শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার; সাংবাদিক দম্পতিসহ আটক ৪

খুলনার পাইকগাছায় পাচারকালে পুলিশ কোটি টাকা মূল্যের একটি সীমানা পিলার উদ্ধার করেছে। এ ঘটনায় সাংবাদিক দম্পতিসহ ৪জনকে আটক ও ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার চাঁদখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানাযায়, একটি পাচারচক্র প্রায় দেড়মাস যাবৎ এলাকায় অবস্থান নেয়। তারা বিভিন্ন সময়ে উপজেলা সদরের আলমদিনা হোটেলটি ব্যবহার করে আসছিল। ঘটনার দিন শনিবার ভোররাতে পাচার চক্রের প্রধান ব্রানবাড়িয়ার চিলোকুট এলাকার মৃত আব্দুর রউফ মুন্সীর পুত্র জসীমউদ্দিন (৪০), স্ত্রী জোৎস্না খাতুন (৩০), সহযোগি ব্রানবাড়িয়ার নবীনগর থানার শ্যামলতগড় গ্রামের নূরুল ইসলামের পুত্র বাদলমিয়া (৩৬) ও প্রাইভেট চালক শরিয়তপুর জেলার গাজীর হাট থানার ঢোনবোয়ালিয়া গ্রামের মৃত জাহিদ খানের পুত্র সিদ্দিক খান (৪০) কয়রার জায়গীর মহল থেকে ১৮১৮ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কোটি টাকা মূল্যের একটি সীমানা পিলার নিয়ে পাইকগাছা অতিক্রম করার সময় চাঁদখালী এলাকা থেকে পূর্ব থেকে ওৎপেতে থাকা থানার এসআই সিরাজুল ও এসআই জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২৩-০০১৫ নং প্রাইভেটকারসহ তাদেরকে আটক করে। পরে সাড়ে ১১ টার দিকে থানা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদের উপস্থিতিতে উদ্ধারকৃত সীমানা পিলারটি জনসম্মুখে উন্মুক্ত করা হয়। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, চক্রটি এলাকায় দীর্ঘদিন অবস্থান নিলে পুলিশ তাদের চলাফেরার উপর ল্য রাখে এবং পাচারকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটক জসিম বর্তমানে ঢাকার দণিখান হাজী ক্যাম্প রোড এলাকায় বসবাস করছে বলে ওসি জানান। এ ব্যাপারে আটক জসিম জানান ুসে ঢাকা প্রেসকাবের সদস্য এবং দৈনিক মানবকন্ঠ ও উত্তরা বানী পত্রিকার কর্মরত সাংবাদিক। সে দীর্ঘদিন যাবৎ ব্র“নাইতে (বিদেশে) অবস্থান করে আসছে। সে লিজিশা গ্র“পের ব্যবস্থাপক পরিচালক বলেও জানায়। এ পাচারচক্রের সংগে ঢাকার উত্তরা, দণি খান এলাকা ও স্থানীয় অনেকেই জড়িত রয়েছে বলে অপরএকটি সুত্র জানিয়েছে। সম্পাদনায়
এডিটর নিউজ অফ পাইকগাছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন