দেলুটি প্রতিনিধি॥ পাইকগাছার দেলুটিতে ডিসের ক্যাবল লাইনের আধিপত্য
বিস্তার নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগের পর এবার সুদিপ্ত, চম্পক গংদের
বিরুদ্ধে হুমকি, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি সাধন চেষ্টার আশংকায়
আলোকদ্বীপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় অভিযোগ করেছেন। পুলিশ এ বিষয়ে
যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২ বছর পূর্বে উপজেলার দেলুটীর কাঠামারী, বাইনচাপড়া, দিঘলিয়া, রাধানগর, আলোকদ্বীপ এলাকায় একই এলাকার জয় মন্ডল নামে এক যুবক ডিসের ক্যাবল লাইন সংযোগ দিয়ে গ্রাহক সেবা চালু করেন। এক সময় এ লাইনের দিঘলিয়া ও আলোকদ্বীপ স্কুল সংলগ্ন স্থান থেকে ডিসের দুটি এ্যাম মেশিন চুরির অভিযোগে লাই
ন মালিক জয় সুদিপ্ত গংদের বিরুদ্ধে থানায়
অভিযোগ করেন। জানা গেছে, ইউপি সদস্য বিশ্বজিৎ শীল ও স্থানীয়দের চেষ্টায় এক
সময় সুদিপ্ত এর বাড়ী থেকে একটি মেশিন উদ্ধার হয়। এদিকে মেশিন উদ্ধারের পর
সুদিপ্ত মন্ডল ইউপি সদস্য সহ জয় মন্ডলের বিরুদ্ধে থানায় ল্যাপটপ চুরির
অভিযোগে পাল্টা একটি অভিযোগ করলে দুই পক্ষের বসাবসির পরও কোন সমঝোতায়
পৌছাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। এদিকে চলতি বছরের সুদিপ্ত এবং চম্পক
গংরা দেলুটি, জিরবুনিয়া, গেউয়াবুনিয়া এলাকায় নতুন ডিস লাইন চালু করে জয়ের
চালুকৃত লাইন দখল চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ আরো মাথা চাড়া দিয়ে
ওঠে এবং এলাকার মানুষ পক্ষে ও বিপক্ষে অবস্থান নেয়। এই বিরোধের সূত্র ধরে
হুমকি, বিদ্যালয়ের সহায় সম্পদের ক্ষতি সাধনের আশংকায় আলোকদ্বীপ মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় বাদী হয়ে সুদিপ্ত, চম্পক, হিরক,
বিপ্লব, সঞ্জয় গংদের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ করেছেন। বেশকিছুদিন যাবৎ
দেলুটিতে ডিস লাইনের ক্যাবল লাইন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের কথা স্বীকার
করে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, প্রধান শিক্ষকের আনিত এ অভিযোগটি গুরুত্ব
সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২ বছর পূর্বে উপজেলার দেলুটীর কাঠামারী, বাইনচাপড়া, দিঘলিয়া, রাধানগর, আলোকদ্বীপ এলাকায় একই এলাকার জয় মন্ডল নামে এক যুবক ডিসের ক্যাবল লাইন সংযোগ দিয়ে গ্রাহক সেবা চালু করেন। এক সময় এ লাইনের দিঘলিয়া ও আলোকদ্বীপ স্কুল সংলগ্ন স্থান থেকে ডিসের দুটি এ্যাম মেশিন চুরির অভিযোগে লাই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন