রবিবার, ১৮ জুন, ২০১৭

পাইকগাছার ব্যবসায়ী সমর বিশ্বাস এর পরোলোক গমন; বিভিন্ন সংগঠনের শোক বিবৃতি

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার রাড়–লী ইউপির কাটীপাড়া বাজারের দরগাহপুর ফার্মেসীর স্বত্তাধীকারী সমর কুমার বিশ্বাস (৫৮) গত শুক্রবার বেলা ৩ টার দিকে পরোলোক গমন করেছেন। তিনি দীর্ঘ দিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। শুক্রবার রাতেই ধর্মীয় বিধান মতে তার অন্তেষ্ঠিক্রিয়া স্থানীয় কাটীপাড়া মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার কাটীপাড়া বাজারের ব্যবসায়ীরা অর্ধ দিবস দোকান বন্ধ রেখে শোক পালন করেছে। অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সংগঠক ও ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, জগদীশ রায়, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, প্রমথ সানা, বি সরকার, রিংকু রায়, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, কল্লোল মল্লিক, ইউপি সদস্য সেবানন্দ রায়, সুকৃতি মোহন সরকার, সুব্রত সানা, গৌতম রায়, ডাঃ নিরাপদ কবিরাজ, প্রণব কুমার সরদার, শংকর দেবনাথ, অসীম দাশ, প্রশান্ত কুমার মন্ডল (বই), সুভাষ চন্দ্র মন্ডল, দিলীপ ঢালী, বিধান ভদ্র, জগদীশ দে, নির্মল চন্দ্র অধিকারী, আশিষ রায় চৌধুরী, পঞ্চানন সানা, বিমল কৃষ্ণ সরকার, নিরাপদ সরকার, প্রভাষক মনজিত মন্ডল, সুবোধ বাছাড়, কনেক চন্দ্র সরদার, অশোক অধিকারী, ব্রজেন ঘোষ, দেবব্রত কুমার মন্ডল, পবিত্র মন্ডল, অরবিন্দু মন্ডল, নিখিল কুমার মন্ডল। অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন পাইকগাছায় কর্মরত ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন