শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

পাইকগাছা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্য সবার প্রিয় সানা উল্লাহ স্যার আর নেই

নিউজ অফ পাইকগাছাসহ, বিভিন্ন মহলে শোকের ছায়া
নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্য শেখ ছানার উদ্দিন (৭২) আর নেই। রোববার সকাল ৬.১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া (হার্ট স্ট্রোক) বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহে ওয়া.......রাজেউন। প্রিয় স্যারের মৃত্যুতে গোটা পাইকগাছায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুর খবরে তার বাসভবনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সুশিায় শিতি ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের বড় পুত্র শেখ মনিরুজ্জামান মনি লন্ডনে পি,এইচ,ডি রত, ছোট পুত্র শেখ মুজাহিদুল ইসলাম মানিকগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, বড় কন্যা লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন, ছোট কন্যা শেখ রেহানা আক্তার ঢাকা স্কয়ার হাসপাতাল থেকে জাপানে পি,এইচ,ডিরত আছেন। সকালে মরহুমের মৃত্যুর খবরে শুনে উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্য মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্য রবিউল ইসলাম, অবঃ অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামরুল হাসান টিপু, পাইকগাছা প্রেসকাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, নবনির্বাচিত সভাপতি জিএ গফুর, সাংবাদিক এন ইসলাম সাগর, নিউজ অফ পাইকগ্ছাার সম্পাদকন্ডলীসহ পাইকগাছা কলেজের সকল শিক, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক, উপজেলা পরিষদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজের ১ম জানাযা জোহরবাদ তার নিজ বাসভবনে ও ২য় নামাজের জানযা আছরবাদ পাইকগাছা কলেজে অনুষ্ঠিত হবে।

পাইকগাছায় উপজেলা নির্বাচনে সিপিবি’র প্রার্থী চূড়ান্ত

চেয়ারম্যান কৃষ্ণপদ, ভাইস চেয়ারম্যান মহিম
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। শনিবার সংগঠনের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক সুভাষ সানা মহিমকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। শনিবার সকালে আইনজীবী সমিতি ভবনে উপজেলা সিপিবি’র সভাপতি শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক কমরেড এসএ রশিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড এ্যাড. রুহুল আমিন, উপজেলা সাধরণ সম্পাদক সুভাষ সানা মহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সিপিবি নেতা এ্যাড. প্রশান্ত মন্ডল, ইউপি সদস্য আফজাল হোসেন, রামপ্রসাদ সাধু, বিপ্লব মন্ডল, পলাশ দাশ, আব্দুল খালেক, শিশির সরকার, দীপক মন্ডল, জাকির হোসেন, মোক্তার হোসেন, আকবার ঢালী, ছাত্রনেতা আজিজুল ইসলাম ও প্রদীপ মন্ডল। উল্লেখ্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে বৈঠক চলছিল বলে জানাগেছে।
                                             পাইকগাছায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ডাঃ মজিদের দিনভর গণসংযোগ
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনভর গনসংযোগ করেছেন ১৮ দলীয় জোটের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ। তিনি শনিবার সকালে পৌরসভা, গদাইপুর ইউনিয়ন এবং পরে কপিলমুনি, হরিঢালী ও চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। উল্লেখ্য তিনি বিগত ২০০৯ সালের নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন।


রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গনসংযোগ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা

দলীয় হাইকমান্ডের ইশারার অপেক্ষায় ১৮ দলীয় জোট
নিউজ অফ পাইকগাছা ॥
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় প্রচার প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, উপজেলা জাপা ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশহিসাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করলেও দলীয় হাইকমান্ডের ইশারার অপোয় প্রচার প্রচারণায় নেই ১৮ দলীয় জোটের কোন প্রার্থী। সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। সুত্রমতে-জেলার সুন্দরবন সংলগ্ন হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী ও গড়ইখালীসহ ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা করেছে। ১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপো করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন। অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের উৎসব পুষিয়ে নিতে খুশির আমেজ বিরাজ করছে উৎসব বঞ্চিত প্রায় ২ লাখ ভোটারের মধ্যে। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ রশীদুজ্জামান ২০০৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়রম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করবেন বলে নিউজ অফ পাইকগাছাকে তিনি জানিয়েছেন। বিগত নির্বাচনে ২৫ হাজার ভোট পেয়ে পরাজিত হন উপজেলা জাপা ও পাইকাগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে তিনি পৌরসভা, গদাইপুর, হরিঢালী, কপিলমুনিসহ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করেছেন বলে নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন। বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। নতুন মুখ ও তরুন প্রার্থী হিসাবে ব্যাপক উৎসাব উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ (এলএলবি)। এছাড়াও গড়ইখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধনও নির্বাচন করতে পারেন বলে অপর একটি সুত্র জানিয়েছে। তেমন কোন প্রচার প্রচারণা না করলেও জোটগত সিদ্ধান্ত হলে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাড. স.ম বাবর আলী। 
                                                          পাইকগাছায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দিন এ সাজা প্রদান করেন। গত শনিবার কপিলমুনি ফাঁড়ির পুলিশ মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২ পোটলা গাঁজাসহ নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র মোহাম্মদ শাহীনুর রহমান (২৬) কে আটক করলে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
                                 আগামী ১ ফেরুয়ারী পানি মেলার মধ্য দিয়ে পানি সরবরাহ আনুষ্ঠানিক শুরু হবে- মেয়র সেলিম জাহাঙ্গীর
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান। উল্লেখ্য পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে দেড়কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ। প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে দেড়হাজার পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে আগামী ১ ফেব্র“য়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকর্ল্পে আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে তিনি জানান।


পাইকগাছায় বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

নিউজ অফ পাইকগাছা ॥
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপল্েয দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা থানা, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার বিকালে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. জি এ সবুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা তুষার কান্তি মন্ডল, মাসুদ পারভেজ, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ, সরদার মিজান, লুৎফর রহমান, মেছের আলী সানা, রাজিব নেওয়াজ, জিএম রুস্তম, জয়নুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, মতলেব হোসেন, ফয়সাল আহম্মেদ, ছাত্রনেতা যোবায়ের হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান অপু প্রমুখ।

পাইকগাছায় শফিক ডাকাতসহ দু’জন আটক! অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় দু’ডাকাতকে আটোক করার পর, ডাকাত শফিকের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে থানা পুলিশ কৃষ্ণনগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার রামনগর এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে কাটাখালী খেয়াঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইন্তাজ গাজীর পুত্র বহুল আলোচিত ডাকাত শফিকুল ইসলাম গাজী (৩৬) ওরফে শফিক ডাকাত ও তাহার সহযোগী একই এলাকার আলতাফ ওরফে আলতু (৩০) কে আটক করে। পরে শফিক ডাকাত এর স্বীকারোক্তি মোতাবেক রোববার সকালে ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে এস,আই জালাল, এস,আই সিরাজুল ও এ এস,আই মফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জালিয়ে শফিকের বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক শফিক প্রথম দিকে চুরি পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সে একজন দুর্ধর্ষ ডাকাত। তার স্বীকারোক্তি মোতাবেক এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় সাবেক ইউএনও দম্পত্তিকে বিদায়ী সংবর্ধনা প্রদান

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় সাবেক ইউএনও দম্পত্তিকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী ও সাবেক ইউএনও কাজী আতিয়ুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম, সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, এন ইসলাম সাগর, প্রভাষক আমানউল্লাহ আমান, অফিস সহকারী গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। উল্লেখ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান ইতোমধ্যে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং সম্প্রতি সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী নাটোরের জেলা সিনিয়র ম্যাজিষ্ট্রেট হিসাবে যোগদান করেন।
                                          পাইকগাছায় সাবেক ইউপি সদস্য নূরু মেম্বারের মৃত্যুতে এমপি’র গভীর শোক
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় সাবেক ইউপি সদস্য এসএম নূরুল ইসলাম (৬৫) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাত ৯টায় গদাইপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে....রাজেউন। শনিবার দুপুরে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মরহুমের ঘনিষ্ঠ আত্মিয় ও বাল্যবন্ধু খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক। দলীয় কর্মসূচীতে ঢাকায় অবস্থান করায় মরহুমের জানাযায় অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি পরিবার, পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
                                     পাইকগাছায় বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরের শিব প্রতিষ্ঠা বার্ষিকী পালন, কালীমন্দির উদ্ভোধন ও কালী প্রতিষ্ঠা উপল্েয দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপল্েয শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত শিব স্নান, শিবপূজা, প্রসাদ বিতরণ, আলোচনাসভা, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া শিব ও কালীমন্দিরের সভাপতি সমীরণ সাধু। উদ্ভোধক ছিলেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসকাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। 

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

মহা নায়িকার মৃত্যুতে নিউজ অফ পাইকগাছার গভীর শোক

নিউজ অফ পাইকগাছা ॥ 
 নিউজ অফ পাইকগাছা মহানায়িকা সুচিত্রা সেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। মহানায়িকার মৃত্যু ভারতবর্ষ ও বিশ্ব স্বশ্রদ্ধে স্মরণ করবে আজীবন।
নিউজ অফ পাইকগাছা পাঠক, পাঠিকাদের জন্য সংক্ষিপ্ত বর্ননা-
শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ভোররাতে তার ম্যাসিভ হার্ট-এ্যাটাক হয়। মূলত গত ২৪ শে ডিসেম্বর থেকে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্বাস্থ্যের অবনতি হওয়ায় এই অভিনেত্রীকে নিবিড় পর্যবেণ কেন্দ্রে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবার কথাও ভাবছিলেন। ১৯৫৩ সালে সাত নম্বর কয়েদী চলচ্চিত্রের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মোট ৬২ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শাপমোচন, সাগরিকা, পথে হলো দেরি, দ্বীপ জেলে যাই, সবার ওপরে, সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, দত্তা, গৃহদাহ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত ইত্যাদি। ১৯৭৮ সালে আকস্মিকভাবেই অভিনয় জীবনের ইতি টেনে লোকচুর অন্তরালে চলে যান তিনি।

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

পাইকগাছা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

গফুর, মিজান সভাপতি, রিন্টু সেক্রেটারী 
নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল প্রেসক্লাব ভবনে সকাল ১০টা থেকে বিরতীহিনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর মধ্যে গফুর, মিজান যৌথ সভাপতি ও হাফিজুর রহমান রিন্টু সেক্রেটারী নির্বাচিত হয়েছে। সভাপতি পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় যৌথভাবে নির্বাচিদের লটারীর মাধ্যমে ৬ মাস করে অদ্য পদে দায়িত্বভার গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাকী সকল পদে অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বান্ধীতায় নির্বাচিত হয়েছে সহ-সভাপতি ২ টি পদে বিভাসিন্দু সরকার ও এস এম বাবুল আক্তার, যুগ্ম সম্পাদক পদে তৃপ্তি রঞ্জন সেন, কোষাধ্য পদে এমদাদুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে প্রমথ রঞ্জন সানা, দপ্তর সম্পাদক পদে স্নেহেন্দু বিকাশ, নির্বাহী সদস্য ৩টি পদের বিপরীতে দু’জন মনোনয়ন পত্র জমা দানকারী হলেন এম মোসলেম উদ্দীন আহমেদ ও মিজানুর রহমান মন্টু। সমাজ কল্যাণ সম্পাদক পদে ও নির্বাহী সদস্যের ১টি পদে কেহ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। এদিকে সভাপতি পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন জি এম মিজানুর রহমান মিজান ও জি এ গফুর এবং সাধারন সম্পাদক পদের প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন আব্দুল মজিদ ও হাফিজুর রহমান রিন্টু। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সহকারী হিসেবে আছেন সাবেক সভাপতি গাজী সালাম।


                                          পাইকগাছায় নাশকতার আশংকায় বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন আটক
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছা বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় মঙ্গলবার বিকালে বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। থানাপুলিশ সুত্রে জানাগেছে, নাশকতার আশংকায় থানার এসআই হারুন মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করে। নাশকতার আশংকায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।
                                            পাইকগাছায় সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নীকে বিদায়ী সংবর্ধনা
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে বিদায়ী সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বিদায়ী সিনিয়র সহকারী জজ ইশরাত জাহান মুন্নী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি এ্যাড. জিএ সবুর, এ্যাড. লোকমান হোসেন, টিএম মহিউদ্দিন, বিলাস রায়, আব্দুস সাত্তার মালী, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, শফিকুল ইসলাম কচি, আবুল কালাম আজাদ, জিএম আমজাদ হোসেন ও এফএমএ রাজ্জাক।
                                    

পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ ও আ’লীগের পৃথক কর্মসূচী পালন
নিউজ অফ পাইকগাছা ॥
সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসানায়, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা আ’লীগের উদ্যোগে পৃথক কালো পতাকা মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালো পতাকা মিছিল শেষে পোষ্ট অফিস  চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-রতন কুমার ভদ্র, আনন্দ মোহন বিশ্ব্সা, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, মনোহর চন্দ্র সানা, রমেন্দ্র নাথ সরকার, গৌরাঙ্গ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, কৌস্তভ রঞ্জন সেন, সুকুমার ঢালী, সাবেক ছাত্রনেতা দীপংকর মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত কুমার রায় দেবু, চিত্ত রঞ্জন, বিজন বিহারী মন্ডল। অপরদিকে একইদাবীতে শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, যুবলীগ নেতা এসএম শামসুর রহমান, শেখ মাসুদুর রহমান, কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, সুকুমার ঢালী, ছাত্রলীগ নেতা এসএম আমিনুর রহমান লিটু, শফিকুল ইসলাম।
                                                         পাইকগাছায় বিদেশী মদসহ দু’মাদক ব্যবসায়ী আটক
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিদেশি মদ, ফেনসিডিল ও চোলাই মদসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার সদর দণি সার্কেল মোজাম্মেল হকের নেতৃত্বে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পৌর সদরের শিববাটী গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুশান্ত মন্ডলকে ৮ বোতল বিদেশি মদ, ১১ বোতল ফেনসিডিল ও উপজেলার দণি কাটিপাড়া গ্রামের আনসার আলীর পুত্র আক্কাজ আলী মোড়লকে ৫১০ লিটার চোলাই মদসহ আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

নিউজ অফ পাইকগাছা ॥
    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হ’লো     ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)। মঙ্গলবার সকালে পাইকগাছা কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপল্েয ধর্মীয় আলোচনাসভা, র‌্যালী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্য মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক মোমিন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন। আলোচনা সভায় অংশ নেন-অবঃ অধ্যাপক এসএম জামাত আলী, জিএম আজহারুল ইসলাম, অবঃ অধ্য নূর আলী, প্রভাষক আজিজুর রহমান, জিএম রহমত আলীসহ অত্র কলেজের শিক ও শিার্থীরা। পরে কোরআন তেলওয়াত ও নবীজির জীবনি সম্পর্কে আলোচনায় যারা পুরস্কৃত হন যথাক্রমে-শফিকুল আজম, আরিফ বিল্লাহ আয়ূব আলী ও পাপিয়া সানা। প্রধান অতিথি মোহাম্মদ কবির উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
    এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে, সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, পাইকগাছা উপজেলা ইসলামী ফাউন্ডেশন, সরল কাব, টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, সিনিয়র জুনিয়র কাবসহ একাধিক স্থানে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে এ দিনটি পালিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও আলোচনা হয়।

সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

ডুমুরিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামী সাব্বির পাইকগাছা থেকে আটক

নিউজ অফ পাইকগাছা ॥
ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে খুলনার পাইকগাছা থেকে সাব্বির হোসেন মোল্লা (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। বোরবার বিকাল ৫টার দিকে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয় বলে থানা পুলিশ জানিয়েছে। পাইকগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এম. মসিউর রহমান জানান, গত ৩ জানুয়ারী, রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ীতে ডুমুরিয়া ধামালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বিশ্বাসকে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে রোববার বিকালে এএসপি বি (সার্কেল) আব্দুল কাদের বেগ ও ডিবি পরিদর্শক ত.ম. রোকনুজ্জামান অভিযান চালিয়ে ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামের ইউপি সদস্য মোঃ তাজউদ্দীন মোল্লার পুত্র সাব্বির হোসেনকে আটক করে। আটক সাব্বির বর্তমানে ডুমুরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
                                  পাইকগাছায় দিপ্তী মোবাইল কর্নারে আলোচিত চুরির ঘটনায় যশোরের দু’ব্যক্তি আটক
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছার পৌর সদরে আলোচিত দিপ্তী মোবাইল কর্ণারে চুরির ঘটনায় উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে থানা পুলিশ যশোর থেকে দু’ব্যক্তিকে আটক করা করেছে। এ ঘটনায় এর আগে স্থানীয় ৫ যুবকসহ পাবনার ঈশ্বরদির এক ব্যবসায়ীকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত ৩ নভেম্বর গভীূর রাতে পৌর সদরের কুমারেশ মন্ডলের দিপ্তী মোবাইল কর্ণারে দূধর্ষ চুরি সংগঠিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে ৬ ব্যক্তিকে আটক করা হলেও সর্বশেষ উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে চি‎িহ্নত করার মাধ্যমে মামলার তদস্ত কর্মকর্তা এসআই জালাল শনিবার অভিযান  চালিয়ে যশোর থেকে পিরোজপুর জেলার কুমার খালী গ্রামের মৃত তৈয়ব আলী গাজীর পূত্র তহিদুল ইসলাম খোকন (৪০) কে এবং গোপালগজ্ঞ জেলার কাশিয়ানি থানার তাড়াইল বাজার গ্রামের দুলাল চন্দ্র অধিকারীর পূত্র মোহন অধিকারী (৩৫) কে আটক করে। এ ব্যাপারে ওসি এম মশিউর রহমান জানান, আটক দু’ব্যাক্তি বর্তমানে যশোরের বাসিন্দা। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। ইতোমধ্যে চোরাইকৃত ২০ টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
                                  পাইকগাছার ফকিরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যূালয়ের প্রধান শিকের বিরুদ্ধে নানবিধ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী শিকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, প্রধান শিক মাহামুদ গাজী  তার বাড়ির পাশেই বিদ্যালয়টি হওয়াই স্থানীয় ব্যক্তি হিসাবে এলাকাবাসীকে উপো করে মতার অপব্যবহার করে আসছে। তিনি সার্বনিক ব্যক্তিগত ও ব্যবসায়িককাজে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠ দান। এছাড়াও শিকের বিরুদ্ধে অন্যের সম্পতি জবর-দখল করার অভিযোগে গতকাল ৫  জানুয়ারী তাকে আসামী করে একই এলাকার  আবিরুল ইসলাম পাইকগাছায় থানায় মামলা করেন। যার নং ৫। এসব  নানাবিধ অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপরে হস্তপে কামনা করেছে এলাকাবাসী।
                                            পাইকগাছায় ১৬ দলীয় ব্যাডমিন্টন টূর্নামেন্টে বুধহাটা সাধন জুটি চ্যাম্পিয়ন
নিউজ অফ পাইকগাছা ॥
 খুলনার পাইকগাছায় ২০১৪ উপল্েয সিনিয়র-জুনিয়র কাবের উদ্যোগে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অফিসার্স কাব চত্ত্বরে অনুষ্ঠিত টুর্নামেন্টে পাইকগাছার তন্ময় জুটিকে পরাজিত করে আশাশুনির বুধহাটা সাধন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সিনিয়র-জুনিয়র কাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, উপজেলা মাধ্যমিক শিা অফিসার আতিয়ার রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু। উপস্থিত ছিলেন, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক সাবাহ, যুবলীগনেতা শেখ আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম ও ছাত্রলীগনেতা এস,এম, আমিনুর রহমান লিটু। টুর্নামেন্ট পরিচালনা করেন, মোঃ নুরুজ্জামান টিপু ও শিহাবউদ্দীন ফিরোজ বুলু।
                                                           পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরি
নিউজ অফ পাইকগাছা ॥
    পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে ব্র্যাক ব্যাংক পাইকগাছা ব্র্যাঞ্চের সিনিয়র কর্মকর্তা ও তালা উপজেলার মহান্দী গ্রামের মৃত শেখ এনায়েত আলীর পুত্র আব্দুর রাজ্জাকের ব্যবহৃত হিরো হোন্ডা স্প্যালেন্ডার ঢাকা মেট্রো-হ-৩১-৮১১৬ গাড়িটি ব্যাংকের সামনে রাস্তার উপর রেখে অফিসে যায়, কিছুন পর ফিরে এসে দেখে মটরসাইকেলটি নাই। এ ব্যাপারে  আব্দুর রাজ্জাক থানায় অভিযোগ দায়ের করেছে। অনেকদিন পর মটরসাইকেল চোর সিন্ডিকেট আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে এলাকাবাসী মনে করছে।

রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ীতে অগ্নিসংযোগ; আহত ১

নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছায় দুর্বৃত্তরা এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত জনেক মন্ডল (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পানা গ্রামে ঘটনাটি ঘটেছে। চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র প্রতিপ ঘের মালিকের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে। সুত্রে জানাযায়, উপজেলার লতা ইউনিয়নের পানা মৌজার সাড়ে ৪শ বিঘার একটি চিংড়ি ঘের নিয়ে প্রভাবশালী ঘের মালিক রফিকুল ইসলামের সাথে পানা গ্রামের বিকাশ হালদার গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যে দু’পরে মধ্যে একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগের ঘটনা ঘটেছে। জনেক হালদারের স্ত্রী সনেকা হালদার জানান, বিরোধের জের ধরে প্রতিপ ঘের মালিকের লোকজন রোববার প্রথম প্রহর (রাত ৩টার দিকে) বাড়িতে হামলা করে ঘুমিয়ে থাকা বয়স্ক স্বামীকে ধরে নিয়ে পাশের েেত ফেলে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বসত ঘরের বেশ একটি অংশ ও প্রয়োজনীয় কাপড়-চোপড়সহ মাদুর তৈরীর উপকরণ পুড়ে ভস্মিভূত হয়। সকালে আহত স্বামী জনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের মাধ্যমে এ ধরণের একটি খবর পেয়েছি। বিষয়টি সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে খতিয়ে দেখছেন বলে তিনি জানান।
                                             পাইকগাছায় ব্যাংক লেনদেন ব্যাহত টানা অবরোধ ও হরতালের প্রভাবে
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় টানা হরতাল ও অবরোধে সরবরাহ না থাকায় রাষ্ট্রীয়াত্ব ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে লেনদেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রাহকরা। হুমকির মুখে ব্যবসা বাণিজ্য। বেতনের অভাবে মানবেতর জীবন-যাপন করছে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।  সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষণার পর হতে অদ্যাবধি ১৮ দলীয় জোটের ডাকা টানা হরতাল অবরোধের কারণে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেছে ব্যাংকগুলোর। উপজেলা সদরে অবস্থিত সোনালী, রূপালী, জনতা, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকসহ প্রতিটি ব্যাংকের একই সংকট সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপ জানিয়েছে। গত দু’সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপ ১০ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের কোন টাকা প্রদান করতে পারছেন না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। প্রদীপন সিঁড়ি প্রকল্পের ইনচার্জ কামরুন্নাহার জানান, ১৩ লাখ টাকা উত্তোলনের জন্য তিনি গত ১০দিন ধরে ব্যাংকে ধন্যা দিচ্ছেন। প্রকল্পের ৫শ ভূক্তভোগী প্রতিদিন অফিসে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, গত এক সপ্তাহে তিনি ১ লাখ টাকা উত্তোলন করতে পারেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জানান, গত ১২ দিনের মধ্যে জানুয়ারী মাসের বেতন ভাতা প্রদান করা সম্ভব হয়নি। প্রায় দু’শ কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে বলে তিনি জানান। টানা হরতাল ও অবরোধের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম জানান।

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

জেলা প্রশাসক আনিস মাহমুদের পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

শিক্ষক ও শিার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যেতে হবে-জেলা প্রশাসক আনিস মাহমুদ
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে শিার আনুপাতিক হার বৃদ্ধি পেলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিা ব্যবস্থা ফলাফল নির্ভরশীল হয়ে পড়েছে। প্রত্যেক শিার্থীকে আদর্শ নাগরিক ও সুশিায় শিতি করে তুলতে বিষয় ভিত্তিক শিার পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে কলেজ শিকদের প্রতি আহবান জানান এবং প্রত্যেক শিকদেরও প্রযুক্তিগত জ্ঞানার্জন আবশ্যক বলে উল্লেখ্য করেন। । তিনি শনিবার খুলনার পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি সকালে প্রথমে কপিলমুনি সহচরী মন্দির, পরে পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, পাইকগাছা প্রেসকাব, পাইকগাছা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, ইউএনও অফিস ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা পাল, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, অধ্য (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্য রবিউল ইসলাম,  উপাধ্য সরদার মোহাম্মদ আলী, সাবেক অবঃ অধ্য রমেন্দ্র নাথ সরকার, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেখ শাহাদাত হোসেন বাচ্চু, পাইকগাছা প্রেসকাবের সভাপতি গাজী সালাম, গাজী বেলাল, রমাকান্ত সরদার, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ মাহবুবর রহমান রনজু, শেখ আনিছুর রহমান মুক্ত, কবিতা রাণী দাশ, আসমা আহমেদ, জেলা প্রশাসক কন্যা তাসফিয়া, স্কাউট নাজমুল হাসান সহ জনপ্রতিনিধি, শিক, শিার্থী, মুক্তিযোদ্ধা ও কাউন্সিলরবৃন্দ। 

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল্েয উপজেলা আ’লীগের আলোচনা সভা

নিউজ অফ পাইকগাছা ॥
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল্েয গতকাল শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা পুর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কার্যে মাল্যদান করেন নেতৃবৃন্দ। সংগঠনের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহ-সভাপতি রতন কুমার ভদ্র, প্রচার সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক পবিত্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, মুক্তিযোদ্ধা স ম আব্দুল বারেক, আ’লীগ নেতা প্রভাষক আঃ রাজ্জাক বুলি, উপজেলা কৃষকলীগের আহবায়ক এড. শেখ আঃ রশিদ, যুগ্ম আহবায়ক প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, প্রভাষক আঃ রাজ্জাক, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, অখিল মন্ডল, জগদিশ রায়, শফিকুল ইসলাম, সুজন বৈরাগী, বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগ সাধারন সম্পাদক এস এম আমিনুর রহমান লিটু, শ্রমিকলীগের মকবুল হোসেন কাগুজি, মোঃ আসাদ, শেখ শাহাজান আলী, ছাত্রনেতা বিপ্লব ঘোষ, ইমরান, জয়, রোহিত, অসিত, চয়ন, হাবিবুর, মামুন, কৌশিক, রবি শংকর, শেখ তুহিন ও তরিকুল।

                                                 পাইকগাছায় দু’ডাক্তারকে বেঁধে রেখে মটরসাইকেল ছিনতাই

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা দু’ডাক্তার ও চালককে বেঁধে রেখে মটরসাইকেল, নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের মাঠামের গেট নামক স্থানে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাত ১১টার দিকে ডাঃ বিপিন বিহারী সরকার ও ডাঃ ওমর ফারুক উপজেলা সদরের সরলস্থ শাপলা কিনিকে দায়িত্বপালন শেষে মটরসাইকেলযোগে সাতীরায় যাওয়ার সময় পাইকগাছা কয়রা সড়কের কাটাখালী বাজার ও শিববাটী ব্রীজের মধ্যবর্তী স্থান মাঠামের গেট নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৮/১০ সশস্ত্র ছিনতাইকারী রশি দিয়ে গতিরোধ করে দু’ডাক্তার ও মটরসাইকেল চালক মতিয়ার রহমানকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবহৃত সাতীরা-হ-১২-২১০২ নং বাজাজ সিটি ১০০ মটরসাইকেল, কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় বলে কিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তাপস মিস্ত্রী জানান। এ ঘটনায় শুক্রবার সকালে চালক মতিয়ার রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এম. মসিউর রহমান জানান।
                                                  পাইকগাছায় স্থানীয়রা ১৫০ বিঘার চিংড়ি ঘেরের দখল বুঝে নিয়েছে 
নিউজ অফ পাইকগাছা ॥
অবশেষে খুলনার পাইকগাছায় প্রভাবশালীর নিয়ন্ত্রণে থাকা ১৫০ বিঘার চিংড়ি ঘেরের দখল বুঝে নিয়েছে স্থানীয়রা। গত দু’দিনে স্থানীয় জমির মালিকরা বাঁধ দেয়ার মাধ্যমে ঘেরের নিয়ন্ত্রণ বুঝে নিলেও প্রতিপরা যেকোন মুহুর্তে পাল্টা দখল করে নিতে পারেন এমন আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তপে কামনা করেছে ভূক্তভোগীরা। প্রাপ্ত সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের পানা মৌজায় সাড়ে ৪শ বিঘা চিংড়ি ঘেরের মধ্যে থেকে গত ২৯/১০/১৩ তারিখে ৩২০৯ রেজিষ্ট্রি দলিল মুলে পানা গ্রামের মধুসুদন মন্ডলের পুত্র রবীন্দ্রনাথ মন্ডল, ঠাকুর দাসের পুত্র ধীরাজ হালদার ও মৃত হরিশ্চন্দ্র হালদারের পুত্র বিকাশ হালদার নিজদের পৈত্রিক সম্পত্তিসহ অন্যান্য জমির মালিকদের নিকট থেকে দেড়শ বিঘা সম্পত্তি সমবায়ভিত্তিক চিংড়ি চাষের জন্য ২০১৪ সালের ১ জানুয়ারী হতে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫ বছর মেয়াদী চুক্তি সম্পাদন করে। এর আগে জমির মালিকগণ ২০০৯ সাল হতে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর সলুয়া গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল জব্বার সরদারের পুত্র এস,এম, রফিকুল ইসলামকে সাড়ে ৪শ বিঘা সম্পত্তি ৫ বছর মেয়াদী লীজ দেন। সমবায়ভিত্তিক চুক্তিকৃত দেড়শ বিঘা সম্পত্তিতে জোরপূর্বক লবণ পানি প্রবেশ করাতে পারে এমন আশঙ্কায় গত ১৭ ডিসেম্বর বিকাশ হালদার বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে লতা ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। উভয়পরে শুনানীঅন্তে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ১ জানুয়ারী হতে চুক্তি মোতাবেক প্রাপ্ত সম্পত্তির উপর লীজ ঘের করার জন্য দু’পকে নির্দেশ দেন। নির্দেশনার পর সর্বশেষ গত দু’দিনে বিকাশ গংরা প্রভাবশালীর নিয়ন্ত্রণে থাকা ১৫০ বিঘা সম্পত্তিতে বাঁধ দিয়ে শান্তিপূর্ণভাবে দখল বুঝে নিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঘের মালিক রফিকুল ইসলাম অভিযোগ করলে বৃহস্পতিবার থানায় দু’পরে উপস্থিতিতে শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। বিরোধপূর্ণ এ চিংড়ি ঘেরের বিরাজমান বিরোধকে কেন্দ্র করে ইতোপূর্বে দু’প আদালত, উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের স্মরণাপন্ন হয়। 

সম্পাদনায় 
এডিটর
নিউজ অফ পাইকগাছা

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় নবনির্বাচিত এমপি’র সাথে মহিলা কলেজ ও পৌরসভার পৃথক মতবিনিময়

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হকের সাথে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় ও পাইকগাছা পৌরসভার পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রভাষক ময়নুল
এরপর দুপুরে পৌরসভার প থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর মাহাবুবুর রহমান রনজু, ইদ্রিস আলী গাজী, এসএম তৈয়েবুর রহমান, কাজী নিয়ামূল হুদা কামাল, আসমা খাতুন, উদয় শংকর রায়, জিয়াউর রহমান জিয়া। এসময় নবনির্বাচিত সাংসদ বলেন- প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তি অনুযায়ী কয়রা-পাইকগাছায় দু’টি কলেজ যাতে দ্রুত সরকারিকরণ করা যায় তার জোর প্রচেষ্ঠা অব্যহত রাখব।
ইসলামের পরিচালনায় মহিলা কলেজের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এমপি পুত্র ও আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, অধ্য মোঃ রবিউল ইসলাম, উপাধ্য সরদার মোহাম্মদ আলী, সেখ রুহুল কুদ্দুস, এসএম হাফিজুর রহমান, হোসনেয়ারা খানম, নাছরিন আরা, মুনছুর আলী, মোঃ রফিকুল হক, ধিমান চন্দ্র রায়, সফিয়ার রহমান, তাপস কুমার মন্ডল, মুশফেকা হুমায়ূন কবির পিন্টু, বিবেকানন্দ সরকার, সুধাংশু কুমার মন্ডল, মোঃ শহীদুল ইসলাম, আবু ছাবাহ গাজী, মোঃ নূরুজ্জামান, জিএম শফিকুল ইসলাম, সরদার আব্দুর রাজ্জাক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, আব্দুল আলিম, গাজী নূর মোহাম্মদ, শরিফা খাতুন, কুসুম কলি সরকার, জাহাঙ্গীর আলম, তাপন সরকার ও সমরেন্দ্র।
                                    পাইকগাছায় চুরির অভিযোগে ১২ যুবক আটক; চোরাইকৃত মালামাল উদ্ধার
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় চুরি ও চোরাইকৃত মাল ক্রয় করার অভিযোগে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক বেশ কিছু স্বর্ণাংকার, ল্যাপটপ ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। থানার এস,আই জালাল ও এস,আই সিরাজ মঙ্গল ও বুধবার গত দু’দিনে যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছেন- বাতিখালী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ (৩৫), বান্দিকাটি গ্রামের মৃত সিরাজ মোড়লের পুত্র আব্দুল গণি মোড়ল (২৭), রহমত আলী গাজীর পুত্র সাইফুল ইসলাম (২৫), হাফিজুর মোড়লের পুত্র রানা (২৪), ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল হাকিম মোড়লের পুত্র সবুজ মোড়ল (২১), সরল গ্রামের মৃত সোলাইমান গাজীর পুত্র (স্বর্ণ ব্যবসায়ী) মোশাররফ হোসেন (৩২), শেখ মোজাম্মেলের পুত্র শেখ শহিদুল (৪৬), গোপালপুর গ্রামের রফিকুল মোড়লের পুত্র হুমায়ুন কবির (২২), একই এলাকার ফরিদ উদ্দীন মোড়লের পুত্র অহিদুর রহমান (২৮), গদাইপুরের কাবুল গাজীর পুত্র আলমগীর (২৫), মৃত বাবর আলীর পুত্র নজরুল (৩০) ও একই এলাকার ইব্রাহিম মোড়লের পুত্র মনিরুল (২৫)। এ ঘটনায় মঙ্গলবার সরল গ্রামের মৃত আবুল কালামের পুত্র শওকত গাজী বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা করে। যার নং- ০৭। এ ব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এম. মসিউর রহমান জানান, সম্প্রতি এলাকায় চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গত দু’দিন এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৭ যুবকের বিরুদ্ধে বাসা বাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি করা ও চোরাই মাল ক্রয় করার অভিযোগ রয়েছে।
                                                     পাইকগাছায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানের ভাই আটক
নিউজ অফ পাইকগাছা ॥
 খুলনার পাইকগাছায় বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানের ভাই কাজী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় বুধবার সকাল ১০টার দিকে থানার এস,আই হারুন সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করে। আটক ইকবাল গদাইপুর গ্রামের মৃত আব্দুল ওয়ালীর পুত্র ও গদাইপুর (সদর) ইউপি চেয়ারম্যান ও বিএনপিনেতা কাজী আব্দুস সালাম বাচ্চুর ভাই। নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের বর্তমান ও সাবেক মন্ত্রীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বলে পাইকগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এম. মসিউর রহমান জানান।

সম্পাদনয়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

 cvBKMvQvq cywj‡ki c„_K Awfhv‡b `yÕhyeK AvUK

wbDR Ad cvBKMvQv \
cvBKMvQvq c„_K Awfhvb Pvwj‡q cywjk ‡Pqvig¨vb c~Îmn `yÕhyeK‡K AvUK  K‡i‡Q| ‡mvgevi mKv‡j c„_K¯’vb †_‡K cywjk Zv‡`i‡K AvUK K‡i| _vbv m~‡Î Rvbvhvq, NUbvi w`b _vbvi cywjk Awfhvb Pvwj‡q Dc‡Rjv †Kv‡U©i mvg‡b ‡_‡K M`vBcyi BDwc ‡Pqvig¨vb I we Gbwc ‡bZv KvRx Avãym mvjvg ev”Pyi c~Î KvRx evàx (28) I gVevUx  GjvKv ‡_‡K Rbve Avjx mvbvi c~Î eveyj mvbv (25) ‡K  AvUK K‡i| AvUK `yÕhyeK‡K evuKvq cywj‡ki Dci nvgjv I fvsPzi I bZyb evRv‡i AwMœms‡hv‡Mi NUbvq cywj‡ki `v‡qi Kiv gvgjvq Zv‡`i‡K AvUK c~e©K Av`vj‡Z cvVv‡bv n‡q‡Q e‡j GmAvB nvi“i Rvbvb|

cvBKMvQvi cj­x‡Z AmvgvwRK Kv‡h© wjß _vKve¯’vq `yÕRb AvUK; AZtci gy³

wbDR Ad cvBKMvQv \
Lyjbvi cvBKMvQvi cj­x‡Z AmvgvwRK Kvh©Kjv‡c wjß _vKve¯’vq `yÕRb nv‡Z bv‡Z AvUK n‡q‡Q| NUbvwU N‡U‡Q ‡cŠi m`‡ii 7bs Iqv‡W©i gvQ gv‡K©U msjMœ|GjvKvevmxmy‡Î Rvbvhvq, kwbevi ivZ mv‡o 10Uvi w`‡K †cŠi m`‡ii evwZLvjx MÖv‡gi 7bs Iqv‡W©i gvQ gv‡K©U msjMœ Kvjvg MvRxi ¯‹zj co–qv Kb¨v (16) Õi mv‡_ GKB GjvKvi b~i Bmjvg mi`v‡ii cyÎ wicb mi`vi (19) Gi `xN©w`b †cÖ‡gi m¤úK© P‡j AvmwQj| NUbvi mgq wicb mi`vi ¯‹zj co–qv Kb¨vi evox AmvgvwRK Kv‡h© wjß Av‡Q Ggb Lei †c‡q GjvKvevmx evox‡Z PovI n‡q nv‡Z bv‡Z Zv‡`i‡K AvUK K‡i _vbvcywj‡k †mvc`© K‡i|  G e¨vcv‡i GmAvB gwbi Rvbvb ¯’vbxq KvDwÝji welqwU kvwj‡ki gva¨‡g wggvsmv Ki‡e Ggb Avk¦v‡m Kwgkbv‡ii nv‡Z ‡iveevi mKv‡j Zv‡`i Zz‡j †`qv nq|

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

সংগঠনের আদর্শের বাইরে কোন অপকর্ম করলে তা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারী

নিউজ অফ পাইকগাছা ॥
বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এ সংগঠন একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে ৬৬ বছরে পদার্পন করেছে। এ সংগঠনটি দলীয় আদর্শের বাইরে কোন চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ কোন অপকর্মের সাথে সংযুক্ত হলে তাদের কোন মা নেই, তাদেরকে কঠোরহস্তে দমন করা হবে, ছাত্রলীগ একটি প্রস্ফুটিত গোলাপের মত গড়ে উঠেছে, আর এই সংগঠনটির ভবিষ্যত গড়ার দায়িত্ব আজ থেকে আমার বলে বলেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। ছাত্রলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন। তিনি আরও বলেন-বিগত ৫ বছরে এ দলটির কোন খোজ কেও নেয়নি, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সবাই, কিন্তু ফাঁকি দিয়ে এ সংগঠন চলতে পারে না। তাই তিনি উপজেলার আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের পুনঃগঠন করার ইঙ্গিত দেন।  প্রতিমাসে বর্ধিতসভা হতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন আজ দেশে নতুন রাজাকার, আল বদর এগুলো তৈরী হচ্ছে, যার নমুনা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, এদের প্রতিহত করতে হবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ছাত্রলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপল্েয পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটুর পরিচালনায় র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এ্যাড. শেখ মোঃ নূরুল হক কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন-উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। বক্তব্য রাখেন- রতন ভদ্র, অবঃ অধ্য লূৎফর রহমান, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, আনন্দ মোহন বিশ্বাস, এ্যাড. আবুল হোসেন জোয়াদ্দার, জেলা যুবনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, এ্যাড, আব্দুর রশীদ, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুর রাজ্জাক সানা, পরেশ মন্ডল, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, শেখ জিয়াদুল ইসলাম, এ্যাড. রফিক, জগদীশ চন্দ্র রায়, অখিল কুমার মন্ডল, সঞ্জয় মজুমদার, রাজীব গোলদার, বজলুর রহমান, সাবেক ছাত্রনেতা দিপংকর মন্ডল, উজ্জ্বল সরদার, শফিকুল ইসলাম, শেখ তুহিন, গোলাম রসুল, বিশ্বজিৎ দফাদার, আশরাফুল ইসলাম রাবু, তারক, বিশ্বজিৎ সানা, আল মামুন, রবি, আল ইদ্রিস, টুকু, মধু, মিন্টু, ইমরান, জয়, রোহিত, রায়হান, বাদশা, সুমন, হামিদ, চয়ন, রাজা, তোহিদ, হাবিবুর, বিসমিল্লাহ, সৌমিত্র, রথিন, ।
                                        তরুন প্রজন্মকে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানাতে হবে-এমপি নূরুল হক
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনা-৬ আসনের বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে। শনিবার বিকালে পৌরসভাস্থ তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মাষ্টার রনজিৎ রায়, মাষ্টার তোকারম হোসেন টুকু, আলহাজ্ব মোহাম্মদ আলী গাইন, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম গাজী। এসময় সাংসদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তরুন প্রজন্মকে জানানো এবং মুক্তিযুদ্ধের সময় জামায়াতের পৈশাচিক নিপিড়ন সম্পর্কে যাতে এ প্রজন্ম জানতে পারে তার ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের নিতে হবে। এ উপজেলার মুক্তিযোদ্ধাদের চাওয়া-পাওয়ার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
 সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় এমপি নূরুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কারে কাজ পরিদর্শন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনা পাইকগাছা প্রধান সড়কের কপিলমুনি হতে কাশিমনগর পর্যন্ত জনগুরুত্বপূর্ন ২ কিলোমিটার রাস্তা ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে সংস্কার শুরু হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম। উল্লেখ্য দীর্ঘদিন সংস্কারের অভাবে জনগুরুত্বপর্ন এ সড়কে কপিলমুনি থেকে কাশিমনগর পর্যন্ত ২ কিলোমিটার প্রধান সড়কের বিভিন্ন স্থানে খানাখর্দে পরিণত হয়ে দীর্ঘদিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ইতোমধ্যে গত কয়েকমাস যাবৎ ঢাকাগামী পরিবহন ও বাসমিনিবাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতের চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। মানবেতর জীবন যাপন করছে পরিবহন শ্রমিক ও তাদের পরিবার। অবশেষে পাইকগাছা-কয়রা গড়ার কারিগর দশম জাতীয় সংসদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি নূরুল হকের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হওয়ায় রাজনৈতিক, ব্যবসায়ী, বাস ওপরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংস্কার কাজ পরিদর্শনকালে সন্তোষ প্রকাশসহ অবিলম্বে যাতে সংস্কার কাজ শেষ করার আশা ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা উপাধ্য আফসার আলী, হেদায়েত আলী টুকু, সরদার গোলাম মোস্তফা, পবিত্র মন্ডল, গৌতম সাহা, জেলা যুব নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমান, মাসুদুর রহমান, শেখ সেলিম, প্রণব মন্ডল, পরেশ মন্ডল, সাবেক ছাত্রনেতা জিয়াদুল ইসলাম জিয়া, মোস্তাফিজুর রহমান, শেখ তুহিন, হারুন, মিন্টু, জালাল ও খুরশীদ।
 সন্ধ্যায় পৌরসভাস্থ নিজ বাসভবনে ৪ঠা জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার ল্েয এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মলঙ্গী, অবঃ অধ্য লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটু সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
                                                   পাইকগাছা পৌর সদরে একাধিক স্থানে দুঃসাহসিক চুরি

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় পৌর সদরে আবারো দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌর সদরের হিরা মোবাইল সাভিসিং এর দোকান থেকে প্রায় ১ ল টাকার মালামালসহ সরল গ্রামের একটি মসজিদের মাইক সেট ও পৌর জিরো পয়েন্টে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। এদিকে বারবার চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ছে।
জানা গেছে পৌর বাসষ্ঠ্যান্ড সংলগ্ন হিরা মোবাইল সাভিসিং এর দোকানের তালা ভেঙ্গে চোরেরা ৬/৭ টি মোবাইল ও একটি কম্পিউটার সেট চুরি করে। দোকান মালিক বনি আমিন জানিয়েছেন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যথারীতি বাড়ীতে চলে যায়। পরদিনে শুক্রবার সকালে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা এবং ঘরের মোবাইল সেট ও কম্পিউটার নেই। সব মিলিয়ে প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ দিকে সরল গ্রামের মদিনা জামে মসজিদের মাইক সেট চুরি হলেও গতকাল সকালে বাসষ্ঠ্যান্ড এলাকায় সেটি আবার পাওয়া যায় বলে জানিয়েছেন পৌর সভার প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত। তিনি আরো জানিয়েছেন এ ছাড়াও পৌর জিরো পয়েন্ট এলাকার একটি মুদির দোকনেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পাদনায় 
চিফ এডিটর
নিউজ অফ পাইকগাছা

বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

নিউজ অফ পাইকগাছা’র সেলিব্রেশন ডে উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা

নিউজ অফ পাইকগাছা ॥
 খুলনার পাইকগাছা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ অফ পাইকগাছার উদ্যোগে সেলিব্রেশন ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদনি শেষে পৌর বাজার জিরো পয়েন্টে  নিউজ অফ পাইকগাছার প্রতিষ্ঠাতা সাংবাদিক এন ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-নাগরিক কমিটির সভাপতি ও সাপ্তাহিক সুন্দরবন বার্তার সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, আ’লীগ নেতা গাজী বেলাল, জাপা নেতা শামসুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক বি.সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, যুবলীগ নেতা জগদীশ রায়, কাজী জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা দিপংকর মন্ডল, আশরাফুল ইসলাম রাবু, রাব্বু ইসলাম দিপু, তন্ময় রায়, সৌমেন বিশ্বাস, রানা বাদশা বাদশা, ফয়সাল কবির, অয়িম কিশোর মন্ডল, পলাশ কর্মকার, দ্বীপ জ্যোতি সরকার, হরিদাশ রায়, জিএম বাবলা, রাকিব রায়হান রিন্টু, মোঃ নিলয় খান, গাজী আসিফ, আব্দুস সালাম, মীর সুমন, বাবলু সরকার, অতিশ কুমার সরকার, চিন্ময়, জুয়েল ও আনন্দ। সভায় বক্তারা বর্তমান সময়ে অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ অফ পাইকগাছার অনুপ্রবেশ ডিজিটাইজের েেত্র আরো একধাপ এগিয়ে গেল গুরুত্বপূর্ণ এ উপজেলা বলে অভিমত ব্যক্ত করেন। সভায় সকলেই নিউজ অফ পাইকগাছা’র উত্তরাত্তর সাফল্য কামনা করেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

                                        পাইকগাছায় আইনজীবী সমিতির মিট টু গেদার অনুষ্ঠিত                                                 
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে মিট টু গেদার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নি, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক জিএম আক্কাছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন-এ্যাড. মোঃ মহীউদ্দিন, শেখ লোকমান হোসেন, জিএম আব্দুল হামিদ, বিলাস চন্দ্র রায়, কিশোরী মোহন মন্ডল, আব্দুস সাত্তার মালী, সমির কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, অরুন কুমার মন্ডল, আব্দুল মজিদ গাজী, অজিত কুমার মন্ডল, দিপংকর কুমার সাহা, মোজাফফার হাসান, শফিকুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, বারিকুল ইসলাম, শেখ তৈয়েব হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও বেলাল উদ্দিন। এর আগে সিনিয়র সহকারী জজ আদালতে সদ্য প্রয়াত এ্যাড. সন্তোষ কুমার মন্ডল স্মরনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ।

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমিতির উদ্ভোধন
নিউজ অফ পাইকগাছা ॥
 খুলনার পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার সকালে কপোতা মার্কেট কার্যালয়ে সমিতির সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার এএফএম সেলিম আখতার, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক বুলবুল আহম্মেদ, মোঃ হাসিবুল্লাহ, জাপা নেতা শামসুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ, বক্তব্য রাখেন-কৃষ্ণ রায়, সাদেকুর রহমান, রবিউল ইসলাম, ডাবলু হোসেন, খাইরুল ইসলাস, জিএম বাবলা, জনি, রেজা, সালাম, জাকির, মিজানুর রহমান, চিন্ময়, জুয়েল ও আনন্দ। 
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকাগাছায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত হয়েছে। এ উপল্েয মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ও পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা চত্ত্বরে পৃথক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও যুব ও তরুনদের উদ্যোগে পাইকগাছা কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে, আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডার গার্টেন চত্ত্বর, সরল কালিবাড়ি চত্ত্বর, পৌর বাজার চত্ত্বর ও সরল দীঘির পাড়সহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নতুন বছরের প্রথম প্রহরে নৈশ ভোজের আয়োজন করা হয়। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক আবু সাবাহ, প্রভাষক পিন্টুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
                                                         পাইকগাছায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা নেতা সামসুল হুদা খোকন, এ্যাড, বিলাস রায়, গাজী শহীদুল ইসলাম খোকন, গাজী আব্দুস সামাদ, কৃষ্ণ রায়, শেখ মাসুদুর রহমান, ছাত্রনেতা তন্ময় রায়, রাব্বু ইসলাম দিপু, ডাবলু হোসেন, খাইরূল ইসলাম, জিএম বাবলা, এফ আর জিতু ও ডাঃ ওলিউল্লাহ।
                                                           পাইকগাছায় ঢিলেঢালা অবরোধ
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় ১৮ দলীয় জোটের ডাকা ১ম দিনের অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। অবরোধ সমর্থনে বুধবার সকালে ছাত্রদলের নেতৃবৃন্দ পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি সংলগ্ন মুচির পুকুর নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্ঠা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ অপসারণ করে দেয়। দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

সম্পাদনায় 
এডিটর 
নিউজ অফ পাইকগাছা