
খুলনার পাইকগাছায় শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে শারদীয় দূর্গোৎসব। সোমবার বিজয় দশমী শেষে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় এমপি, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের হেভিওয়েট নেতারা পৃথকভাবে পূজা মন্ডপ পরিদর্শন করেন। প্রশাসনের প থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। মন্ডপে মন্ডপে মোতায়েন করা হয় শতাধিক পুুলিশ ও প্রায় ৮শ আনসার ভিডিপি সদস্য।
সুত্রমতে জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের লোকের বসবাস। দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে মুসলমান, হিন্দু ও খ্রীষ্টান ধর্মালম্বীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করে আসছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইতোপূর্বে ধর্মীয় উৎসবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূণৃ এ উপজেলায় মোট জনসংখ্যা প্রায় ৩ লাখ, যার মধ্যে সনাতন ধর্মালম্বী রয়েছে ১ লাখ ২০ হাজার এর মত। সনাতন ধর্মালম্বীরা প্রতিবছরের ন্যয় এবছরও উৎসবমুখর পরিবেশে পালন করেছে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজা পরিষদ সুত্রমতে- এ বছর উপজেলায় ১৩৮ টি মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয়া উৎসবকে কেন্দ্র করে স্থানী এমপি এ্যাড. সোহরাব আলী সানা, সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, খুলনা জেলা যুবলীগর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, ডাঃ আব্দুল মজিদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা ও ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা পৃথক পৃথকভাবে পৌরসদরসহ উপজেলার ১০টি ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন, অনুদান প্রদান ও সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন। ফেস্টুন, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে শুভেচ্ছা জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধরণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। উৎসবকে ঘিরে প্রশাসনের প থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দণি) এসএম শফিউল্লাহ, এএসপি (সার্কেল) দাকোপ প্রশান্ত কুমার দে। এদিকে ১০ অক্টোবর শুরু হওয়া শারদীয় দূর্গোৎসব সোমবার বিজয় দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানান। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ জানান-পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৭৪২ জন আনসার ভিডিপি সদস্য নিয়োগ করা হয়। যার মধ্যে পুরুষ ২৯০, মহিলা ২৭৮, এপিসি ১৩৯ ও পিসি-৩৫। ওসি এম মসিউর রহমান জানান-শারদীয় দূর্গাউৎসবের সার্বিক নিরাপত্তায় ১শ পুলিশ মোতায়েন ছিল। যার মধ্যে অফিসার ২৫ এবং ৭৫ জন কনস্টেবল। পুলিশের উর্দ্ধতন কর্তৃপসহ তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তার বিষয়টি মনিটরিং করেন বলে তিনি জানান।
সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন