মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

পাইকগাছায় গজালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ মনগড়া কমিটি গঠনের অভিযোগ

শিক্ষা প্রতিবেদক ॥
পাইকগাছায় গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মোড়লের বিরুদ্ধে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন ও স্কুলের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, প্রধান শিক্ষক মতিয়ার রহমান স্কুলের ফান্ড থেকে ৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়াও ২০১৬ সালে নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন এবং তালিকা চুড়ান্তভাবে প্রকাশিত হওয়ার পর নিজ মনোনীত কমিটি গঠনের লক্ষে ভোটার তালিকার ৮২নং ক্রমিকের শিক্ষার্থী আরিফা খাতুনের পিতা আব্দুর রাজ্জাকের নাম কেঁটে রাজ্জাকের স্ত্রী মাহফুজা খাতুনের নাম বসাইয়া অভিভাবক মহিলা সদস্য করেন। প্রধান শিক্ষককের এ ধরণের কার্যকালাপ দেখে আরাফ গাজী, রফিকুল, মুনছুর সরদার ও ব্রজেন নাথ সহ অনেকেই তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। নিজের অনুগত মাত্র দুইজন অভিভাবক সদস্য তৈরী করে তাদের মাধ্যমে একজনকে সভাপতি করে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করেন- যা সম্পূর্ণ নিয়মবর্হিভূত। এ ধরণের মনগড়া কমিটি বাতিল পূর্বক নতুন কমিটি গঠনের লক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সভাপতি আব্দুল গনি গাজী, অভিভাবক সদস্য জিএম আব্দুস সোহবান, আরিফুল ইসলাম, মুনছুর আলী, শেখ গোলাম রব্বানী ও রফিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন