মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

পাইকগাছার গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন

‪#‎পাইকগাছা‬ প্রতিনিধি ॥
পাইকগাছার গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকীর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত নির্বাচনে বিএম মোস্তাফিজুর রহমান সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রধান শিক্ষক ও সদস্য সচিব এমএম মতিয়ার রহমান, মোঃ এনারুল ইসলাম, মোঃ মিজানুর রহমান সরদার, মোছাঃ মাহমুদা খাতুন, প্রদীপ কুমার মন্ডল, মোঃ খায়রুল ইসলাম ও বিউটি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, বিএম হাফিজুর রহমান, জিএম গোলাম মোস্তফা, রাসেল আহম্মেদ ও মোঃ হান্নান ফকির।
=========================================================================

পাইকগাছায় কলেজ পর্যায়ে প্রভাষক ময়নুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত 
#ক্যাম্পাস প্রতিনিধি ॥
পাইকগাছায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফসিয়ার রহমান মহিলা মহা-বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ ময়নুল ইসলাম। পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ অনুষ্ঠানে প্রভাষক ময়নুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য প্রভাষক ময়নুল ইসলাম পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মোঃ হারুণ-অর-রশিদ সরদার ও মৃত মরিয়ম বেগমের ছেলে। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স এবং ১৯৯৫ সালে একই বিভাগ থেকে এম.এ পাশ করেন। ১৯৯৯ সালের ২৭ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসাবে ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয়ে যোগদান করেন। তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির খুলনা জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন