মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

পাইকগাছায় কালবৈশাখীর তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন; বর্তমানে বিদ্যুত বিচ্ছিন্ন এলাকা

বিশেষ প্রতিনিধি॥  পাইকগাছায় গতকাল রাতের কালবৈশাখী ঝড়ের তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানের স্থাপনার টিন সেড উড়ে ও বিদ্যুতের তার ছিড়ে নদীতে পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার লস্কর ইউপির খড়িয়ায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, ঝড়ের তান্ডবে পূর্ব খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরী ও অফিস কক্ষের সম্পূর্ণ টিন সেড উড়ে বিদ্যুৎ লাইনের তার সহ কড়–লিয়া নদীর চরে গিয়ে বিধ্বস্ত হয়। ঝড়ের তান্ডবে ভাংচুর সহ বৃষ্টিপাতে বিদ্যালয়ের আসবাবপত্র, আলমারী, একটি করে কম্পিউটার, সোলার প্যানেল, লাইব্রেরীর বই সহ প্রযোজনীয় কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানের সভাপতি ইউপি সদস্য মিনতী রানী মিস্ত্রী ও
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার জানিয়েছেন, ঝড়ে ও বৃষ্টিপাতে প্রতিষ্ঠানের কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অন্যদিকে ঠাকুরণ বাড়ীর পল্লীশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের শ্রেণী কক্ষের টিন সেড ও প্রতিষ্ঠানের সংরক্ষিত ৫ হাজার লিটারের একটি পানির ট্যাংকি ঝড়ের কবলে পড়ে আধা কি:মি: দূরে একটি চিংড়ি ঘেরে পাওয়া গেছে। পূর্ব-উত্তর খড়িয়ায় একাধিক ঘর বাড়ি সহ, দুটি সার্বজনীন দূর্গা মন্দিরের টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে গেছে এবং এখানে একটি বিদ্যুতের খুটি উপড়ে গেছে। লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারী সাহায্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন