বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সাথে বীজ ও সার ডিলার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে প্রথমে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এবং সবশেষে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সাথে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির উপজেলা কমিটির সভাপতি আজহারুল ইসলাম লাভলু, সহ-সভাপতি উত্তম কুমার সাধু, মোঃ কামরুল ইসলাম, আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মহাদেব কুমার মন্ডল, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ আলী, হাফেজ আবুল কাশেম, দেবযানী সরদার, আইয়ুব আলী, আলিমুজ্জামান, রেজাউল করিম, সুদাম সাধু, খুচরা সার বিক্রেতা নারায়ণ সাধু, হাসান মোড়ল, সাইদুর রহমান, রাশেদুল ইসলাম মিলন, প্রভাষক আজিজুর রহমান, মারুফ, ইউপি সদস্য হামিদ গাজী ও ইব্রাহিম খলিলুল্লাহ। মতবিনিময়কালে সমিতির নেতৃবৃন্দ উপজেলা সার, বীজ মণিটরিং কমিটিতে সমিতির প্রতিনিধিকে সদস্য অন্তর্ভূক্ত, বিএডিসি’র উপজেলাস্থ নিজস্ব জায়গায় সরকারি গুদাম নির্মাণ, খুচরা সার বিক্রয়ের ক্ষেত্রে স্লিপ পদ্ধতি স্থায়ীভাবে বাতিলকরণ এবং সার ও বীজের বরাদ্দ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন