শুক্রবার, ২ জুন, ২০১৭

পাইকগাছা পৌর অভ্যন্তরে নবনির্মিত শিববাটী ব্রীজ সংযোগ সড়কের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌর অভ্যন্তরে নবনির্মিত শিববাটী ব্রীজ সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর নবনির্মিত সংযোগ সড়কের উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের সহযোগিতায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সড়কটি নির্মাণ করা হয়। প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, কাউন্সিলর আসমা আহম্মেদ, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, কাজী নেয়ামুল হুদা কামাল, রবি শংকর মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, প্রভাষক ময়নুল ইসলাম, বিকাশ সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন