
পৌর প্রতিনিধি॥ খুলনার পাইকগাছায় দীর্ঘদিন পর পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হলো। মাসুদ পারভেজ রাজুকে সভাপতি ও রায়হান পারভেজ রনিকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার এই কমিটি ঘোষণা করেন। ৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি পদে রিভু রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে পল্লব দেব নাথ, মোহাম্মদ রাফেজ উদ্দিন ও সৌরভ গাইনেেক মনোনীত হয়েছেন। উল্লেখ্য প্রায় সাত বছর আগে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও লিটু আনামকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। নবগঠিত কমিটির সভাপতি মাসুদ পারভেজ রাজু- স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন