শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

পাইকগাছায় মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় মোহনা দর্শক ফোরামের উদ্যোগে মোহনা টিভি’র প্রতিষ্ঠার ৮ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা কলেজ শিক্ষক মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনা টিভির পাইকগাছা উপজেলা প্রতিনিধি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, সাবেক সভাপতি গাজী সালাম ও জি এম মিজানুর রহমান, সাবেক সম্পাদক হাফিজুর রহমান রিন্টু ও এস এম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, এস এম বাবুল আক্তার, পুর্ণ মন্ডল, সমাজ সেবা অফিসের মোঃ নাজিমউদ্দীনসহ কলেজের শিক্ষক মন্ডলী ও সুধীজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন