রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

রাত পোহালেই পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন; লড়াই হবে হাড্ডাহাড্ডি

বিশেষ প্রতিনিধি ॥
রাত পোহালেই সোমবার অনুষ্ঠিত হচ্ছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে পৌর সদরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক সম্বলিত পোষ্টারে ছেয়ে গেছে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক। ইতোমধ্যে রোববার সকাল থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচন কমিটির সদস্য দেবব্রত সরকার দেবু জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে সাবেক সভাপতি জগন্নাথ সানা (ছাতা) প্রতীকে এবং সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত দাশ দেবু (চেয়ার) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সহ-সভাপতি পদে নির্মল কুমার মন্ডল (রিক্সা), পরিতোষ কুমার মন্ডল (মই) ও সুশীল কুমার সানা (মাছ), সম্পাদক পদে বর্তমান সম্পাদক শিবপদ নাথ (মোমবাতি) ও বিদ্যুৎ কুমার ঘোষ (প্রজাপতি), কোষাধ্যক্ষ পদে মনোজিত কুমার মন্ডল (টিউবওয়েল), সুধীর কুমার মন্ডল (মটরসাইকেল) ও সুভাষ চন্দ্র সরকার (গরুরগাড়ী), সদস্য পদে যথাক্রমে আমিনুল ইসলাম (দেওয়াল ঘড়ি), নৃপেন্দ্রনাথ মন্ডল (বল), পলাশ মিস্ত্রী (বই), প্রশান্ত রায় (হাতি), প্রসাদ কুমার মিস্ত্রী (মোরগ), মুকুল মন্ডল (পাখা) ও সুদীপ সরকার (ডাব) প্রতীকে নির্বাচন করছেন। এদিকে সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানাগেছে, সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গুরুত্বপূর্ণ এ ব্যবসায়ী সংগঠনের সর্বশেষ নির্বাচন হয় ২০১৪ সালের ২০ নভেম্বর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন