মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
পাইকগাছায় ৪২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদকব্যবসায়ী আটক
খুলনার পাইকগাছায় গত দু’দিনে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়-সাতীরা দেবহাটা’র বয়রা গ্রামের কিনু সানার কন্যা রূপালী আক্তার (২২) ও খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর পুত্র মতিয়ার গাজী (৩২) ঘটনার দিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাতীরা থেকে মটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় উপজেলার আদালত এলাকায় পৌছালে পুলিশ তাদেরকে আটক করে তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে সোমবার বিকালে সোলাদানা থেকে সাতীরা সদরের তালবাড়ি গ্রামের মৃত চাঁনআলী খাঁর পুত্র মিজানুর রহমান (৪০) কে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় বলে এসআই হারুন ও এসআই সিরাজ জানান। আগামী ঈদ পূজাকে সামনে রেখে উদ্ধারকৃত ফেনসিডিল সরবরাহ করা হচ্ছিল বলে ওসি এম মসিউর রহমান জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন