গদাইপুর প্রতিনিধি॥
পাইকগাছায় পূর্ব শত্রুুতার জের ধরে দুস্কৃতিকারীদের হামলা ও ছিনতায়ের ঘটনায় আহত হয়ে দু’যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গদাইপুর ইউপি’র নতুন বাজারে এ ঘটনা ঘটে। সুত্রমতে-সংশ্লিষ্ট ইউপি’র মোহাম্মদ সরদারের পুত্র পুরাইকাটি গ্রামের হাবিবুর সরদারের নেতৃত্বে গোপালপুর গ্রামের মুজিবর গাজীর পুত্র মেহেদী হাসানা, নাসির গাজীর পুর জাহিদুল ইসলাম, গদাইপুরের মৃত জিতেন্দ্রনাথ ঘোষের পুত্র সৃজন ঘোষ, পুরাইকাটির নজরুল শেখের পুত্র মোক্তার শেখ রোববার সন্ধ্যায় নতুন বাজারে আকষ্মিকভাবে হামলা চালিয়ে গোপালপুর গ্রামের সাজ্জাদ গাজীর পুত্র শামীম গাজী ও কলিম শেখের পুত্র হাসান শেখকে বেদম মারপিট করে ছিনতায়ের ঘটনা ঘটায়। মারাত্মক জখম ও আশংকাজনক অবস্থায় দু’যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য রাজনৈতিক ইন্দনে এ হামলা হতে পারে বলে একটি সুত্র জানিয়েছে।
পাইকগাছায় পূর্ব শত্রুুতার জের ধরে দুস্কৃতিকারীদের হামলা ও ছিনতায়ের ঘটনায় আহত হয়ে দু’যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গদাইপুর ইউপি’র নতুন বাজারে এ ঘটনা ঘটে। সুত্রমতে-সংশ্লিষ্ট ইউপি’র মোহাম্মদ সরদারের পুত্র পুরাইকাটি গ্রামের হাবিবুর সরদারের নেতৃত্বে গোপালপুর গ্রামের মুজিবর গাজীর পুত্র মেহেদী হাসানা, নাসির গাজীর পুর জাহিদুল ইসলাম, গদাইপুরের মৃত জিতেন্দ্রনাথ ঘোষের পুত্র সৃজন ঘোষ, পুরাইকাটির নজরুল শেখের পুত্র মোক্তার শেখ রোববার সন্ধ্যায় নতুন বাজারে আকষ্মিকভাবে হামলা চালিয়ে গোপালপুর গ্রামের সাজ্জাদ গাজীর পুত্র শামীম গাজী ও কলিম শেখের পুত্র হাসান শেখকে বেদম মারপিট করে ছিনতায়ের ঘটনা ঘটায়। মারাত্মক জখম ও আশংকাজনক অবস্থায় দু’যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য রাজনৈতিক ইন্দনে এ হামলা হতে পারে বলে একটি সুত্র জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন