সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় আ’লীগের কর্মী সমাবেশে সাবেক হুইপ সুজা..........বিএনপি’র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা

আ’লীগ মতায় এলেই গণতন্ত্র সুসংহত ও দেশের উন্নয়ন হয়।  সাবেক হুইপ ও খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা বলেছেন- বর্তমান সরকার শিা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎসহ প্রতিটি েেত্র উন্নয়নের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী যুদ্ধাপরাধীর বিচার করছে। সরকারের এসব উন্নয়নে ঈর্শ্বান্বিত হয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছে। মিথ্যার উপর ভিত্তি করে বিএনপি’র জন্ম ও বেড়ে ওঠা উল্লেখ করে তিনি বলেন দেশে যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই বিএনপি নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করে। নাম সর্বস্ব ১৮ দলের নেতা খালেদা জিয়া বিচার বানচাল করতে সভা সমাবেশের নামে পুলিশ হত্যাসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এেেত্র বিরোধীদল শান্তিপূর্ণ নির্বাচনে বাঁধা ও হুমকি দিলে আ’লীগ বসে বসে আঙ্গুল চুষবে না উল্লেখ করে তিনি বলেন স্বশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আ’লীগের জন্ম। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার ল্েয তৃনমুল পর্যায়ে সংগ্রাম কমিটি
গঠন করা হবে বলে তিনি জানান। যুদ্ধাপরাধীর বিচার বাস্তবায়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি সোমবার বিকালে দলিল লেখক সমিতি ভবনে পাইকগাছা উপজেলা আ’লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা, বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক, জেলা আ’লীগ নেতা গাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা উজ্জ্বল দাশ, পৌর আ’লীগের সভাপতি অধ্য লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব মুনসুর আলী গাজী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম রেজাউল হক, যুব নেতা এসএম শামসুর রহমান, কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৃপ্তিরঞ্জন সেন, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন