খুলনার পাইকগাছায় বাঁকা বাজারে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক যুবক আটক করা হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে সিআইডি পুলিশ অভিযান চালিয়ে ভবানীপুর এলাকা থেকে শিমূল গাজীকে আটক করে বলে থানাপুলিশ জানিয়েছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, চলতি বছর ১৫ ফেব্র“য়ারী রাতে উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে রেখে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গনডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬/০২/১৩ তারিখ নৈশ প্রহরী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়। যার নং-৩৬। ঘটনার প্রায় ৮ মাস পর খুলনা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন ও বিশ্বজিৎ বুধবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের সহিলউদ্দিন গাজীর পুত্র শিমূল গাজীকে আটক করে থানায় সোপর্দ করে। বর্তমানে আটক যুবক থানা হেফাজতে রয়েছে বলে এসআই হারুন-অর-রশিদ জানান।
থানাপুলিশ সুত্রে জানাযায়, চলতি বছর ১৫ ফেব্র“য়ারী রাতে উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে রেখে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গনডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬/০২/১৩ তারিখ নৈশ প্রহরী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়। যার নং-৩৬। ঘটনার প্রায় ৮ মাস পর খুলনা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন ও বিশ্বজিৎ বুধবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের সহিলউদ্দিন গাজীর পুত্র শিমূল গাজীকে আটক করে থানায় সোপর্দ করে। বর্তমানে আটক যুবক থানা হেফাজতে রয়েছে বলে এসআই হারুন-অর-রশিদ জানান।
পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানা পিলার পাচারের ঘটনায় আটক ৩; এক দিনের রিমান্ড মঞ্জুর
খুলনার পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানাপিলার সহ আটক ৩ পাচারকারী ১ দিনের রিমান্ডে থানাহেফাজতে রয়েছে। পুলিশের প থেকে ৭দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত শুনানী শেষে মঙ্গলবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
থানাপুলিশ সুত্রে জানাযায়, গত ১২ অক্টোবর গভীর রাতে পাচারকালে পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের সীমানা পিলার ও ব্যবহৃত প্রাইভেটকারসহ পাচার চক্রের প্রধান ব্রানবাড়িয়ার চিলোকুট এলাকার মৃত আব্দুর রউফ মুন্সীর পুত্র জসীমউদ্দিন (৪০), স্ত্রী জোৎস্না খাতুন (৩০), সহযোগি ব্রানবাড়িয়ার নবীনগর থানার শ্যামলতগড় গ্রামের নূরুল ইসলামের পুত্র বাদলমিয়া (৩৬) ও প্রাইভেট চালক শরিয়তপুর জেলার গাজীর হাট থানার ঢোনবোয়ালিয়া গ্রামের মৃত জাহিদ খানের পুত্র সিদ্দিক খান (৪০) কে আটক করে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান রিমান্ড শেষে আটককৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কয়রা এলাকার প্রভাবশালী কয়েকজন জড়িত রয়েছে এবং তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আটক করা সম্ভব হবে বলে তিনি জানান।
পাইকগাছায় এক মহিলার পেট থেকে ১০কেজি ২শ গ্রাম ওজনের টিউমার অপারেশন

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগছা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন