বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংগঠণের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, শাহিনা বাবর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোজাফফার হাসান, সাংবাদিক আব্দুল আজিজ, হিরন্ময় রায়, প্রাণকৃষ্ণ দাশ, পঞ্চানন সরকার, কবি মুনছুর হাসান, প্রভা রঞ্জন বিশ^াস ধীরাজ ও শংকর মন্ডল। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপকূল সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ এবং ৩০ ডিসেম্বর মাইকেল মধুসুধন দত্তের কেশবপুরের সাগরদাঁড়িতে সাহিত্য সফরের সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন