শনিবার, ৩ জুন, ২০১৭

পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর; আহত- ১

পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ব্যবসায়ীকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় কমলাপুর-মৌখালী বাজারের হারুন গাইনের মুদির দোকানে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল বারিক গাইনের ছেলে হারুন গাইনের কমলাপুর-মৌখালী বাজারে একটি মুদি দোকান রয়েছে। দোকানের পাশে একই এলাকার আর্জান গাজীর ছেলে উজ্জ্বল গাজীর ভাড়া দেওয়া একটি চায়ের দোকান রয়েছে। উজ্জ্বল বিভিন্ন সময়ে বিদ্যুতের মিটার সরিয়ে নেওয়ার জন্য হারুনকে চাঁপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ইফতারের পূর্ব মুহূর্তে উজ্জ্বল ও তার লোকজন হারুনের বিদ্যুতের মিটার ভাংচুর করতে থাকলে, এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা হারুনকে বেধড়ক মারপিট করে এবং মুখের দাড়ি ছিড়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত হারুনকে উদ্ধার করে। এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ভাংচুর ও মারপিটের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী বাদী হয়ে উজ্জ্বল সহ ৪ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দায়ের করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন