▣ মামলার অন্যান্য আসামীগণের নাম ▣
▣ মামলার প্রতিবাদে কপিলমুনিতে বিক্ষোভ মিছিল ▣
▣ মামলা করে বিপাকে বাদীর পরিবার, অভিযোগ বাদীর ▣
▣ মামলার প্রতিবাদে কপিলমুনিতে বিক্ষোভ মিছিল ▣
▣ মামলা করে বিপাকে বাদীর পরিবার, অভিযোগ বাদীর ▣
বিশেষ প্রতিনিধি (খুলনা)।। চাঁদা দাবি ও গ্রহ
ণের অভিযোগে এবার উপজেলা আ’লীগ সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল ১৯মে উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মোঃ জালাল সরদার বাদী হয়ে মোঃ রশীদুজ্জামানকে প্রধান আসামী করে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে উক্ত মামলাটি দায়ের করেন। মামলার প্রতিবাদে কপিলমুনিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
মামলার অন্য আসামীরা হলো
শেখ আঃ রব মিঠু, শেখ বাবলু, শেখ রনি, জাহিদুল হাজরা, জাহাঙ্গীর সরদার,
জামাল হাজরা, অহেদুজ্জামান মোড়ল, আলাউদ্দীন গাজী, বাপ্পী গাজী, সবুজ মোড়ল,
বাবু গাজী, কেষ্ট দত্ত, মোঃ সালাম মোড়ল, মধুসূদন হালদার, আলাউদ্দীন মজলিশ,
সাইফুল গোলদার, রহমত গোলদার, নূর আলী গাজী, রফিকুল শেখ, আঃ হান্নান শেখ,
হাফিজুর রহমান মজলিশ ও শরিফুল মোড়ল।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াকাটী গ্রামের জনৈক আজিজুর রহমান সরদারের পুত্র মোঃ জালাল সরদার ও নগর শ্রীরামপুর গ্রামের দাউদ সরদারের পুত্র আনিচ সরদারের নিকট আসামীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অন্যথায় হত্যাসহ কপিলমুনি বাজারের ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। সর্বশেষ গত ৫মে সন্ধ্যায় কপিলমুনি বাজারস্থ জালাল সরদারের চিংড়ি পোনা ডিপোতে আসামীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ ২লাখ ২৯হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। এসময় আসামীদের হামলায় ডিপোর কয়েকজন কর্মচারী রক্তাক্ত জখম হয়। আহতদের মধ্যে মোঃ জিয়াদ সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় কপিলমুনি হাসপাতাল থেকে তাকে খুলনায় প্রেরণ করা হয় এবং আনিচ সরদার, লিটন গাজী ও ফজর আলী সরদারকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় থানায় মামলা নং-১৩, তারিখ-১৯/০৫/১৫।
ণের অভিযোগে এবার উপজেলা আ’লীগ সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল ১৯মে উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মোঃ জালাল সরদার বাদী হয়ে মোঃ রশীদুজ্জামানকে প্রধান আসামী করে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে উক্ত মামলাটি দায়ের করেন। মামলার প্রতিবাদে কপিলমুনিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
মামলার অন্য আসামীরা হলো
শেখ আঃ রব মিঠু, শেখ বাবলু, শেখ রনি, জাহিদুল হাজরা, জাহাঙ্গীর সরদার,
জামাল হাজরা, অহেদুজ্জামান মোড়ল, আলাউদ্দীন গাজী, বাপ্পী গাজী, সবুজ মোড়ল,
বাবু গাজী, কেষ্ট দত্ত, মোঃ সালাম মোড়ল, মধুসূদন হালদার, আলাউদ্দীন মজলিশ,
সাইফুল গোলদার, রহমত গোলদার, নূর আলী গাজী, রফিকুল শেখ, আঃ হান্নান শেখ,
হাফিজুর রহমান মজলিশ ও শরিফুল মোড়ল। থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াকাটী গ্রামের জনৈক আজিজুর রহমান সরদারের পুত্র মোঃ জালাল সরদার ও নগর শ্রীরামপুর গ্রামের দাউদ সরদারের পুত্র আনিচ সরদারের নিকট আসামীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অন্যথায় হত্যাসহ কপিলমুনি বাজারের ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। সর্বশেষ গত ৫মে সন্ধ্যায় কপিলমুনি বাজারস্থ জালাল সরদারের চিংড়ি পোনা ডিপোতে আসামীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ ২লাখ ২৯হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। এসময় আসামীদের হামলায় ডিপোর কয়েকজন কর্মচারী রক্তাক্ত জখম হয়। আহতদের মধ্যে মোঃ জিয়াদ সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় কপিলমুনি হাসপাতাল থেকে তাকে খুলনায় প্রেরণ করা হয় এবং আনিচ সরদার, লিটন গাজী ও ফজর আলী সরদারকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় থানায় মামলা নং-১৩, তারিখ-১৯/০৫/১৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন