেরাপি নেয়, এটি না গ্রহণ করাই ঠিক হবে। আর সবচেয়ে ভালো উপায় হলো, যে কোনো কিছু গ্রহণের আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া।

রবিবার, ২৫ জুন, ২০১৭

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচার; এলাকাবাসীর প্রতিবাদ

বিশেষ প্রতিনিধ।। 
পাইকগাছা পৌরসভার ভিজিএফ কর্মসূচির গম বিতরণের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে জড়িয়ে ফেসবুকে ধর্মীয় উস্কানি মূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ফেসবুক ব্যবহারকারী ও কথিত অভিযোগকারীর বিরুদ্ধে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবের নিকট উপস্থিত হয়ে অভিযোগ করেছেন শত শত এলাকাবাসী। পৌরসভার শাপলা স্পোটিং ক্লাবের সহ-সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শওকত গাজীর ছেলে শরিফুল ইসলাম জানান, শনিবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার ভিজিএফ কর্মসূচির গম বিতরণ করা হয়। আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বপালন করি। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ করার লক্ষ্যে কর্তৃপক্ষ নারী ও পুরুষের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করেন। বিতরণ কক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা গম সংগ্রহ করেন। বিতরণ চলাকালীন সময়ে সকাল ১০টার দিকে প্রচুর ভীড় দেখা দেয়। এ সময় ভীড়ের চাঁপে একটি মেয়ে পুরুষের লাইনে ঢুকে যায়। মহিলা সহ অনেকের অনুরোধে ওই মেয়েটিকে পুরুষের লাইন থেকে রক্ষা করার জন্য বিতরণ কক্ষে পাঠানো হয়। এ সময় পুরুষের লাইনের প্রথমেই দাড়ানো জনৈক বজলুর রহমান নামে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আমার (শরিফুল) উপর চড়াও হয়। ওই ব্যক্তি আমাকে মারতে আসলে উপস্থিত মহিলারা তার উপর ক্ষেপে যায়। পরে বারান্দায় দাড়িয়ে বজলুর রহমান মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডল জানান, আমি বারান্দার চেঁচামেচি শুনে বিতরণ কক্ষ থেকেই দেখি বারান্দায় দাড়িয়ে বজলুর রহমান গালিগালাজ করছে। পরে জানালার ধারে এসে আমি উনাকে বলি, চাচা যারা দায়িত্বে রয়েছে শৃংখলার স্বার্থে তারা যদি কোন ভুল করে থাকে আপনি কিছু মনে নিয়েন না। পরে উনি (বজলুর রহমান) বাইরে চলে গিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ায়। এ ঘটনায় আশরাফুল ইসলাম সবুজ নামে ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তি উক্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে ভয়েস অব এনপিএসএস নামে একটি ফেসবুক পেজে ধর্মীয় উস্কানি মূলক স্ট্যাটাস দিয়েছে। এটা দেখার পর সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে এর প্রতিবাদে শত শত এলাকাবাসী রোববার সকাল ১০ টার দিকে পৌর কার্যালয় ও থানায় গিয়ে মেয়র এবং ওসি’র নিকট কথিত অভিযোগকারী ও ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য দাবী জানান। এ ব্যাপারে পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর জানান, আশরাফুল ইসলাম সবুজ নামে প্রেসক্লাবের আওতায় কোন সাংবাদিক নাই। তবে শুনেছি এই নামের কেউ একজন এলাকায় সাংবাদিকতার পরিচয় দেয়। তার বিরুদ্ধে এলাকায় অহরহ অভিযোগ রয়েছে। বিষয়টি থানা পুলিশ ও প্রশাসনকেও অবহিত করা রয়েছে। প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক জানান, ফেসবুকে যে স্ট্যাটাসটা দেয়া হয়েছে তা অনেকটাই ধর্মীয় উস্কানি মূলক। এটা সম্পূর্ণ তথ্য প্রযুক্তি আইনের পরিপন্থি। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

পাইকগাছায় সকাল ৮ টায় ঈদের জামাত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আসন্ন ঈদ-উল-ফিতরের জামাত ও নামাজের সময় নির্ধারণ উপলক্ষে পৌরসভার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বুধবার দুপুরে মেয়রের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর সচিব তুষার দাশ, পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ রইসুল ইসলাম, হাফেজ মাওঃ শামছুদ্দীন, মাওঃ সাদেক, নূরুজ্জামান, সিরাজুল ইসলাম ও ইব্রাহিম। সভায় বৃষ্টি না হলে কেন্দ্রীয় ঈদগাহ এবং বৃষ্টির কারণে ঈদগাহ ব্যবহারের অনুপযোগী হলে পৌরসভার থানা জামে মসজিদ, কোর্ট, বাসষ্ট্যান্ড, হাসপাতাল, বায়তুল সালাম, সরল বায়তুল নূর, লোনাপানি কেন্দ্র ও আলআমিন জামে মসজিদে সকাল ৮টায় একযোগে ঈদের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সহ পৌরসভার ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, সিএ গোলাম সরোয়ার, কৃষ্ণপদ মন্ডল, দিপংকর মন্ডল, উত্তম কুমার,সাইফুল ইসলাম ও সুমন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব ও ইমাম মাওঃ শামছুদ্দীন। এদিকে একই দিন প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের জন্য অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাইকগাছায় এমপি’র মধ্যস্থতায় পুলিশ ও ডাক্তারদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অবশেষে এমপি’র মধ্যস্থতায় অবসান হলো পুলিশ ও ডাক্তারদের মধ্যে ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতার মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে উভয়ের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করা হয়।
উল্লেখ্য, বুধবার সকালে থানা পুলিশের অসুস্থ্য এক কনস্টেবলের (ড্রাইভার) চিকিৎসা সেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলের সাথে থানার ওসি আমিনুল ইসলামের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ নিয়ে ডাঃ সঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়। যা নিয়ে হাসপাতালের ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে একদিকে পুলিশের বিরুদ্ধে সকল ডাক্তাররা একদিকে অবস্থান নেয়, অপরদিকে দায়িত্ব অবহেলা ও অসৌজন্য মূলক আচারণের অভিযোগে ডাক্তারদের বিরুদ্ধে অনড় থাকেন থানা পুলিশ। বিষয়টি নিয়ে হাতপাতাল ও থানা কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হলে অবশেষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ে উভয় পক্ষের সকলকে নিয়ে সমঝোতার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। আলোচনার এক পর্যায়ে এমপি’র মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়। থানার ওসি ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের হাতে হাত মিলিয়ে নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী ও শেখ মনিরুল ইসলাম সহ গণমাধ্যম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুধবার, ২১ জুন, ২০১৭

পাইকগাছায় পিতা-মাতার সাথে অসাদাচারণ করার অপরাধে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের জেল

পাইকগাছা প্রতিনিধি ॥
   পাইকগাছায় পিতা-মাতার সাথে অসাদাচারণ করার অপরাধে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার মেলেকপুরাইকাটী গ্রামের স্বপন সাধুর মাদকাসক্ত ছেলে সুমন সাধু (২২) মাদকের টাকা না পেয়ে প্রতিনিয়ত পিতা-মাতার সাথে অসাদাচারণ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী বুধবার সকাল ৯ টার দিকে  স্বপন সাধুর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। ঘটনাস্থলেই আটক পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর (১) ধারা মোতাবেক সুমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এসআই মোমিনুর রহমান ও পেসকার সাকিরুল ইসলাম।

পাইকগাছায় ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ এর মতবিনিময়

স্থানীয় সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তন, অতিতের তুলনায় অনেক শক্তিশালী
পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় স্থানীয় সরকার ব্যবস্থা ও শরীক কর্মসূচির কার্যক্রমের উপর স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ। তিনি বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও ইউএনও মোঃ ফকরুল হাসানের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটি লেভেলের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীক প্রকল্পের এ,কে,এম ফজলুর রহমান, আই,আর,ভি খুলনার মালিহা জুথি, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সুশীলনের টিমলিডার শিপক চন্দ্র দে ও মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ। পৃথক মতবিনিময় কালে বক্তারা বলেন, অতিতের তুলনায় বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো হয়েছে অনেক শক্তিশালী। বিশেষ করে শরীক কর্মসূচির গত কয়েক বছরের কার্যক্রমে উপজেলা পরিষদ ও ১০ ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজস্ব মতামত প্রদান করায় বাজেটে জনগুরুত্বপূর্ণ বিষয় গুলি অধিক গুরুত্ব পেয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন এসেছে। যার সুফল পাচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো। নানা সীমাবদ্ধতার মধ্যদিয়েও শরীক কর্মসূচির কার্যক্রমে নারীর ক্ষমতায়ন, সামাজিক কর্মসূচির সুফল হতদরিদ্রদের মাঝে সুষম বন্টন সহ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়েছে উল্লেখ করে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে এবং নতুন বিষয় চিহ্নিত করে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে বক্তারা শরীক কর্মসূচির কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির দাবী জানান।

মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর পৌরসভার নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় হিন্দু পরিবারের নালিশী সম্পত্তি ও প্রাচীরের উপর পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণ করার অভিযোগে মেয়র ও ওসি বরাবর পৃথক অভিযোগ হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগে সুপারিশ করেছে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ মন্ডলের ছেলে অধীর কুমার মন্ডল ও রামপ্রসাদ মন্ডলের বাতিখালী মৌজাস্থ বসতবাড়ীর নালিশী সম্পত্তি ও নিজেদের প্রাচীরের উপর প্রতিবেশী প্রতিপক্ষ শওকত আলীর পরিবার পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে জোরপূর্বক পাকা বিল্ডিং নির্মাণ করছেন। এ ব্যাপারে অধীর গংদের পক্ষ থেকে গত সোমবার পৌর মেয়র ও থানার ওসি বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। এরআগেও প্রতিপক্ষদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করা হয়।

শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের এক সভা মঙ্গলবার সকালে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহিনা বাবার, সহ-সভাপতি লুৎফা ইসলাম, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমিন নাহার, কোষাধ্যক্ষ অনিতা রানী মন্ডল, সহ-কোষাধ্যক্ষ মমতাজ পারভীন মিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, লিলিমা খাতুন, তরুণ কান্তি মন্ডল ও আলতাফ হোসেন মুকুল।

পাইকগাছায় বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অফিসার্স ক্লাব চত্ত্বরে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি ১ম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু, পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, আতিউর রহমান রুনু, আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, প্যানেল মেয়র এস,এম, ইমদাদুল হক, শেখ সামছুল আলম পিন্টু, মোঃ হাফিজুর রহমান, শেখ আনারুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকী, কাউন্সিলর সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, প্রণব কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, স.ম. আব্দুল জব্বার, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, প্রভাষক শহিদুল ইসলাম, শেখ আসাদুজ্জামান ময়না, মোস্তফা মোড়ল, সরদার তোফাজ্জেল হোসেন, জিয়াউদ্দীন নায়েব, সরদার রফি, মাস্টার বাবর আলী গোলদার, সন্তোষ কুমার গাইন, মনিরুজ্জামান মনি, আব্দুস সাত্তার মোড়ল, হাবিবুর রহমান মোল্লা, আবু মুসা সরদার, ইমরান সরদার, মাহফুজুল ইসলাম টাকু, মতলেব গাজী, সরদার ফারুক আহমেদ, মেছের আলী সানা, তৌহিদুজ্জামান মুকুল, এস,এম, মোহর আলী, গাজী কামরুল ইসলাম, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, এস,এম, টুকু, শেখ শাহআলম, আজহারুল সানা, আব্দুল্লাহ গাজী, শহিদুল ইসলাম, হাফিজ আল-জাবির লিপু, মোঃ আবু হানিফ, রাজিব নেওয়াজ, মশিউর রহমান মিলন, দিপংকর বাবু, এস,এম, নাজমুল হুদা মিন্টু, শেখ বেলাল হোসেন, শেখ বাবু, গাজী মুজিবর রহমান, সায়েদ আলী বাবলা, হযরত আলী গাজী, মোঃ রুস্তম গাজী, মোঃ সুজায়েত, বাবুল সরদার, শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ জনি, রাশেদুজ্জামান রাসেল, মোঃ ফিরোজ আহমেদ, সাদ্দাম হোসেন, নুর আলী, আসাদুজ্জামান কেরামত, নজরুল ইসলাম, আব্দুর রহমান জনি, ইস্রাফিল আহমেদ, রেজাউল করিম, ইউনুছ আলী মোল্লা, ইউনুস মোড়ল, ইকবাল হোসেন, সিজার বাবু, কুদ্দুস মোড়ল, তরিকুল ইসলাম, মজিদ গাজী, মাসুম হাজরা, আকবার গাজী, হারুনার রশিদ, এবি রাজ্জাক, আব্দুর রশিদ, লুৎফর মেম্বর, মোহাম্মদ আলী, জামাল বিশ্বাস ও রেজাউল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর।

পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের কথা সংসদে উত্থাপন; এমপি নূরুল হককে আইনজীবী সমিতির অভিনন্দন

পাইকগাছা প্রতিনিধি ॥
জাতীয় সংসদে পাইকগাছার জরাজীর্ণ আদালতের কথা তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছেন পাইকগাছা-কয়রা’র সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি গত রোববার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের উপর ১৯ মিনিটের বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচিত এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের বিষয়টি সংসদে উত্থাপন করার মাধ্যমে জরাজীর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবী জানান।
    উল্লেখ্য, ১৯৮৩-৮৪ সালের দিকে নির্মিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালত ভবন দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ ভবনে চলছে বিচারিক কার্যক্রম। ভবনের ছাদের অংশবিশেষ ধ্বসে পড়ে বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটছে। বিষয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় স্থানীয় সংসদ সদস্যের। নতুন ভবন নির্মাণের ব্যাপারে স্থানীয় আইনজীবী সমিতি কর্তৃপক্ষ সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আদালতের জরাজীর্ণতার কথা সংসদে উত্থাপন করায় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, আইনজীবী সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, জিএ সবুর, শেখ লোকমান হোসেন, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক অনাদি কৃষ্ণ মন্ডল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক অজিত কুমার সরকার, শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, লাইব্রেরী সম্পাদক শিবুপ্রসাদ সরকার, পরিমল চন্দ্র সরকার, আব্দুল মজিদ গাজী ও আব্দুল খালেক।

রবিবার, ১৮ জুন, ২০১৭

পাইকগাছার ব্যবসায়ী সমর বিশ্বাস এর পরোলোক গমন; বিভিন্ন সংগঠনের শোক বিবৃতি

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার রাড়–লী ইউপির কাটীপাড়া বাজারের দরগাহপুর ফার্মেসীর স্বত্তাধীকারী সমর কুমার বিশ্বাস (৫৮) গত শুক্রবার বেলা ৩ টার দিকে পরোলোক গমন করেছেন। তিনি দীর্ঘ দিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। শুক্রবার রাতেই ধর্মীয় বিধান মতে তার অন্তেষ্ঠিক্রিয়া স্থানীয় কাটীপাড়া মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার কাটীপাড়া বাজারের ব্যবসায়ীরা অর্ধ দিবস দোকান বন্ধ রেখে শোক পালন করেছে। অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সংগঠক ও ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, জগদীশ রায়, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, প্রমথ সানা, বি সরকার, রিংকু রায়, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, কল্লোল মল্লিক, ইউপি সদস্য সেবানন্দ রায়, সুকৃতি মোহন সরকার, সুব্রত সানা, গৌতম রায়, ডাঃ নিরাপদ কবিরাজ, প্রণব কুমার সরদার, শংকর দেবনাথ, অসীম দাশ, প্রশান্ত কুমার মন্ডল (বই), সুভাষ চন্দ্র মন্ডল, দিলীপ ঢালী, বিধান ভদ্র, জগদীশ দে, নির্মল চন্দ্র অধিকারী, আশিষ রায় চৌধুরী, পঞ্চানন সানা, বিমল কৃষ্ণ সরকার, নিরাপদ সরকার, প্রভাষক মনজিত মন্ডল, সুবোধ বাছাড়, কনেক চন্দ্র সরদার, অশোক অধিকারী, ব্রজেন ঘোষ, দেবব্রত কুমার মন্ডল, পবিত্র মন্ডল, অরবিন্দু মন্ডল, নিখিল কুমার মন্ডল। অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন পাইকগাছায় কর্মরত ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

পাইকগাছায় আলোকযাত্রা দলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আলোকযাত্রা দলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলোকযাত্রা দলের সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। বক্তব্য রাখেন, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী জয়শ্রী রায়, শিক্ষার্থী আরজু সলতানা, শ্রাবন্তী রায়, আয়শা সিদ্দিকী, তুলি বিশ্বাস, রুমি খাতুন, সুমাইয়া খাতুন, মহুয়া, সাদিয়া সুলতানা, নিশাত সুলতানা ও ময়ুরী ঘোষ। অনুষ্ঠানে অনুভূতিতে বাবা শিরোনামে পত্র লেখা প্রতিযোগিতায় বিজয়ী আরজু সুলতানা, মহুয়া ও রুমি খাতুনকে পুরস্কার প্রদান করা হয়।

পাইকগাছার গড়ইখালী ফকিরশাহ পুকুর সংরক্ষণের দাবী পুকুরের পানি খেয়ে লাখো পরিবারের জীবন ধারণ

বিশেষ প্রতিনিধি, পাইকগাছা, খুলনা ।
জেলা শহর খুলনা থেকে পাইকগাছা উপজেলা সদরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আর উপজেলা সদর থেকে গড়ইখালী ইউনিয়ন সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ১৭টি গ্রাম নিয়ে গঠিত গড়ইখালী একটি দূর্গম ও নদীবেষ্টিত ইউনিয়ন। ইউনিয়নের এক পাশে রয়েছে ঐতিহ্যবাহী শিবসা নদী, আরেক পাশে রয়েছে মিনহাজ নদী, আর সবশেষ প্রান্তে রয়েছে গাংরখী নদী। ইউনিয়নের সীমান্ত জুড়েই রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। যার ফলে প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানলেই সর্বপ্রথম আক্রান্ত হয় গড়ইখালীর মানুষ। এক সময় এ ইউনিয়নের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ ছিল সুন্দরবনের উপর। যদিও নানামূখি কর্মসংস্থান হওয়ার ফলে এখন আর তেমনটি নাই। বর্তমানে ইউনিয়নে লোকসংখ্যা ৩০ হাজার। প্রত্যান্ত এলাকা হওয়ায় এ এলাকার মানুষের জীবনমান এখনো তেমন কোন উন্নতি ঘটেনি। সুন্দরবনের সাথেই ইউনিয়নটির অবস্থান হওয়ায় প্রাকৃতিক দূর্যোগের পাশাপাশি এ ইউনিয়নসহ পাশ্ববর্তী এলাকার মানুষের সমস্যার যেন অন্তনেই। সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতায়ন হওয়ায় অন্যান্য সুযোগ সুবিধা কিছুটা বাড়লেও অত্র এলাকার মানুষের বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি। নদীবেষ্টিত ইউনিয়ন হওয়ায়, এ ইউনিয়নের কোথাও কোন সুপেয় পানির সু-ব্যবস্থা নাই। শতভাগ নলকূপ ব্যবহারের অনুপোযোগী। লবণ আর আর্সেনিকে ভরা ভূ-গর্ভস্থপানি। ফলে পুকুর কিংবা বৃষ্টির পানি ধরে রাখায় একমাত্র সুপেয় পানির সু-ব্যবস্থা। ইউনিয়নের সদরের অতিপরিচিত একটি গ্রামের নাম ফকিরাবাদ। এ গ্রামের বুকেই প্রায় শত বছর আগে একটি পুকুর খনন করেন আলমশাহ ফকির বংশধররা। শত বছরের পুরাতন এই পুকুরটি অত্র ইউনিয়নের গড়ইখালী, বাসাখালী, ফকিরাবাদ, আমিরপুর, শান্তা, হুগলারচক, বাইনবাড়িয়া, কানাখালী, পাতড়াবুনিয়া, কুমখালী, বগুড়ারচক সহ পাশ্ববর্তী, সোলাদানা, লস্কর ও চাঁদখালী ইউনিয়ন এবং কয়রা উপজেলার আমাদী, মহেশ্বরীপুর এবং দাকপের চতুরখালী সহ আশপাশ এলাকার প্রায় ১ লাখ পরিবারের সুপেয় পানির একমাত্র মাধ্যম হচ্ছে অত্র পুকুরটি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দূর-দূরন্ত থেকে লোকজন পিকআপ, নছিমন, করিমন, ইঞ্জিন ভ্যান ও নৌকা যোগে পুকুর থেকে পানি নিয়ে যায়। এ ছাড়াও প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পায়ে হেটে গ্রামের গৃহবধুরা অত্র পুকুরের পানি নিয়ে জীবন ধারণ করে। অত্র এলাকার হোটেল রেস্তরার সুপেয় পানির একমাত্র মাধ্যম হচ্ছে অত্র পুকুরটি। অত্র পুকুরের পানি বিক্রি করে অনেক পরিবার জীবিকা ধারণ করছে। এ ব্যাপারে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, পুকুরটি বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে তদারকি করা হয়। পুকুরের পানি ভাল রাখার জন্য মাছ চাষ, হাত-পা ধোয়া এবং গোসল করা নিষেধ রয়েছে। তবে মাঝে মধ্যে অনেক সময় হাস এবং গরু-ছাগল পুকুর এরিয়ার মধ্যে ধুকে পড়ে এবং হাস ও গরু-ছাগলের মল-মুত্র বৃষ্টির পানিতে পুকুরে নেমে যায়। এতে পানির মান অনেক সময় নষ্ট হওয়ার উপক্রম হয়। এ ক্ষেত্রে অত্র এলাকার লাখো পরিবারের সুপেয় পানির একমাত্র মাধ্যম অত্র পুকুরের চারিপাশে সীমানা প্রাচীর দেওয়া জরুরী হয়ে পড়েছে। সরকারী সহায়তা পেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সীমানা প্রাচীর নির্মাণ করতে পারলে ভবিষ্যতে পুকুরের পানির মান নষ্ট হওয়ার সম্ভবনা থাকবে না। পুকুরটি সংরক্ষণের জন্য সরকার এবং সহযোগী সংস্থা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করেছেন প্রত্যান্ত এলাকার সাধারণ মানুষ।

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ীর নালিশী সম্পত্তি ও প্রাচীরের উপর জোরপূর্বক পাঁকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অধির কুমার মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ জিএম শওকত আলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ মন্ডলের ছেলে অধির কুমার মন্ডল ও রাম প্রসাদ মন্ডল দুই ভাই পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে বাতিখালী মৌজায় এসএ ১২৪ নং খতিয়ানের ১১, ১২ নং হাল দাগে জায়গা জমি ক্রয় করে বসতবাড়ী ও প্রাচীর নির্মাণ করে গত প্রায় ২৫ বছর যাবৎ বসবাস করে আসছে। বসবাসরত জমির মধ্য হতে ০.১৪৬ একর নালিশী সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশী মৃত জিএম জাফর আহম্মেদের ছেলে জিএম শওকত আলী পরিবারের সাথে বিরোধ দেখা দিয়েছে। প্রতিপক্ষরা নালিশী সম্পত্তি এবং অধির মন্ডলদের দেওয়া সীমানা প্রাচীরের উপর জোরপূর্বক দেওয়াল তৈরী করার মাধ্যমে পাঁকা ঘর নির্মাণ কাজ শুরু করলে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করা হয়। জনপ্রতিনিধিরা সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার অনুরোধ করলে তাদের অনুরোধ তোয়াক্কা না করে প্রতিপক্ষরা নির্মাণ কাজ অব্যহত রেখেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অধির মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ শওকত আলী ও তার দুই ছেলেকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাইকগাছায় গণশুনানী উপলক্ষে দুদকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় দূর্নীতি দমন কমিশনের গণশুনানী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন,  উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ওসি  (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হরে কৃষ্ণ দাশ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান, সাংবাদিক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, øেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবু সাঈদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মুজিবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, উপ-সহকারী প্রকৌশলী আকবর আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, নিজাম উদ্দীন, হিরন্ময় রায়, জামিনুর ইসলাম ও পারুল রানী মন্ডল। সভায় আগামী ৫ জুলাই দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত গণশুনানী সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণার সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় ৫০ পিচ ইয়াবা সহ মহিলা আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৫০ পিচ ইয়াবা সহ এক মহিলাকে আটক করা হয়েছে। আটক মহিলা (নবমুসলিম) অর্চনা রানী বিউটী (৩২) উপজেলার কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শামছুদ্দীন মুন্না ও এএসআই বিশ্বনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় নোয়াকাটি এলাকা থেকে বিউটীকে ৫০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং- ২৫।

রবিবার, ১১ জুন, ২০১৭

পাইকগাছার নতুন বাজারে দুস্কৃতিকারীদের হামলা ছিনাতায়ের ঘটনায় দু’যুবক আহত

গদাইপুর প্রতিনিধি॥
পাইকগাছায় পূর্ব শত্রুুতার জের ধরে দুস্কৃতিকারীদের হামলা ও ছিনতায়ের ঘটনায় আহত হয়ে দু’যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গদাইপুর ইউপি’র নতুন বাজারে এ ঘটনা ঘটে।  সুত্রমতে-সংশ্লিষ্ট ইউপি’র মোহাম্মদ সরদারের পুত্র পুরাইকাটি গ্রামের হাবিবুর সরদারের নেতৃত্বে গোপালপুর গ্রামের মুজিবর গাজীর পুত্র মেহেদী হাসানা, নাসির গাজীর পুর জাহিদুল ইসলাম, গদাইপুরের মৃত জিতেন্দ্রনাথ ঘোষের পুত্র সৃজন ঘোষ, পুরাইকাটির নজরুল শেখের পুত্র মোক্তার শেখ রোববার সন্ধ্যায় নতুন বাজারে আকষ্মিকভাবে হামলা চালিয়ে গোপালপুর গ্রামের সাজ্জাদ গাজীর পুত্র শামীম গাজী ও কলিম শেখের পুত্র হাসান শেখকে বেদম মারপিট করে ছিনতায়ের ঘটনা ঘটায়। মারাত্মক জখম ও আশংকাজনক অবস্থায় দু’যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য রাজনৈতিক ইন্দনে এ হামলা হতে পারে বলে একটি সুত্র জানিয়েছে।

শুক্রবার, ৯ জুন, ২০১৭

পাইকগাছায় ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় ছাত্রদলের ১ম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত উপজেলা কমিটির আহবায়ক দিপংকর সরদার বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এস,এম, নাজমুল হুদা মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, তৌহিদুজ্জামান মুকুল, ইমরান সরদার, সরদার ফারুক আহমেদ, মশিউর রহমান মিলন, এস,এম, মোহর, আবু মুসা, আসাদুজ্জামান কেরামত, ইসরাফিল হোসেন, ইউনুছ আলী, আলমুন হোসাইন লিপু, ওমর ফারুক, ফিরোজ হোসেন, আমিরুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, হেলাল হাফিজ, রাশেদুজ্জামান রাসেল, এস,এস, হাসান, ইমরান বাশার, সজীব আক্তার, সাদ্দাম হোসেন, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শামীমুর রহমান নান্টু, দেবেন ঘোষ, জুবায়ের বাবু, সিফাতউল্লাহ, আক্তার, ফিরোজ, আলমগীর, রিফাত সরদার, মেহেদী ইমাম, সোহেল পারভেজ, রাশেদুজ্জামান, ফিরোজ, শুভ গাজী, আবু হোসেন, রিপন আহম্মেদ, মারুফ হোসেন, সাঈদুর রহমান, মোঃ রেজা, ফয়সাল, সোহাগ সানা, সাথী আক্তার প্রমুখ।

পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর ছাত্রলীগের পুষ্পমাল্য অর্পন

পাইকগাছা  প্রতিনিধি॥
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করলেন নবগঠিত পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ। শুক্রবার সকালে পাইকগাছা কলেজ চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময় নবনির্বাচিত সম্পাদক রনি’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মাসুদ পারভেজ রাজু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সমাজসেবক শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ মাসুদুর রহমান, সাবেক ছাত্রনেতা দিপংকর মন্ডল। বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সম্পাদক আশরাফুল ইসলাম রাবু, ছাত্রলীগ নেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু, মনোজ মন্ডল, আব্দুল্লাহ, রমজান সরদার, শরিফুল ইসলাম, রাফেজ উদ্দিন, সৌরভ গাইন, বিপ্লব মন্ডল, বাদশা, আকাশ, সৌরভ, মুছা, বিপ্লব, নাফি, মিথুন হোসাইন ও রাজু। উল্লেখ্য ০১ জুন মাসুদ পারভেজ রাজুকে সভাপতি ও রায়হান পারভেজ রনিকে সম্পাদক করে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের ৬ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করেন জেলা নেতৃবৃন্দ।

রবিবার, ৪ জুন, ২০১৭

পাইকগাছায় ছেলের অভিযোগের ভিত্তিতে মা’কে আটক;

পাইকগাছায় মায়ের অনৈতিক কর্মকান্ডের ঘটনায় ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মধ্য-বয়সী দু’নারী-পুরুষকে আটক করে ২৯০ ধারা মতে প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করেছে।
এ ঘটনায় এলাকায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ও উভয়ের পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার সোলাদানা ইউপির গোলবুনিয়ার সরদার বাড়ীর গৃহবধু মিনতি রাণী সরদার (৪৫) এর সাথে একই এলাকার স্বপন সরদার (৪২) এর মধ্যে দীর্ঘদিন ধরে অবাধ মেলামেশা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। মিনতি ও স্বপনের উভয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহুবার চেষ্টা চালিয়েও এ সম্পর্ক ছিন্ন করা সম্ভব না হওয়ায় এ নিয়ে এলাকার মানুষ অতিষ্ট হয়ে ওঠে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ঐ গৃহবধুর দু'ছেলের সহায়তায় পুলিশ মিনতি ও স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং মোবাইল রেকর্ডিং সহ দু’জনেই এ সম্পর্কের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় মিনতির ছেলে অনুপ কুমার সরদারের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ধৃত নারী-পুরুষকে পেনাল কোর্টের ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে শনিবার আদালতে প্রেরণ করেছে। অনৈতিক কর্মকান্ডের অভিযোগের স্বীকার করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, এলাকাবাসী ও তার দু'ছেলের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করে প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাইকগাছায় শালিসী বৈঠকে মৎস্যচাষীকে মারপিট করার অভিযোগ; ঘেরের বাসায় অগ্নিসংযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মৎস্য ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে শালিসী বৈঠকে এক মৎস্য চাষীকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শালিসী বৈঠকের পর মৎস্য চাষীর ঘেরের একটি বাসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মৎস্য চাষী থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের মৃত মাসুদ হোসেন গাজীর ছেলে মুরাদ হোসেন গাজী (৩৫) বাইনবাড়িয়া মৌজায় বিভিন্ন জমির মালিকদের নিকট থেকে ২০১৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী রেজিস্ট্রি ডিডের মাধ্যমে ৪০ বিঘা জমির উপর মৎস্য চাষ করে আসছেন। মুরাদের ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে বাইনবাড়িয়া এলাকার মৃত নগেন্দ্রনাথ সানার ছেলে তেজেন্দ্রনাথ সানার সাথে মুরাদের গোলযোগ সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস শনিবার বিকালে ঘের সংলগ্ন এলাকায় শালিসী বৈঠক আহবান করেন। বৈঠক চলাকালীন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রতিপক্ষ আনন্দ মন্ডল মুরাদকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় এবং প্রতিপক্ষের লোকজন তাকে মারপিট করে। এতে মুরাদের বাম হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন মুরাদকে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট নিয়ে গেলে এ সুযোগে দুর্বৃত্তরা মুরাদের ঘেরের একটি বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় রোববার মুরাদ হোসেন বাদী হয়ে আনন্দ সহ ৬ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনাকাঙ্খিতভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।

পাইকগাছায় দখলমুক্ত করা হলো ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ভূমিদস্যুদের দখলে থাকা ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী রাড়–লী ক্যাম্প পুলিশের উপস্থিতিতে দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি সম্পত্তি দখলমূক্ত করেন। উল্লেখ্য, উপজেলার গদাইপুর ও রাড়–লী ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের পশ্চিম পাশে হিতামপুর মৌজায় জেগে ওঠা চরভরাটি জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের মধ্যে দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা চলে আসছিল। ফলে, সরকারি এ সম্পত্তি দীর্ঘদিন সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি সম্পত্তি দখলমুক্ত হওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার, ৩ জুন, ২০১৭

পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর; আহত- ১

পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ব্যবসায়ীকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় কমলাপুর-মৌখালী বাজারের হারুন গাইনের মুদির দোকানে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল বারিক গাইনের ছেলে হারুন গাইনের কমলাপুর-মৌখালী বাজারে একটি মুদি দোকান রয়েছে। দোকানের পাশে একই এলাকার আর্জান গাজীর ছেলে উজ্জ্বল গাজীর ভাড়া দেওয়া একটি চায়ের দোকান রয়েছে। উজ্জ্বল বিভিন্ন সময়ে বিদ্যুতের মিটার সরিয়ে নেওয়ার জন্য হারুনকে চাঁপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ইফতারের পূর্ব মুহূর্তে উজ্জ্বল ও তার লোকজন হারুনের বিদ্যুতের মিটার ভাংচুর করতে থাকলে, এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা হারুনকে বেধড়ক মারপিট করে এবং মুখের দাড়ি ছিড়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত হারুনকে উদ্ধার করে। এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ভাংচুর ও মারপিটের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী বাদী হয়ে উজ্জ্বল সহ ৪ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দায়ের করেছে।

পাইকগাছা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি-সেক্রেটারী, নবনির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক øেহেন্দু বিকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সদস্য মোঃ রবিউল ইসলাম, নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, সাবেক সহ-সভাপতি বি সরকার, এসএম বাবুল আকতার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, আব্দুল মজিদ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ রায় ও আবুল হাশেম। সভায় প্রেসক্লাবের নিজিস্ব অর্থায়নে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি ॥
    পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাজার চৌ-রাস্তা মোড়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেখ ফারুক হোসেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, রবি শংকর মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, গাজী শামছুল হুদা খোকন, গাজী শহিদুল ইসলাম খোকন, গাজী আব্দুস সামাদ, আমিন উদ্দীন সানা, সাজ্জাত আলী সরদার, মাওঃ রইসুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় সরদার, আব্দুর রাজ্জাক সরদার, আলহাজ্ব লেয়াকত আলী, সাবেক কাউন্সিলর রাফেজা খানম, মমতাজ পারভীন, শেখ আব্দুল হাফিজ, স ম আব্দুল জব্বার ও আছাদুল ইসলাম। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, বর্তমান সরকার যেখানে অতিতের যে কোন সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে, সেখানে দেশের কোথাও ভয়াবহ লোডশেডিং থাকার কথা নয়, অথচ বর্তমান ডিজিএম যোগদানের পর হতে এলাকায় ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে লোডশেডিং এর মাত্রা আরো বাড়িয়ে ডিজিএম ইচ্ছা করেই সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে আগামী ১ সপ্তাহ পর ডিজিএম’এর অপসারণের দাবীতে নাগরিক কমিটির পক্ষ থেকে কঠোর আন্দোলন করা হবে বলে মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর অবৈধ নেট-পাটা অপসারণ কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার আলোচিত মিনহাজ নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ কাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসন। শনিবার সকালে নদীর কয়েকটি স্থানের নেট-পাটা অপসারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    উল্লেখ্য, উপজেলার গড়ইখালী, চাঁদখালী ও লস্কর ইউনিয়নে অবস্থানরত ২৫১ একর আয়তনের মিনহাজ নদী দিয়ে কয়রা ও পাইকগাছা উপজেলার কয়েকটি ইউনিয়নের পানি নিষ্কাসন হয়ে থাকে। অত্র এলাকার হাজার হাজার বিঘা চিংড়ী ঘেরের চিংড়ী ও ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম হচ্ছে মিনহাজ নদী। কিন্তু বদ্ধ জলমহল হিসাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীটি ইজারা দেয়ার কারণে পানি সরবরাহ মারাত্মক ভাবে ব্যহত হয়। বিশেষ করে মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা দেয়া হলেও সমিতির নিকট থেকে অসংখ্য ব্যক্তিরা সার্ব লীজ নিয়ে খন্ড খন্ড করে নেট-পাটা বসিয়ে মাছ চাষ করায় পানি সরবরাহ বিঘিœত হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ২ বছর আগে চাঁদখালী ও লস্কর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের বিস্তির্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কয়েক মাস তলিয়ে থাকায় কোটি কোটি টাকার সম্পদ ও ফসলের ক্ষতি হয়। বর্তমানে গুরুত্বপূর্ণ নদীটি পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা প্রদান করা হয়। পরবর্তীতে অংশীদারিত্ব নিয়ে আইনজীবী এবিএম এনামুল হক ও সেনা সদস্য জিএম আব্দুর রবের সাথে বিরোধ চলে আসছে। দখল ও কতৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে ইতোমধ্যে একাধিক হামলা, মামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৯ মে থেকে নদী এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। বিষয়টি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন শৃংখলা সভায় অধিক গুরুত্ব পায়। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাসন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত মোতাবেক ভরা বর্ষা মৌসুমের আগেই মিনহাজ নদীর অবৈধ নেট-পাটা অপসারণ কাজ শুরু করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানিয়েছেন।

শুক্রবার, ২ জুন, ২০১৭

পাইকগাছায় জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান মাওঃ কামালের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার বাড়ী ভাংচুরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছায় উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার বাড়ীতে হামলা, ভাংচুর, মারপিটসহ ক্ষয়-ক্ষতির অভিযোগে থানায় এজাহার দাখিল।
জানাগেছে, পূর্ব শত্রুুতার জের ধরে ক’দিন আগে জামায়াতের আমিরের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর সর্বশেষ বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার মালথে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পূর্ব শত্রুতা উল্লেখ করে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা শেখ জামাল হোসেন অভিযোগ করেছেন উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলার আসামী মাওঃ কামাল হোসেনের নেতৃত্¦ে ছাত্র-শিবিরের ক্যাডাররা বৃহস্পতিবার বিকেলে তার বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারপিট, ঘরের জানালা-দরজা, পাচালি ভাংচুর, গাছপালা কর্তনকরে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। জানাগেছে, জামায়াতের আমিরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গত ২২ মে জামাল হোসেনের স্ত্রী আছিয়া জামালের থানায় দায়ের করা ৪২ নং মামলা করলে ক্ষীপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় একাধিক সুত্র জানিয়েছেন-বিবাদমান দু’পক্ষ একই পরিবার এবং উভয়ের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পুলিশ জানিয়েছেন-মাওঃ কামালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ জি,আর ৪০/১৫, ২০৫/১৭ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় গতকাল শেখ জামাল হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেনসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। এ অভিযোগ প্রসংগে বিভিন্ন মামলায় জামিনে থাকার কথা উল্লেখ করে জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন বলেন-জায়গা-জমিসহ একটি চলাচলের বিরোধপূর্ণ রাস্তাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে তিনি মারপিটের বিষয়টি অস্বীকার করেছেন।

পাইকগাছা পৌর ছাত্রলীগের কমিটি গঠন #রাজু সভাপতি, #সম্পাদক রনি


পৌর প্রতিনিধি॥ খুলনার পাইকগাছায় দীর্ঘদিন পর পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হলো। মাসুদ পারভেজ রাজুকে সভাপতি ও রায়হান পারভেজ রনিকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার এই কমিটি ঘোষণা করেন। ৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি পদে রিভু রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে পল্লব দেব নাথ, মোহাম্মদ রাফেজ উদ্দিন ও সৌরভ গাইনেেক মনোনীত হয়েছেন। উল্লেখ্য প্রায় সাত বছর আগে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও লিটু আনামকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। নবগঠিত কমিটির সভাপতি মাসুদ পারভেজ রাজু- স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পাইকগাছায় মিনহাজ নদীর দখল কতৃত্ব নিয়ে দায়ের করা একাধিক মামলার কারণে এলাকা এখন পুরুষ শূন্য

((সংঘাত- সংঘর্ষ এড়াতে ৯ মে থেকে বলবৎ রয়েছে ১৪৪ ধারা))
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার আলোচিত মিনহাজ নদী নিয়ে দু’পক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার এড়াতে এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। দখল কর্তৃত্য ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী এবিএম এনামুল হক ও সেনা সদস্য আব্দুর রব গংদের মধ্যে পাল্টা-পাল্টি ১০ থেকে ১৫টি মামলার ঘটনা ঘটে। এসব মামলায় অসংখ্য নিরিহ এলাকাবাসীকে আসামী করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে মিনহাজ নদী এলাকায় স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
অনুরূপভাবে, অস্ত্র আইনে দায়ের করা মামলায় এবিএম এনামুল হক জেল হাজতে থাকায় তার পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। এতে করে এলাকা অনেকটাই পুরুষ শূন্য হয়ে পড়েছে। তবে প্রতিপক্ষ আব্দুর রব গংদের আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনামুল গংদের লোকজন।
সূত্রমতে, উপজেলার গড়ইখালী, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের আলোচিত মিনহাজ (বদ্ধ জলমহল) নদী লস্কর ও গড়ইখালীর সীমান্তবর্তী মিনহাজ স্লুইচ গেট হতে লক্ষ্মীখোলা পর্যন্ত বি¯তৃত। ২৫১ একর আয়তনের নদীটি ১৪২২ হতে ১৪২৪ সন পর্যন্ত ইজারা নেয় পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি। বিশাল আয়তনের নদীটি নিজেরাই নিয়ন্ত্রণ করতে না পারায় মৎস্যজীবী সমবায় সমিতি দারস্থ হয় স্থানীয় আইনজীবী আমিরপুর গ্রামের মাহমুদ গাজীর ছেলে এবিএম এনামুল হকের। রক্ষনাবেক্ষণ ও শেয়ার চুক্তিনামার মাধ্যমে মিনহাজ নদীতে নিজের কতৃত্ব স্থাপন করেন এবিএম এনামুল। পরবর্তীতে দখল, কতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেনা সদস্য জিএম আব্দুর রব এর সাথে চরম বিরোধ সৃষ্টি হয় এনামুল গংদের। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক হামলা, মামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন গত ৯ মে মিনহাজ নদী এলাকায় জারি করেন ১৪৪ ধারা। যা এখনো বলবৎ রয়েছে। বর্তমানে ২৫১ একর আয়তনের নদীটি ৪টি অংশে ভাগ করে ৪টি গ্র“পের নিয়ন্ত্রণে রয়েছে। গজালিয়ার ২টি অংশ রয়েছে সমিতির অনুকূলে। মাঝে চৌমহনী বাজার থেকে বগুলারচক স্কুল পর্যন্ত রয়েছে রবের অনুকুলে। মিনহাজ গেট থেকে বগুলারচক স্কুল পর্যন্ত রয়েছে এনামুলের অনুকুলে। মিনহাজ ওয়াপদা থেকে কানাখালী ব্রীজ পর্যন্ত একটি অংশ রয়েছে সঞ্জীব নামে এক ব্যক্তির অনুকুলে। এ ব্যাপারে এবিএম এনামুল হকের স্ত্রী গাজী সুলতানা পারভীন জানান, সেনা সদস্য আব্দুর রব গংরা আমার স্বামী সহ আমাদের লোকজনের বিরুদ্ধে কমপক্ষে ৮ থেকে ১০টি হয়রানি মূলক মামলা করেছে। এসব মামলার কারণে এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। অথচ এনামুল গংদের দায়ের করা মামলার আব্দুর রব গং অনুসারী আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এদিকে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বলবৎ রাখার দাবী জানিয়েছেন নিরিহ সাধারণ মানুষ।

পাইকগাছা পৌর অভ্যন্তরে নবনির্মিত শিববাটী ব্রীজ সংযোগ সড়কের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌর অভ্যন্তরে নবনির্মিত শিববাটী ব্রীজ সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর নবনির্মিত সংযোগ সড়কের উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের সহযোগিতায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সড়কটি নির্মাণ করা হয়। প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, কাউন্সিলর আসমা আহম্মেদ, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, কাজী নেয়ামুল হুদা কামাল, রবি শংকর মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, প্রভাষক ময়নুল ইসলাম, বিকাশ সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ সাধারণ মানুষের সীমাহীন দূর্ভোগ## আজ নাগরিক কমিটির মানববন্ধন


পাইকগাছায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কারণে সীমাহীন দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পবিত্র রমজান মাসে লোডশেডিং এর কারণে চরম দূর্ভোগে পড়েছেন রোজাদাররা। প্রায় প্রতিদিন ইফতারী, তারাবীহ ও সাহ্রীর সময় বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এদিকে পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পল্লী বিদ্যুতের স্থানীয় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের অপসারণের দাবীতে আজ শনিবার সকাল ১১ টায় পৌর বাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচির আহ্বান করেছে পাইকগাছা নাগরিক কমিটি। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, ইতোপূর্বে রমজান মাসে কোন সময় বিদ্যুতের এতো সমস্যা দেখা যায়নি। বিশেষ করে ইফতারী, তারাবীহ ও সাহরীর সময় কখনো বিদ্যুৎ যেতে দেখেনি। কিন্তু বর্তমান ডিজিএম যোগদান করার পর থেকে পাইকগাছা-কয়রায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। প্রাকৃতিক দূর্যোগ কিংবা কারিগরী ত্র“টির কারণে প্রায় সময় দিন-রাত বিদ্যুৎ থাকে না। এ ছাড়া রমজান মাসের শুরু থেকেই রোজাদারদের প্রয়োজনীয় সময় বিদ্যুৎ থাকছে না। এতে করে ধর্মপ্রাণ রোজাদাররা চরম দূর্ভোগে পড়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিপর্যয় ও ভয়াবহ লোডশেডিং এর কারণে ছেলে-মেয়েদের লেখাপড়া ব্যহত হওয়ার পাশাপাশি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য ও এলাকার উন্নয়ন কর্মকান্ড। এলাকার সাধারণ মানুষের অভিযোগ বর্তমান ডিজিএম যোগদান করার পর বিদ্যুৎ এর এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রমজান মাসে বিদ্যুৎ নিয়ে তালবাহানা করছে। এ জন্য শনিবার সকালে পৌর সদরে নাগরিক কমিটির পক্ষ থেকে পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বর্তমান ডিজিএম’এর অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে বলে নাগরিক নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর জানিয়েছেন।
পাইকগাছা প্রতিনিধি ॥

বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

পাইকগাছায় ভদ্রা নদীতে ভয়াবহ ভাঙ্গন; হুমকিতে দেলুটির কালীনগর ওয়াপদার বেড়িবাঁধ

বিশেষ প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ভদ্রা নদীর ভয়াবহ ভাঙ্গনে ফের হুমকির মুখে পড়েছে দেলুটি ইউনিয়নের কালীনগর ওয়াপদার বেড়ি বাঁধ। গত বছর থেকে ভাঙ্গন শুরু হলেও ঘুর্ণি ঝড় মোরার প্রভাবে কয়েক দিনের প্রবল ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ পরিদর্শন করেছেন পাউবো ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। এর আগে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের চেষ্টা করে আসছেন। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধ পরিদর্শন করে বিকল্প বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন এলাকবাসীকে। অনুরূপভাবে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ৩ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালীনগর ভদ্রা নদীর ওয়াপদার বাঁধে কয়েক দিন ধরে আবারো ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। প্রায় আধা কিলোমিটার জুড়ে ভাঙ্গন দেখা দেয়ায় ভাঙ্গন কবলিত এলাকায় ব্যাপক সম্পদ-সম্পত্তির ক্ষতির আশংকায় জনগণ আতংকিত হয়ে পড়েছে। ভাঙ্গনরোধে স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে কাজ করছে। যা ভাঙ্গনরোধের জন্য যথেষ্ঠ নয়। বিষয়টি জানার পর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান, পাউবো’র নির্বাহী প্রকৌশলী পিযুষ কুমার কুন্ডু ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন, গত কয়েকদিনের প্রবল ভাঙ্গনে ইউনিয়নের কালীনগর ওয়াপদার বাঁধ হুমকির মুখে পড়েছে। যেকোন মুহুর্তে সম্পূর্ণ বাঁধটি নদী গর্ভে বিলিন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে। ভাঙ্গনরোধে ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা করছে। তবে স্থানীয় এ উদ্যোগ ভাঙ্গনরোধের জন্য যথেষ্ট নয়। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধ পরিদর্শন করে আগামী ২/১দিনের মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য আশ্বস্ত করেছেন। এ ক্ষেত্রে এলাকাবাসীর দাবী শুধু আশ্বস্ত নয় এলাকার বিপুল জনগোষ্ঠি ও সম্পদ রক্ষার জন্য বিকল্প বেড়িবাঁধ নির্মাণ সহ ভাঙ্গনরোধে দ্রুত টেকসই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।