বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় বিদেশি অস্ত্রসহ এক যুবক আটক

খুলনার পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে। আটক যুবক সম্প্রতি এক ব্যবসায়ীর উপর হামলা ও বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে থানাপুলিশ জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানাযায়, থানার এসআই জালাল ও এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিরাশী গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র সন্ত্রাসী সাইফুল ইসলাম (২২) কে স্থানীয় কপিলমুনি বাজার থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাত ২ টার দিকে পুলিশ তার বসতবাড়ীর রান্নাঘরের মাটির নিচে পুতে রাখা একটি বিদেশি বন্দুক উদ্ধার করে। ওসি এম মসিউর রহমান জানান আটক যুবক গত প্রায় দু’মাস পূর্বে একই এলাকার ইটভাটা ব্যবসায়ী অখিলবন্ধু ঘোষের বাড়ীতে ডাকাতির চেষ্ঠা এবং আহত করার ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আটক যুবক অস্ত্রটি সে বাগেরহাট এলাকার আজিজ নামের এক ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছে এবং ডাকাতি ঘটনায় ১১ জন জড়িত ছিল বলে অপর একটি সুত্র জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন