০১৮৪৩-০০৮৩৪০ (ইউএনও ভারপ্রাপ্ত) #নাজমুল হক
০১৭১১-৮৮১৩৪৫-(চেয়ারম্যান) #স.ম বাবর আলী উপজেলা পরিষদ
০১৭১৬-০৭৯১৮৬ (যুব উন্নয়ন কর্মকর্তা) #রেজাউল করিম।
০১৭১১-৮৮১৩৪৫-(চেয়ারম্যান) #স.ম বাবর আলী উপজেলা পরিষদ
০১৭১৬-০৭৯১৮৬ (যুব উন্নয়ন কর্মকর্তা) #রেজাউল করিম।
#আবহাওয়া ডেস্ক ॥ পাইকগাছায় ঘুর্ণি ঝড় রোয়ানু’র প্রভাবে গত দু’দিন বৈরী আবহাওয়া বিরাজ করছে। ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে ঘুর্ণিঝড়কে কেন্দ্র করে উপজেলা প্রশাসন সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ, কন্ট্রোল রুম খোলা, সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ, শুকনা খাবার প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তদসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্ন চাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় রোয়ানুতে রূপ নিলে এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার সর্বত্রই শুরু হয় ভারী বৃষ্টিপাত। যা থেমে থেমে শুক্রবারও অব্যাহত থাকে। বৃষ্টিপাতের সাথে বইছে দমকা হাওয়া। পাশাপাশি বৃহস্পতিবার দিনভোর দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়। ফলে বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। মারাত্মকভাবে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। এদিকে ঘুর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে মংলা সমুদ্র বন্দর এলাকায় ৪নং সতর্কতা সংকেত থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সতর্কতামূলক প্রস্তুতি। প্রস্তুতির অংশ হিসেবে এলাকায় এলাকায় মাইকিং করা হয়। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বৃহস্পতিবার এলাকার মসজিদ ও মন্দিরগুলোতে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। ইউএনও নাজমুল হক ও উপজেলা চেয়ারম্যান নিউজ অফ পাইকগাছাকে জানান-রোয়ানুর আঘাত হানতে পারে তাই আমরা সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছি। আশা করছি কোন বিপর্যয় হবে না। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত ও সকল ইউপি চেয়ারম্যানদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন