শুক্রবার, ২০ মে, ২০১৬

‪#‎সংবাদ‬ প্রকাশের পর অতিরিক্ত অর্থ ফেরত দিল কলেজ কর্তৃপক্ষ;

▣ শহীদ আয়ুব ও মুসা মেমোারিয়াল ডিগ্রী কলেজে হচ্ছেটা কি?
▣ কলেজের বিরুদ্ধে চক্রান্তকারীদের চিহ্নিত করার দাবী এলাকাবাসীর
▣ কলেজের বিরুদ্ধে একটি মহল চক্রান্তে লিপ্ত; অভিযোগ সংশ্লিষ্ট কর্তপক্ষে

ক্যাম্পাস‬ প্রতিনিধি॥ পাইকগাছায় চলতি এইচ,এস,সি পরীক্ষায় শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখা ও বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে বলে গর্ভনিং বডির দায়িত্বশীল বিদ্যোৎসাহী সদস্য জানান।

উল্লেখ‬ গড়ইখালী কলেজের চলমান এইচ,এস,সি পরীক্ষায় এ দুটি শাখায় ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট থেকে ১’শ থেকে সর্বোচ্চ ৫শ টাকা আদায় করা হয়েছে মর্মে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে গনমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর গভর্নিং বডি জরুরী সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। অভিযুক্ত কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক এম,এম, তরিকুল ইসলাম সহ অপর দুই শিক্ষত জানান-গভর্নিং বডি থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যবহারিক পরীক্ষার জন্য খরচাদি কলেজ বহন করবে। তবে বিষয়টি সামান্য হলেও একটি মহল কলেজের সুনাম নষ্ঠ করতে তৎপর রয়েছে বলে তিনি জানান। কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য দাউদ আলী গাজী জানান-ব্যবহারি পরীক্ষায় খরচাদি বহন করতে সামান্য কিছু টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয়। কিন্তু বিষয়টিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে এটা চক্রান্ত বলে মনে হচ্ছে। তবে যেহেতু বিষয়টি গণমাধ্যমে এসেছে সেহেতু আদায়কৃত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়েছে এবং ব্যবহারিক পরীক্ষার খরচ কলেজ কর্তৃপক্ষ বহন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রনব কুমার গাইন বলেন-অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে এবং গভর্নিং বডির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন