মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
পাইকগাছায় আবারও মটরসাইকের চুরির প্রবনতা বৃদ্ধি; একই বাড়ীতে ৩ মটরসাইকেল চুরি
খুলনার পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে একই বাড়ী থেকে ৩টি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ ঘটনায় চরম উদ্বিঘেœর মধ্যে রয়েছে মটরসাইকেল ব্যবহারকারীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উল্লেখ্য সংশ্লিষ্ট চোরেরা সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের ব্যবহৃত মটরসাইকেলটি চুরি করার ১ ঘন্টা পর উদ্ধার করা হয়।
থানাপুলিশসুত্রে জানাযায়, ঘটনার দিন সোমবার গভীর রাতে পৌর সদরের সরল গ্রামের কালিচরণ মন্ডলের পুত্র সুনীল মন্ডলের বসতবাড়ীর প্রধান ফটক, বাসার প্রধান ফটক ও ভিতরের দরজার তালা ভেঙ্গে বাসার ভিতরে রাখা বাড়ীর ভাড়াটিয়া দন্ত চিকিৎসক তাপস তরফদারের ১২৫ সিসি ডিসকভার, স্বর্নব্যবসায়ী কানাই দত্ত’র ১২৫ সিসি ডিসকভার ও আশা এনজিও’র ব্যবস্থাপক সমরেশ মন্ডলের ১২৫ সিসি পালসারসহ ৩টি মটরসাইকেল চুরি করে নির্বিঘেœ পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ীর মালিক সুনীল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পাইকগাছা থানায় মামলা করেছে বলে ওসি এম মসিউর রহমান জানান। উল্লেখ্য একই রাতে পৌর বাজারের দু’টি দোকানে দুধর্ষ চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরেরা মিঠুন দাসের জয়সমা কালী বাসনালয় এবং জয়ন্ত গাইনের ওয়ানটেন সুজ দোকানসহ দু’টি দোকানথেকে নগদ অর্থসহ প্রায় লাধীক টাকার মালামাল চুরি করেছে বলে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন