পাইকগাছা প্রতিনিধিঃ
বান্দরবনে বৌদ্ধ ভিক্ষু মংস উ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ সাধু, ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় (দেবু), ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, গুরুদাস রায়, প্রণব কান্তি মন্ডল, পরিষদ নেতা গৌরঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, কাউন্সিলর রবি শংকর মন্ডল, এড. পিযুষ কান্তি সরকার, চিত্ত রঞ্জন বাছাড়, অনিতা রানী মন্ডল, প্রমথ রঞ্জন সানা, বিভাসিন্দু সরকার, বিকাশ চন্দ্র মন্ডল, রিংকু রায়, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, শংকর দেবনাথ, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, এড. চিত্ত রঞ্জন সরকার, এড. প্রদীশ হালদার, জগন্নাথ সানা, আন্দ্রেয় ডি রোজারিও, কল্লোল মল্লিক, ইউপি সদস্য সেবানন্দ রায়, শিক্ষক সুকৃতি মোহন সরকার, শিক্ষক সুব্রত কুমার সানা, গৌতম রায়, প্রাণতোষ মন্ডল, ডাঃ নিরাপদ কবিরাজ, পরিমল কান্তি শীল, প্রণব সরদার, অসীম দাশ, দিলীপ কুমার ঢালী, মনতোষ কুমার মন্ডল, স্বপন কুমার মন্ডল, ইউনিয়ন সভাপতি/সম্পাদক যথাক্রমে বিধান ভদ্র, জগদীশ দে, তাপস কান্তি বসু, বিদ্যুৎ কুমার বিশ্বাস, গোলক কুমার মন্ডল, স্বপন কুমার মন্ডল, নিরাপদ সরকার, প্রভাষক মনজিত মন্ডল, পঞ্চানন সানা, বিমল কৃষ্ণ সরকার, সুবোধ বাছাড়, কনেক চন্দ্র সরদার, নির্মল চন্দ্র অধিকারী, আশিষ রায় চৌধুরী, অশোক অধিকারী, ব্রজেন ঘোষ, দেবব্রত কুমার মন্ডল, পবিত্র মন্ডল, অরবিন্দু মন্ডল, নিখিল কুমার মন্ডল। নেতৃবৃন্দ অপরএক বিবৃতিতে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বপন কুন্ডর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন