খুলনার পাইকগাছায় পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৪৪ ব্যাক্তিকে গণগ্রেফতার করেছে। পুলিশের উপর হামলার ঘটনায় সোমবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা এলাকা থেকে এসব লোকজনকে আটক করা হয়। এ ঘটনায় এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। অপরদিকে নাশকতা এড়াতে হরতালের ২য়দিন এলাকায় বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানাযায়, হরতালের ১ম দিন রোববার অবরোধ অপসারণ করাকালে উপজেলার বাঁকা ভবানীপুর এলাকায় হরতাল সমর্থকরা পুলিশের উপর হামলা ও ইট, পাটকেল নিপে করে এ ঘটনায় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে ৫ জন গুলিবিদ্ধ ও ৫ পুলিশসহ ৯ জন আহত হয়। এ ঘটনায় রাতে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাত ৪/৫‘শ জামায়াত শিবির নেতাকর্মীকে আসামী করে মামলা করেন। এ ঘটনায় সোমবার দিনভর পুলিশ অভিযান চালিয়ে বাঁকা এলাকা থেকে ৪৪ ব্যক্তিকে আটক করেছে। এদিকে নাশকতা এড়াতে হরতালের দ্বিতীয় দিন সোমবার প্রশাসনের প থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেজর আব্দুল হামিদের নেতৃত্বে এলাকায় মোতায়েন করা হয় ৩ প্লাটুন বর্ডারগার্ড (বিজিবি), র্যাব ও অতিরিক্ত পুলিশ। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (দণি) এসএম শফিউল্লাহ, এএসপি সার্কেল (দাকোপ) প্রশান্ত কুমার দে, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ ও ওসি এম মসিউর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন