বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় দু’দিনে এক শিশু নিহত; আহত ৫

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় গত দু’দিনেএক শিশু নিহত ও ৫জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
          জানাযায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি বাস গোলাবাটি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কয়রা উপজেলার উত্তর বেদকাশির মোঃ জাহাঙ্গীর আলমের ২ বছরের শিশুপুত্র রেদোয়ান মারাত্মক আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত শিশু রেদোয়ানের বাম পা সম্পূর্ণ থেতলে গেছে বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রশান্ত মন্ডল জানান। অপরদিকে বৃহস্পতিবার সকালে কয়রার ঘুগরোকাটি গ্রামের কোহিনুর সরদারের ৬ বছরের শিশুপুত্র ও পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র হৃদয় তার চাচাতো ভাই ফয়সালের সাথে মটরসাইকেলযোগে পাইকগাছা আসার পথে জায়গীরমহলনামকস্থানে পৌছালে নসিমন ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে হৃদয় ও ফয়সাল রাস্তার উপর ছিটকে পড়ে। পরে পিছন দিক থেকে আসা আরেকটি নসিমন তাদেরকে চাপা দেয়। এ ঘটনায় দু’জন মারাত্মক আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনায় নেয়ার পথে বেলা ৩ টার দিকে ডুমুরিয়া নামকস্থানে পৌছালে হৃদয় মৃত্যুবরণ করে। এছাড়াও একইদিন সকালে উপজেলার মটবাটী গ্রামের মিজানুর মোড়ল এর পুত্র হযরত আলী (৩০) তার মামাকে নিয়ে মটরসাইকেল যোগে বোনের বাড়ি যাওয়ার সময় গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় পৌছালে আকষ্র্কি ভাবে মটরসাইকেলটি পাল্টি খায় এতে ঘটনাস্থলে সে এবং তার মামা মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।    

সম্পাদনয়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন