
বিশেষ প্রতিনিধি ॥ পাইকগাছায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মফস্বল সাংবাদিক ফোরাম ও বিকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনও আবুল আমিনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সাপ্তাহিক সুন্দরবন বার্তার সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মোঃ আব্দুল গফ্ফার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম বাবুল আখতার, সমাজ কল্যাণ সম্পাদক স্নেহেন্দু বিকাশ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, সাংগঠনিক সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক এম আর মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাসেম, বিভূতি ভূষণ ঢালী, প্রবীর জয় ও এম আহসান উদ্দীন বাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন