মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় শিকরা বঞ্চিত হচ্ছে কাস্টার প্রশিনের সম্পূর্ণ ভাতা থেকে

খুলনার পাইকগাছায় কাস্টার প্রশিনের সম্পূর্ণ ভাতার টাকা থেকে শিকদের বঞ্চিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিা অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিকদের মধ্যে ােভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলায় সরকারী ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৪টি। এসব বিদ্যালয়ে কর্মরত রয়েছে ৭শ’র অধিক শিক। কর্মরত এসব শিকদের মানবৃদ্ধির ল্েয উপজেলা শিা অফিসের অধিনে কাস্টার প্রশিন কর্মসূচীর আওতায় ৪জন উপজেলা সহকারী শিা অফিসারের তত্ত্বাবধানে প্রত্যেক কাস্টারে ৩০ জন করে ২৮টি কাস্টারে প্রতি ৩ মাস পর পর কর্মরত সকল শিককে প্রশিন প্রদান করা হয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক জানান প্রশিনে অংশগ্রহণকারী শিকদের সম্পূর্ণ ভাতার টাকা প্রদান করা হয় না। নির্ধারিত ভাতার টাকার একটি অংশ সংশ্লিষ্ট সহকারী শিা অফিসাররা পকেটস্থ করেন। তিনি আরও বলেন হেলপারের ভাতা ৪শ টাকা স্থলে ৩শ, প্রশিনার্থী শিকদের ভাতা ২৪০ টাকার স্থলে ২শ এবং ৪০ টাকার উপকরণের স্থলে ১০ টাকা মূল্যের যেনতেন উপকরণ সরবরাহ করা হয়। শিকদের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা সহকারী শিা অফিসার খান মোঃ আলমগীর জানান প্রশিনের সম্পূর্ণ টাকা শিকদের কাছে দেওয়া হয় এবং এ টাকা দিয়ে তারা খাওয়া, দাওয়া করে থাকে এবং ৩০ টাকা মূল্যের উপকরণ অংশগ্রহণকারী প্রশিণার্থী শিকদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা শিা অফিসার মোঃ আনিছুর রহমান জানান-এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন