বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

আবারো সিরিজ জয়

নিউজ অফ পাইকগাছার সকল পাঠক, পাঠিকা ও শুভানুধ্যায়ীদের প থেকে বাংলাদেশ ক্রিকেটের সোনার ছেলেদের জানাই আন্তরিক অভিনন্দন।
খেলার সংপ্তি স্কোর-নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে জিতলো বাংলাদেশ। এ নিয়ে নিজ মাটিতে কিউইদের বিপক্ষে টানা দ্বিতীয়বার সিরিজ জয়ের গৌরবতা অর্জন করলো বাংলাদেশি টাইগাররা। এই ম্যাচে জয়ের ক্ষেত্রে টাইগারদের ব্যাটিং সফলতার পাশাপাশি অসাধারণ বোলিং নৈপুণ্যের দেখা মিলল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ২০৭ রানেই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসদের ইনিংস।

সকল পাঠক, পাঠিকাদের দৃষ্টি আকর্ষন করছি-
আপনিও এ জয়ে খুশিত, তাহলে প্রতিক্রিয়া প্রেরণ করুন-আপনার প্রতিক্রিয়া পৌছে যাবে বিসিবি ওয়েবে

সম্পাদনায় নিউজ অফ পাইকগাছা

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় পানি সরবরাহের নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভা ও নবলোক পরিষদের উদ্যোগে টেকসই পরিবেশ সহায়াক ও স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের আওতায় ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় বুধবার সকালে স্থানীয় লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শহীদুল ইসলাম, ওয়াটার এইডের সোস্যাল ডেভলপমেন্ট অফিসার সাজেদা বেগম ও নূর মোহাম্মদ সবুজের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইডের প্রোগ্রাম ইঞ্জিনিয়ার সুমন কান্তি নাথ, পাইকগাছা প্রেসকাবের সভাপতি গাজী সালাম, সহসভাপতি আব্দুল আজিজ, কাউন্সিলর আব্দুল লতিফ, ইদ্রিস আলী, মাহাবুবুর রহমান রনজু, কাজী নিয়ামূল হুদা কামাল, এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, আসমা আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা বেগম, পল্লী উন্নয়ন একাডেমীর প্রকৌশলী মোস্তফা কামাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ সরফরাজ আলী, পৌর সচিব তুষার কান্তি দাশ, এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সন্তোষ কুমার সরদার, তাজমা খাতুন, নবলোক পরিষদের ময়নুদ্দীন শেখ, রাজীব ইকবল, সুমন হাসান খান, নীলিমা নাসরিন, জীবন, লিটন হালদার ও এজাজুর রহমান।

পাইকগাছা-কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তির বাস্তবায়ন হয়নি

খুলনার পাইকগাছা-কয়রায় সরকারের শেষ মেয়াদেও আলোর মুখ দেখেনি এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া কয়েকটি প্রতিশ্র“তি। উল্লেখ্য প্রায় ৪ বছর পূর্বে কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার দু’উপজেলায় একটি মহিলা কলেজ জাতীয়করণ, একটি কৃষি কলেজ স্থাপন ও একটি করে ষ্টেডিয়াম নির্মাণ করার প্রতিশ্র“তি দেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এসব প্রতিশ্র“তি বাস্তবায়নের দাবী জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে স্থানীয় নাগরিক কমিটি।
    সুত্রমতে-বর্তমান সরকার মতা গ্রহনের প্রায় দেড় বছর পর ২০০৯ সালের ২৫ মে প্রাকৃতিক দূর্যোগ আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় জেলার পাইকগাছা-কয়রা উপজেলা। প্রাণহানি না ঘটলেও ভয়ংকর এ দূর্যোগে ষাট এর দশকে নির্মিত জরাজীর্ণ শত শত কিলোমিটার ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে দু’উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক তিসাধন হয়। গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। দূর্যোগ আঘাত হানার প্রায় ৮ মাস পর দূর্যোগ কবলিত মানুষের সহায়তা প্রদানের ল্েয ২০১০ সালের ২৩ জানুয়ারী কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন এবং দু’উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ, একটি মহিলা কলেজ জাতীয়করণ ও পাইকগাছায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রতিশ্র“তি দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তির কিছুদিন পর শিামন্ত্রালয়ের একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল কৃষিকলেজ স্থাপনের ভূমি অধিগ্রহনের ল্েয লস্কর ইউনিয়নের শিববাটী ব্রীজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর এসব প্রতিশ্র“তি বাস্তবায়নে তেমনকোন তৎপরতা দেখাযায়নি বলে এলাকাবাসীর অভিযোগ। ইতোমধ্যে জেলায় কয়েকটি কলেজ জাতীয়করণ করা হয়েছে এবং সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদন হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ এ দু’উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্র“তিগুলো সরকারের শেষ মেয়াদেও আলোর মুখ না দেখায় এলাকাবাসীর মধ্যে চরম ােভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিএম মহাসিন রেজা জানান কয়রা মহিলা কলেজ জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা হলে নামের বিষয়টি নিয়ে আদালতে বিচারাধীন থাকায় জটিলতার সৃষ্টি হয়। যার ফলে ঝুঁলে যায় জাতীয়করণের প্রক্রিয়া এবং অন্যান্য প্রতিশ্র“তিগুলো বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় বিএনপি’র মিছিলে পুলিশের ধাওয়া

খুলনার পাইকগাছায় শেষ দিনের হরতালও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বিএনপি’র একাংশ মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ১৮ দলীয় জোটের প্রধান বিএনপি’র কুদ্দুস ও মজিদ গ্র“পের পে দলীয় কার্যালয়ের নিচ থেকে হরতাল সমর্থনে মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে মুহুর্তের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া বিএনপি’র অপর গ্র“প এবং জোটের শরীক জামায়াতের প থেকে উপজেলা সদরে হরতাল সমর্থনে কোন কর্মসূচী দেখা যায়নি।

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

পাইকগাছায় শিকরা বঞ্চিত হচ্ছে কাস্টার প্রশিনের সম্পূর্ণ ভাতা থেকে

খুলনার পাইকগাছায় কাস্টার প্রশিনের সম্পূর্ণ ভাতার টাকা থেকে শিকদের বঞ্চিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিা অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিকদের মধ্যে ােভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলায় সরকারী ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৪টি। এসব বিদ্যালয়ে কর্মরত রয়েছে ৭শ’র অধিক শিক। কর্মরত এসব শিকদের মানবৃদ্ধির ল্েয উপজেলা শিা অফিসের অধিনে কাস্টার প্রশিন কর্মসূচীর আওতায় ৪জন উপজেলা সহকারী শিা অফিসারের তত্ত্বাবধানে প্রত্যেক কাস্টারে ৩০ জন করে ২৮টি কাস্টারে প্রতি ৩ মাস পর পর কর্মরত সকল শিককে প্রশিন প্রদান করা হয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক জানান প্রশিনে অংশগ্রহণকারী শিকদের সম্পূর্ণ ভাতার টাকা প্রদান করা হয় না। নির্ধারিত ভাতার টাকার একটি অংশ সংশ্লিষ্ট সহকারী শিা অফিসাররা পকেটস্থ করেন। তিনি আরও বলেন হেলপারের ভাতা ৪শ টাকা স্থলে ৩শ, প্রশিনার্থী শিকদের ভাতা ২৪০ টাকার স্থলে ২শ এবং ৪০ টাকার উপকরণের স্থলে ১০ টাকা মূল্যের যেনতেন উপকরণ সরবরাহ করা হয়। শিকদের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা সহকারী শিা অফিসার খান মোঃ আলমগীর জানান প্রশিনের সম্পূর্ণ টাকা শিকদের কাছে দেওয়া হয় এবং এ টাকা দিয়ে তারা খাওয়া, দাওয়া করে থাকে এবং ৩০ টাকা মূল্যের উপকরণ অংশগ্রহণকারী প্রশিণার্থী শিকদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা শিা অফিসার মোঃ আনিছুর রহমান জানান-এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান। 

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় জোটের রাজনৈতিক হালচাল; তালমিলিয়ে চলছে বিএনপি- তিগ্রস্থ জামায়াত

খুলনার পাইকগছায় দ্বিতীয় দিনের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এদিন গ্রেফতার আতংকে লেজ গুটিয়ে নেয়ায় ১৮ দলীয় জোটের কোন নেতাকর্মীকে রাজপথে দেখাযায়নি। করেনি কোন সভা, সমাবেশ, মিছিল ও পিকেটিং। এদিকে প্রতিনিয়ত জামায়াত শিবিরের নেতাকর্মীরা একাধিক মামলায় জড়িয়ে গ্রেফতার হয়ে তিগ্রস্থ হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে ১৮ দলীয় জোটের প্রধান বিএনপি নেতাকর্মীরা। এদিকে গা বাঁচাতে বিএনপি নেতাকর্মীরা প্রশাসনের সাথে তালমিলিয়ে চলছে বলে একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে।
    সুত্রমতে-বর্তমান সরকার মতায় আসার পর হতে ১৮দলীয় জোটের প্রধান দ্বিধাবিভক্ত বিএনপি’র নেতাকর্মীরা সরকারের শেষ মেয়াদে রাজনৈতিক কর্মসূচী কিছুটা জোরদার করলেও শুরু থেকেই মাঠে, ময়দানে ছিল জোটের অন্যতম শরীক জামায়াতের নেতাকর্মীরা। গত প্রায় ৫ বছরে সংগঠনের (জামায়াতের) হাজার হাজার নেতকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা ও অসংখ্য নেতাকর্মী আটক হওয়ার ফলে তিগ্রস্থের মধ্যে রয়েছে জোটের শরীক এ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে গা বাঁচিয়ে কর্মসূচী পালন করায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি’র নেতাকর্মীরা। জানাগেছে, অভ্যন্তরীন কোন্দলে জড়িয়ে বিএনপি’র দু’টি প পরস্পর একাধিক মামলায় জড়ালেও এ পর্যন্ত প্রশাসনের প থেকে বিএনপি’র কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন মামলা বা গ্রেফতার করা হয়েছে এমন নজির নেই বলে জামায়াতের একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। এসব কারনে আগামীতে জোটের রাজনৈতিক কর্মসূচীতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাইকগছায় ওয়াটসান কমিটির সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় ব্র্যাক ওয়াশ কর্মসূচী প্রকল্পের উদ্যোগে পৌরসভা ওয়াটসান কমিটির এক সভা সোমবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ মাহাবুবুর রহমান রনজু, কাজী নেয়ামূল হুদা কামাল, এসএম তৈয়েবুর রহমান, এসএম ইমদাদুল হক, মনিরুল ইসলাম মন্টু, আসমা আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা বেগম, পৌর সচিব তুষার কান্তি দাশ, প্রকৌশলী কামরুল আকতার, উদয় শংকর রায়, কর্মসূচী সংগঠক রাজীব কুমার মন্ডল, মনিরুজ্জামান ও নাসরিন আকতার।


সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগছা

পাইকগাছায় পুলিশের সাড়াশি অভিযানে আটক ৪৪; বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন

খুলনার পাইকগাছায় পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৪৪ ব্যাক্তিকে গণগ্রেফতার করেছে। পুলিশের উপর হামলার ঘটনায় সোমবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা এলাকা থেকে এসব লোকজনকে আটক করা হয়। এ ঘটনায় এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। অপরদিকে নাশকতা এড়াতে হরতালের ২য়দিন এলাকায় বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানাযায়, হরতালের ১ম দিন রোববার অবরোধ অপসারণ করাকালে উপজেলার বাঁকা ভবানীপুর এলাকায় হরতাল সমর্থকরা পুলিশের উপর হামলা ও ইট, পাটকেল নিপে করে এ ঘটনায় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে ৫ জন গুলিবিদ্ধ ও ৫ পুলিশসহ ৯ জন আহত হয়। এ ঘটনায় রাতে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাত ৪/৫‘শ জামায়াত শিবির নেতাকর্মীকে আসামী করে মামলা করেন। এ ঘটনায় সোমবার দিনভর পুলিশ অভিযান চালিয়ে বাঁকা এলাকা থেকে ৪৪ ব্যক্তিকে আটক করেছে। এদিকে নাশকতা এড়াতে হরতালের দ্বিতীয় দিন সোমবার প্রশাসনের প থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেজর আব্দুল হামিদের নেতৃত্বে এলাকায় মোতায়েন করা হয় ৩ প্লাটুন বর্ডারগার্ড (বিজিবি), র‌্যাব ও অতিরিক্ত পুলিশ। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (দণি) এসএম শফিউল্লাহ, এএসপি সার্কেল (দাকোপ) প্রশান্ত কুমার দে, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ ও ওসি এম মসিউর রহমান।

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ, গুলিবিদ্ধ ৫, পুলিশসহ আহত ৯ পাইকগাছায় হরতাল সমর্থকদের পুলিশের উপর হামলা

খুলনার পাইকগাছায় সড়ক অবরোধ অপসারণ করার সময় হরতাল সমর্থকরা পুলিশকে ল্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিপে করে। এ ঘটনায় স্কুলছাত্রীসহ ৫জন গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয় ৪ ব্যক্তি। এ ঘটনায় ৫ পুলিশ আহত হয়েছে বলে থানাপুলিশ জানিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও কিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, রবিবার সকালে হরতাল সমর্থনে ১৮ দলীয় জোট সমর্থকরা উপজেলার কাটাখালী হতে বাঁকা বাজার পর্যন্ত রাড়–লী ইউনিয়নের ৩ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য স্থানে গাছপালা, গাছের গুড়ি ও ইট দিয়ে সড়ক অবরোধ করে রাখলে সাইকেল আরোহি থেকে শুরু করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে থানাপুলিশ দুপুরের দিকে সড়ক অবরোধ অপসারণ করতে করতে বাঁকা বাজার পৌছায়। পরে বেলা দেড়টার দিকে ফিরে আসার সময় হরতাল সমর্থকরা সড়কে আবারও বেড়িকেট দিয়ে রাখলে বাঁকা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ অবরোধ অপসারণ করার চেষ্ঠা করলে হরতাল সমর্থকরা বাঁধা দেয় এবং পুলিশকে ল্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় পুলিশের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে উপস্থিত হরতাল সমর্থনকারী ও বসতবাড়ীর লোকজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের ছোঁড়া গুলি আঘাত হানে সড়ক সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরাজি ভবানীপুর গ্রামের রফিকুল সরদারের অষ্টম শ্রেণী পড়–য়া স্কুল কন্যা সুমাইয়া (১৪), ফয়েজউদ্দিন গাজীর স্ত্রী খালেদা (৩০), শ্রীকণ্ঠপুর গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী সুরজাহান বিবি (৫০), জজ আলী শেখের পুত্র শহীদুল (৪০) ও ব্যবসায়ী বিল্লাল হোসেন (২০)। লাঠিচার্জে আহত হয় আফসার গাজীর পুত্র মাসুমবিল্লাহ (১৮), আহম্মদ সানার পুত্র লিটন (২৭), সবুর সরদারের পুত্র মামুন (১৮)। এ ঘটনায় ৫ পুলিশ আহত হয়। এ ব্যাপারে ৪র্থ শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান জানান কয়েক রাউন্ড গুলি স্কুলে আঘাত হানলে এসময় ভয়ে শিার্থীরা আতংকিত হয়ে পড়ে এবং অনেকেই বেঞ্চের নিচে অবস্থান নেয়। রফিকুল সরদার জানান-ঘটনার সময় কন্যা  সুমাইয়া আঙ্গিনায় দাড়িয়ে থাকাবস্থায় একটি গুলি তার নাক বরাবর গিয়ে লাগে। ওসি এম মসিউর রহমান জানান-১৮ দলীয় হরতাল সমর্থকরা বাঁকা বাজারের জোরপূর্বক ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেয় এবং সড়কের অসংখ্য স্থানে গাছপালা ও ইটপাটকেল ফেলে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়। এ খবর পেয়ে সড়ক অপসারণ করার মাধ্যমে বাঁকা বাজার পৌছানো হয় এবং ফিরে আসার সময় হরতাল সমর্থকরা পুলিশের উপর হামলা ও ইটপাটকেল ছুঁড়লে পুলিশ আত্মরার্থে ৯৮ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড টিয়ারসেল নিপে করা হয়। এ ঘটনায় ৫পুলিশ  আহত হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল এবং কেউ আটক হয়নি।



পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার
খুুলনার পাইকগাছায় ট্রলারসহ ২ হাজার ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার বাইনতলা খেয়াঘাট সংলগ্ন শিবসা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এ ফেনসিডিল উদ্ধার করা হয় বলে থানাপুলিশ জানিয়েছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, শক্তিশালী একটি মাদক ব্যবসায়ী চক্র সীমান্ত এলাকা সাতীরা থেকে ফেনসিডিল নিয়ে ট্রলারযোগে খুলনায় যাওয়ার সময় উপজেলার লস্কর ইউনিয়নের বাইনতলা খেয়াঘাট সংলগ্ন শিবসা নদীতে ফেনসিডিল ভর্তি ট্রলারটি অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে এএসপি সার্কেল (দাকোপ) প্রশান্ত কুমার দে, ওসি এম মসিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ হাজার ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রলারটি জব্দ করেন। এ ঘটনায় একাটি মামলা হয়েছে।

পাইকগাছায় ছাত্রলীগের হরতাল বিরোধী বিােভ মিছিল
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গতকাল রবিবার দুপুরের দিকে পাইকগাছায় ছাত্রলীগ উপজেলা সদরে হরতাল বিরোধী বিােভ মিছিল করেছে। উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদণি শেষে বাজার জিরো পয়েন্টে সংপ্তি সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শেখ আনিচুর রহমান মুক্ত,উপজেলা যুবলীগের(ভারপ্রাপ্ত)সভাপতি এস এম রেজাউল হক,জি এম ইকরামুল ইসলাম,এস এম শামছুর রহমান,শেখ আতাউর রহমান,শেখ মাসুদুর রহমান,হেমেশ মন্ডল,জি এম খালেকুজ্জামান,গৌরাঙ্গ মন্ডল,আব্দুর রাজ্জাক সানা,জগদিশ রায়,জহুরুল হক সানা,ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়,মোঃ আনোয়ার হোসেন,সোহাগ,শিবলী সাদিক,মিন্টু মিস্ত্রী,রামকৃষ্ণ বাছাড়, ইমরান হোসেন, পার্থ সানা,আঃ রশিদ,শফিকুল,মির শাহিন,রাজু শেখ,বসির আলী,মোঃ রফিকুল, রহিত, রেজা, নন্দ, তোরাগ, মিলন, রায়হান, আলমগীর, হাচান, আজগর, বাদশা, রাবু, মোঃ আমিরুল ইসলাম।

শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় প্রবাহমান কপোতাক্ষ নদ অবৈধ বন্দোবস্ত দেয়ার অভিযোগ; জেলা প্রশাসকের ভূমি অফিস পরিদর্শন

খুলনার পাইকগাছায় বহুল আলোচিত কৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেেিত উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মেছবাহ উদ্দীন। প্রবাহমান কপোতা নদ ব্যাপক অনিয়মের মাধ্যমে খাস জমি হিসেবে বন্দোবস্ত প্রদানসহ ভূমি অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠলে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপংকর বিশ্বাস ও জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য শ্যামল সিংহ রায় শনিবার সকালে এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট তহশীলদাররা তোপের মুখে পড়েন বলে জানা গেছে, এদিকে ভূমি দালাল ও প্রভাবশালী ব্যক্তিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারের শেষ মেয়াদে স্থানীয় উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী সদস্য ও প্রশাসনের কতিপয় কর্মচারীদের সহায়তায় ২৬১ কোটি টাকা খনন কাজে বরাদ্দকৃত ঐহিত্যবাহী প্রবাহমান কপোতা নদের উপরে অর্ধশত ব্যক্তির নামে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে দালালদের সহায়তায় লাখ লাখ টাকা অর্থ বাণিজ্যের বিনিময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভূমি বন্দোবস্ত কেস নথি জেলা কমিটিতে প্রেরণ করা হয়েছে, যাদের মধ্যে রাজনৈতিক কর্মী, ধর্ণাঢ্য ব্যক্তিসহ একই পরিবারের একাধিক সদস্যদের নাম রয়েছে এমন অভিযোগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ইতোমধ্যে এসব নানাবিধ অনিয়মের অভিযোগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ হয়েছে। এ ঘটনায় জেলা কৃষি ও খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভায়ও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় বলে জানা যায়। খাস জমি সংক্রান্ত এসব নানাবিধ অভিযোগের প্রেেিত খুলনা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপ শনিবার উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করে ভূমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে এ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকার অনেক ভূক্তভোগীরা উপজেলা পরিষদ এলাকায় ভিড় জমান। এদের মধ্যে উপস্থিত চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের সামছুর মোড়লের পুত্র ইউনুছ মোড়ল জানান, তাদের একই এলাকার রুস্তম ঢালী, রহমত মোল্লা, জামাত ঢালী, আবুল কালাম আজাদসহ ৭৯-৮০ সালের ভোগ দখলকৃত ১৮ ব্যক্তির নামে বন্দোবস্ত সম্পত্তি এলাকার ইউনুছ মোল্লা নামে এক ভূমি দালালের সহযোগিতায় স্থানীয় লস্কর তহশীলদারের মাধ্যমে নতুন বন্দোবস্ত কেস নথি সৃজন করে জেলা কমিটিতে প্রেরণ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা কৃষি খাস ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কৃষকনেতা শ্যামল সিংহ রায় জানান, কপোতা নদের উপরে বন্দোবস্ত প্রদানের বিষয়টি খুবই দুঃখজনক। শ্রেণী পরিবর্তন, জলমহল অবমুক্ত না করে এটা করা হয়েছে। যারা এ অপকর্মের সাথে জড়িত ইতিমধ্যে তাদের বিরুদ্ধে জেলা কমিটিতে আলোচনা হয়েছে। কপোতাকে বাঁচানোর স্বার্থে এ সব বন্দোবস্ত কেস বাতিল করা জরুরী বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপংকর বিশ্বাস জানান, পাইকগাছা ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ার বিষয়টি দীর্ঘদিনের একটি জটিল বিষয়। অভিযোগ ওঠায় ইতোমধ্যে অনেক নতুন বন্দোবস্ত কেস নথি উপজেলায় ফেরত পাঠানো হয়েছে। যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ।

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় প্রশাসনের ১৪৪ ধারার কারনে দুই জোট সমাবেশ করতে পারেনি

খুলনার পাইকগাছায় আ’লীগ ও বিএনপি’র বিবাদমান দু’টি গ্র“পসহ ১৮ দলীয় জোট একই স্থানে সমাবেশ আহবান করায় সংঘাত ও নাশকতা এড়াতে প্রশাসনের প থেকে পৌর এলাকায় জারী করা হয় ১৪৪ ধারা। যার ফলে সমাবেশ করতে পারেনি দু'জোট। গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোতায়েন করা হয় বিজিবি ও অতিরিক্ত পুলিশ।
সুত্রমতে-কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসাবে ১৪ দলীয় জোটের পে আ’লীগ স্থানীয় শহীদ মিনার চত্ত্বর এবং ১৮ দলীয় জোটের পে বিএনপি’র বিবাদমান দু’টি গ্র“প স্থানীয় শহীদ মিনার চত্ত্বর ও দলিল লেখক চত্ত্বরে সমাবেশ আহবান করে। এতে উভয় পরে মধ্যে সংঘাত ঘটতে পারে এমন আশংকায় প্রশাসনের প থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পৌর এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করার মাধ্যমে ১৪৪ ধারা জারি করেন এবং পুলিশ প্রশাসনের প থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোতায়েন করা হয় এক প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ। শুক্রবার জিরো পয়েন্টে ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে চেকপোষ্ট বসিয়ে জনসাধারণকে তল্লাশী করার মাধ্যমে উপজেলা সদরে প্রবেশ করতে দেয়া হয়। অপরদিকে বিএনপি ও জামায়াতের প থেকে লস্কর, সোলাদানা, ্আলমতলা, বাঁকা ও কপিলমুনিসহ কয়েকটি স্থানে পৃথক মিছিল সমাবেশ  করেন। আ’লীগের নেতাকর্মীরা স্থানীয় সিনেমা হলের সামনে অবস্থান নেয়। জনমনে যাতে আতংক সৃষ্টি না হয় এবং জামায়াত শিবিরের কোন নেতাকর্মী যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এজন্য সভা, সমাবেশ থেকে বিরত থেকে নিদিষ্ট একটি স্থানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেয়া হয় বলে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান জানান।

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় বাঁকা বাজারের ডাকাতির ঘটনায় এক যুবক আটক

খুলনার পাইকগাছায় বাঁকা বাজারে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক যুবক আটক করা হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে সিআইডি পুলিশ অভিযান চালিয়ে ভবানীপুর এলাকা থেকে শিমূল গাজীকে আটক করে বলে থানাপুলিশ জানিয়েছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, চলতি বছর ১৫ ফেব্র“য়ারী রাতে উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে রেখে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গনডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬/০২/১৩ তারিখ নৈশ প্রহরী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়। যার নং-৩৬। ঘটনার প্রায় ৮ মাস পর খুলনা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন ও বিশ্বজিৎ বুধবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের সহিলউদ্দিন গাজীর পুত্র শিমূল গাজীকে আটক করে থানায় সোপর্দ করে। বর্তমানে আটক যুবক থানা হেফাজতে রয়েছে বলে এসআই হারুন-অর-রশিদ জানান।

পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানা পিলার পাচারের ঘটনায় আটক ৩; এক দিনের রিমান্ড মঞ্জুর
খুলনার পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানাপিলার সহ আটক ৩ পাচারকারী ১ দিনের রিমান্ডে থানাহেফাজতে রয়েছে। পুলিশের প থেকে ৭দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত শুনানী শেষে মঙ্গলবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
থানাপুলিশ সুত্রে জানাযায়, গত ১২ অক্টোবর গভীর রাতে পাচারকালে পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের সীমানা পিলার ও ব্যবহৃত প্রাইভেটকারসহ পাচার চক্রের প্রধান ব্রানবাড়িয়ার চিলোকুট এলাকার মৃত আব্দুর রউফ মুন্সীর পুত্র জসীমউদ্দিন (৪০), স্ত্রী জোৎস্না খাতুন (৩০), সহযোগি ব্রানবাড়িয়ার নবীনগর থানার শ্যামলতগড় গ্রামের নূরুল ইসলামের পুত্র বাদলমিয়া (৩৬) ও প্রাইভেট চালক শরিয়তপুর জেলার গাজীর হাট থানার ঢোনবোয়ালিয়া গ্রামের মৃত জাহিদ খানের পুত্র সিদ্দিক খান (৪০) কে আটক করে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান রিমান্ড শেষে আটককৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কয়রা এলাকার প্রভাবশালী কয়েকজন জড়িত রয়েছে এবং তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আটক করা সম্ভব হবে বলে তিনি জানান।

পাইকগাছায় এক মহিলার পেট থেকে ১০কেজি ২শ গ্রাম ওজনের টিউমার অপারেশন
 খুলনার পাইকগাছায় এক মহিলার পেট থেকে ১০ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল একটি টিউমার অপারেশন করা হয়েছে। বিশাল ওজনের টিউমার উৎসুক জনতা কিনিকে ভীড় জমাচ্ছে। জানাযায়, উপজেলার সরল গ্রামের রুহুল আমিন সানার স্ত্রী জোৎস্না বেগম (৪০) দীর্ঘদিন টিউমারে আক্রান্ত হয়ে ভূগছিলেন। গত কয়েকদিন আগে পরীা করে তার জরায়ুতে টিউমারটি ধরা পড়লে তার পরিবারের লোকজন তাকে মঙ্গলবার সকালে স্থানীয় শাপলা কিনিকে ভর্তি করে। বুধবার দুপুরে ডাক্তার বিপীন বিহারী সরকার, ডাঃ ফারুক হোসেন সফল অপারেশন করার মাধ্যমে ১০ কেজি ২শ গ্রামের ওজনের টিউমারটি অপসারণ করেন। এ কাজে সহযোগিতা করেন কিনিকের সহকারী চিকিৎসক অনিমা মিস্ত্রী। অপারেশনের পর জোৎস্না বেগম সুস্থ রয়েছেন বলে কিনিকের ব্যবস্থাপনা পরিচালক তাপস মিস্ত্রী জানান।
সম্পাদনায়
এডিটর

নিউজ অফ পাইকগছা

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় ঘাতক নসিমন কেড়ে নিল এক শিশুর প্রাণ

খুলনার পাইকগাছায় ইঞ্চিনচালিত নছিমন চাপায় ৭ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আলমতলা গ্রামের শাহিনুর মোড়লের কন্যা শাহিনা খাতুন (৭) বাড়ীর সামনে
পাইকগাছা-কয়রা সড়কে ঘোরা ফেরা করার সময় একটি যাত্রীবাহী নছিমন তাকে চাপা দেয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রভাত কুমার দাশ তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় আ’লীগের কর্মী সমাবেশে সাবেক হুইপ সুজা..........বিএনপি’র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা

আ’লীগ মতায় এলেই গণতন্ত্র সুসংহত ও দেশের উন্নয়ন হয়।  সাবেক হুইপ ও খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা বলেছেন- বর্তমান সরকার শিা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎসহ প্রতিটি েেত্র উন্নয়নের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী যুদ্ধাপরাধীর বিচার করছে। সরকারের এসব উন্নয়নে ঈর্শ্বান্বিত হয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছে। মিথ্যার উপর ভিত্তি করে বিএনপি’র জন্ম ও বেড়ে ওঠা উল্লেখ করে তিনি বলেন দেশে যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই বিএনপি নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করে। নাম সর্বস্ব ১৮ দলের নেতা খালেদা জিয়া বিচার বানচাল করতে সভা সমাবেশের নামে পুলিশ হত্যাসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এেেত্র বিরোধীদল শান্তিপূর্ণ নির্বাচনে বাঁধা ও হুমকি দিলে আ’লীগ বসে বসে আঙ্গুল চুষবে না উল্লেখ করে তিনি বলেন স্বশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আ’লীগের জন্ম। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার ল্েয তৃনমুল পর্যায়ে সংগ্রাম কমিটি
গঠন করা হবে বলে তিনি জানান। যুদ্ধাপরাধীর বিচার বাস্তবায়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি সোমবার বিকালে দলিল লেখক সমিতি ভবনে পাইকগাছা উপজেলা আ’লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা, বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক, জেলা আ’লীগ নেতা গাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা উজ্জ্বল দাশ, পৌর আ’লীগের সভাপতি অধ্য লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব মুনসুর আলী গাজী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম রেজাউল হক, যুব নেতা এসএম শামসুর রহমান, কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৃপ্তিরঞ্জন সেন, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় এসএম মাহাবুবুর রহমান স্মৃতি ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের শ্বাষরুদ্ধকর ফাইনাল খেলা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় প্রয়াত পৌর মেয়র এসএম মাহাবুবুর রহমান স্মৃতি ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত খেলায় ২-১ গোলের ব্যবধানে দীঘা দণি কাইনমুখী ফুটবল একাদশকে পরাজিত করে আমরা ১১ জন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার বিকালে সোলাদানা ইউনিয়নের সরদার আবু হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমরা ১১ জন ফুটবল একাদশ বনাম দীঘা দণি কাইনমুখী ফুটবল একাদশের মধ্যে ৩.৪৫ মিনিটে খেলা শুরু হলে ৪.১৫ মিনিটে আমরা ১১ জন একাদশের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক এ্যামিলির দেওয়া বলে শর্ট করে প্রথম গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় কিংসলে। এরপর ৪.৩৫ মিনিটে দ্বিতিয়ার্ধের খেলা শুরু হলে ৪.৩৯ মিনিটে দণি কাইনমুখীর নাইজেরিয়ান খেলোয়াড় এমেকা গোল করার মাধ্যমে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এর পরপরই আবারও আমরা ১১ জন একাদশের কিংসলে দ্বিতীয় গোল করার মাধ্যমে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে এ্যামিলির আমরা ১১ জন একাদশ। খেলার শেষ মুহুর্ত পর্যন্ত দু’দলের কোন পই আর কোন গোল
করতে না পারায় আমরা ১১ জন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় দল, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল ক্রীড়াচক্র ও বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে অনুষ্ঠিত শ্বাষরুদ্ধকর ম্যাচটি এলাকার হাজার হাজার ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমী দর্শকরা উপভোগ করেন। খেলাশেষে ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন ওসি এম মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আলহাজ্ব মুনসুর আলী গাজী, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, আজিজার রহমান, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ইউপি সদস্য মাহাবুব জোয়াদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

 

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

পাইকগছায় নাশকতার আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন; মেম্বরসহ দু’ জামায়াত নেতা আটক


খুলনার পাইকগাছায় সরকারের শেষ মুহুর্তে নাশকতা ঘটানোর আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নাশকতা ঘটাতে পারে এমন আশংকায় মেম্বরসহ দু’জামায়াত নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গড়েরাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে থানাপুলিশ জানিয়েছে।
    সুত্রমতে-আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদলের স্ব স্ব কঠোর অবস্থানের প্রেেিত সরকারের শেষ মুহুর্তে নাশকতা ঘটতে পারে এমন আশংকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় শুক্রবার সন্ধ্যা থেকে থানাপুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার মোতায়নকৃত অতিরিক্ত পুলিশের সাথে শনিবার আরও অতিরিক্ত পুলিশ যোগ হবে বলে থানাপুলিশ সুত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। সকাল থেকে উপজেলা পরিষদ এলাকা, বাজার চৌরাস্তা মোড়, বাসস্ট্যান্ড, পরিবহন চত্ত্বর, জিরোপয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত এসব পুলিশ মোতায়ন করা হয়। এদিকে নাশকতা ঘটানোর আশংকায় শুক্রবার রাতে থানাপুলিশ অভিযান চালিয়ে চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ গ্রামের মৃত মোজাহার সানার পুত্র আব্দুল বারী (৫৫) ও একই এলাকার মেম্বর মৃত আদিলউদ্দিন সরদারের পুত্র কামরুল ইসলাম (৩৫) কে আটক করে। আটক আব্দুল বারী সংশ্লিষ্ট ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং মেম্বার কামরুল ইসলাম সংগঠনের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং নাশকতা ঘটাতে পারে এমন আশংকায় তাদেরকে আটক করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান। অপরদিকে জামায়াতের সংগঠনের সাথে আটককৃতদের কোন সম্পৃক্ততা নেই বলে উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন জানান। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জানান মেম্বর কামরুল ইসলাম চাঁদখালী ইউনিয়ন নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক। জামায়াতের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।

সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় দু’দিনে এক শিশু নিহত; আহত ৫

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় গত দু’দিনেএক শিশু নিহত ও ৫জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
          জানাযায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি বাস গোলাবাটি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কয়রা উপজেলার উত্তর বেদকাশির মোঃ জাহাঙ্গীর আলমের ২ বছরের শিশুপুত্র রেদোয়ান মারাত্মক আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত শিশু রেদোয়ানের বাম পা সম্পূর্ণ থেতলে গেছে বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রশান্ত মন্ডল জানান। অপরদিকে বৃহস্পতিবার সকালে কয়রার ঘুগরোকাটি গ্রামের কোহিনুর সরদারের ৬ বছরের শিশুপুত্র ও পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র হৃদয় তার চাচাতো ভাই ফয়সালের সাথে মটরসাইকেলযোগে পাইকগাছা আসার পথে জায়গীরমহলনামকস্থানে পৌছালে নসিমন ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে হৃদয় ও ফয়সাল রাস্তার উপর ছিটকে পড়ে। পরে পিছন দিক থেকে আসা আরেকটি নসিমন তাদেরকে চাপা দেয়। এ ঘটনায় দু’জন মারাত্মক আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনায় নেয়ার পথে বেলা ৩ টার দিকে ডুমুরিয়া নামকস্থানে পৌছালে হৃদয় মৃত্যুবরণ করে। এছাড়াও একইদিন সকালে উপজেলার মটবাটী গ্রামের মিজানুর মোড়ল এর পুত্র হযরত আলী (৩০) তার মামাকে নিয়ে মটরসাইকেল যোগে বোনের বাড়ি যাওয়ার সময় গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় পৌছালে আকষ্র্কি ভাবে মটরসাইকেলটি পাল্টি খায় এতে ঘটনাস্থলে সে এবং তার মামা মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।    

সম্পাদনয়
এডিটর
নিউজ অফ পাইকগাছা

সোমবার, ১৪ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় প্রশাসনের কঠোর নজরদারিতে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন

খুলনার পাইকগাছায় শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে শারদীয় দূর্গোৎসব। সোমবার বিজয় দশমী শেষে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় এমপি, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের হেভিওয়েট নেতারা পৃথকভাবে পূজা মন্ডপ পরিদর্শন করেন। প্রশাসনের প থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। মন্ডপে মন্ডপে মোতায়েন করা হয় শতাধিক পুুলিশ ও প্রায় ৮শ আনসার ভিডিপি সদস্য। সুত্রমতে জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের লোকের বসবাস। দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে মুসলমান, হিন্দু ও খ্রীষ্টান ধর্মালম্বীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করে আসছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইতোপূর্বে ধর্মীয় উৎসবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূণৃ এ উপজেলায় মোট জনসংখ্যা প্রায় ৩ লাখ, যার মধ্যে সনাতন ধর্মালম্বী রয়েছে ১ লাখ ২০ হাজার এর মত। সনাতন ধর্মালম্বীরা প্রতিবছরের ন্যয় এবছরও উৎসবমুখর পরিবেশে পালন করেছে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজা পরিষদ সুত্রমতে- এ বছর উপজেলায় ১৩৮ টি মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয়া উৎসবকে কেন্দ্র করে স্থানী এমপি এ্যাড. সোহরাব আলী সানা, সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, খুলনা জেলা যুবলীগর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, ডাঃ আব্দুল মজিদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা ও ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা পৃথক পৃথকভাবে পৌরসদরসহ উপজেলার ১০টি ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন, অনুদান প্রদান ও সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন। ফেস্টুন, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে শুভেচ্ছা জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধরণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। উৎসবকে ঘিরে প্রশাসনের প থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দণি) এসএম শফিউল্লাহ, এএসপি (সার্কেল) দাকোপ প্রশান্ত কুমার দে। এদিকে ১০ অক্টোবর শুরু হওয়া শারদীয় দূর্গোৎসব সোমবার বিজয় দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানান। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ জানান-পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৭৪২ জন আনসার ভিডিপি সদস্য নিয়োগ করা হয়। যার মধ্যে পুরুষ ২৯০, মহিলা ২৭৮, এপিসি ১৩৯ ও পিসি-৩৫। ওসি এম মসিউর রহমান জানান-শারদীয় দূর্গাউৎসবের সার্বিক নিরাপত্তায় ১শ পুলিশ মোতায়েন ছিল। যার মধ্যে অফিসার ২৫ এবং ৭৫ জন কনস্টেবল। পুলিশের উর্দ্ধতন কর্তৃপসহ তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তার বিষয়টি মনিটরিং করেন বলে তিনি জানান। সম্পাদনায় এডিটর নিউজ অফ পাইকগাছা

শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার; সাংবাদিক দম্পতিসহ আটক ৪

খুলনার পাইকগাছায় পাচারকালে পুলিশ কোটি টাকা মূল্যের একটি সীমানা পিলার উদ্ধার করেছে। এ ঘটনায় সাংবাদিক দম্পতিসহ ৪জনকে আটক ও ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার চাঁদখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানাযায়, একটি পাচারচক্র প্রায় দেড়মাস যাবৎ এলাকায় অবস্থান নেয়। তারা বিভিন্ন সময়ে উপজেলা সদরের আলমদিনা হোটেলটি ব্যবহার করে আসছিল। ঘটনার দিন শনিবার ভোররাতে পাচার চক্রের প্রধান ব্রানবাড়িয়ার চিলোকুট এলাকার মৃত আব্দুর রউফ মুন্সীর পুত্র জসীমউদ্দিন (৪০), স্ত্রী জোৎস্না খাতুন (৩০), সহযোগি ব্রানবাড়িয়ার নবীনগর থানার শ্যামলতগড় গ্রামের নূরুল ইসলামের পুত্র বাদলমিয়া (৩৬) ও প্রাইভেট চালক শরিয়তপুর জেলার গাজীর হাট থানার ঢোনবোয়ালিয়া গ্রামের মৃত জাহিদ খানের পুত্র সিদ্দিক খান (৪০) কয়রার জায়গীর মহল থেকে ১৮১৮ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কোটি টাকা মূল্যের একটি সীমানা পিলার নিয়ে পাইকগাছা অতিক্রম করার সময় চাঁদখালী এলাকা থেকে পূর্ব থেকে ওৎপেতে থাকা থানার এসআই সিরাজুল ও এসআই জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২৩-০০১৫ নং প্রাইভেটকারসহ তাদেরকে আটক করে। পরে সাড়ে ১১ টার দিকে থানা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদের উপস্থিতিতে উদ্ধারকৃত সীমানা পিলারটি জনসম্মুখে উন্মুক্ত করা হয়। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, চক্রটি এলাকায় দীর্ঘদিন অবস্থান নিলে পুলিশ তাদের চলাফেরার উপর ল্য রাখে এবং পাচারকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটক জসিম বর্তমানে ঢাকার দণিখান হাজী ক্যাম্প রোড এলাকায় বসবাস করছে বলে ওসি জানান। এ ব্যাপারে আটক জসিম জানান ুসে ঢাকা প্রেসকাবের সদস্য এবং দৈনিক মানবকন্ঠ ও উত্তরা বানী পত্রিকার কর্মরত সাংবাদিক। সে দীর্ঘদিন যাবৎ ব্র“নাইতে (বিদেশে) অবস্থান করে আসছে। সে লিজিশা গ্র“পের ব্যবস্থাপক পরিচালক বলেও জানায়। এ পাচারচক্রের সংগে ঢাকার উত্তরা, দণি খান এলাকা ও স্থানীয় অনেকেই জড়িত রয়েছে বলে অপরএকটি সুত্র জানিয়েছে। সম্পাদনায়
এডিটর নিউজ অফ পাইকগাছা

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় বিদেশি অস্ত্রসহ এক যুবক আটক

খুলনার পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে। আটক যুবক সম্প্রতি এক ব্যবসায়ীর উপর হামলা ও বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে থানাপুলিশ জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানাযায়, থানার এসআই জালাল ও এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিরাশী গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র সন্ত্রাসী সাইফুল ইসলাম (২২) কে স্থানীয় কপিলমুনি বাজার থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাত ২ টার দিকে পুলিশ তার বসতবাড়ীর রান্নাঘরের মাটির নিচে পুতে রাখা একটি বিদেশি বন্দুক উদ্ধার করে। ওসি এম মসিউর রহমান জানান আটক যুবক গত প্রায় দু’মাস পূর্বে একই এলাকার ইটভাটা ব্যবসায়ী অখিলবন্ধু ঘোষের বাড়ীতে ডাকাতির চেষ্ঠা এবং আহত করার ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আটক যুবক অস্ত্রটি সে বাগেরহাট এলাকার আজিজ নামের এক ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছে এবং ডাকাতি ঘটনায় ১১ জন জড়িত ছিল বলে অপর একটি সুত্র জানিয়েছে।

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

পাইকগাছায় ৪২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদকব্যবসায়ী আটক

খুলনার পাইকগাছায় গত দু’দিনে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানাযায়-সাতীরা দেবহাটা’র বয়রা গ্রামের কিনু সানার কন্যা রূপালী আক্তার (২২) ও খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর পুত্র মতিয়ার গাজী (৩২) ঘটনার দিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাতীরা থেকে মটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় উপজেলার আদালত এলাকায় পৌছালে পুলিশ তাদেরকে আটক করে তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে সোমবার বিকালে সোলাদানা থেকে সাতীরা সদরের তালবাড়ি গ্রামের মৃত চাঁনআলী খাঁর পুত্র মিজানুর রহমান (৪০) কে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় বলে এসআই হারুন ও এসআই সিরাজ জানান। আগামী ঈদ পূজাকে সামনে রেখে উদ্ধারকৃত ফেনসিডিল সরবরাহ করা হচ্ছিল বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় আবারও মটরসাইকের চুরির প্রবনতা বৃদ্ধি; একই বাড়ীতে ৩ মটরসাইকেল চুরি

খুলনার পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে একই বাড়ী থেকে ৩টি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ ঘটনায় চরম উদ্বিঘেœর মধ্যে রয়েছে মটরসাইকেল ব্যবহারকারীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উল্লেখ্য সংশ্লিষ্ট চোরেরা সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের ব্যবহৃত মটরসাইকেলটি চুরি করার ১ ঘন্টা পর উদ্ধার করা হয়। থানাপুলিশসুত্রে জানাযায়, ঘটনার দিন সোমবার গভীর রাতে পৌর সদরের সরল গ্রামের কালিচরণ মন্ডলের পুত্র সুনীল মন্ডলের বসতবাড়ীর প্রধান ফটক, বাসার প্রধান ফটক ও ভিতরের দরজার তালা ভেঙ্গে বাসার ভিতরে রাখা বাড়ীর ভাড়াটিয়া দন্ত চিকিৎসক তাপস তরফদারের ১২৫ সিসি ডিসকভার, স্বর্নব্যবসায়ী কানাই দত্ত’র ১২৫ সিসি ডিসকভার ও আশা এনজিও’র ব্যবস্থাপক সমরেশ মন্ডলের ১২৫ সিসি পালসারসহ ৩টি মটরসাইকেল চুরি করে নির্বিঘেœ পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ীর মালিক সুনীল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পাইকগাছা থানায় মামলা করেছে বলে ওসি এম মসিউর রহমান জানান। উল্লেখ্য একই রাতে পৌর বাজারের দু’টি দোকানে দুধর্ষ চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরেরা মিঠুন দাসের জয়সমা কালী বাসনালয় এবং জয়ন্ত গাইনের ওয়ানটেন সুজ দোকানসহ দু’টি দোকানথেকে নগদ অর্থসহ প্রায় লাধীক টাকার মালামাল চুরি করেছে বলে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু জানান।

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

শ্বশুর বটে-পুত্রবধূকে পর পর দুই রাত ধর্ষণ

কোমল পানীয়ের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে নিজ পুত্রবধূকে পর পর দুই রাত ধর্ষণ করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে শ্বশুরের। গ্রাম্য শালিসে আদায় করা জরিমানার টাকা কাঁচা সড়ক সংস্কারের কাজে ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে মাতবররা। এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে এলাকায়।এছাড়াও শালিস বৈঠকে শ্বশুরের কাছ থেকে ওই পুত্রবধূকে দেনমোহর বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরে নগদ ১ লাখ টাকা দেয়া হয় বাকি টাকা ঈদের পর দেয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় রায়পুর-ফরিদগঞ্জ উপজেলার বর্ডারবাজার সংলগ্ন চরমান্দারি গ্রামে ধর্ষকের বাড়িতে এ শালিস বৈঠক হয়। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় মাতবররা এ সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য মো. হুমায়ুন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, মো. হানিফ, মো. আবদুস সাত্তার কালু এবং রায়পুরের সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন, কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার আওয়ামী লীগ নেতা মো. রহমান খান, বাচ্চু ড্রাইভার ও ব্যবসায়ী ইমাম হোসেনসহ উভয় পরিবারের লোকজন। ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় শ্বশুর মকবুল সন্দেহজনকভাবে দোষী সাব্যস্ত হয়েছে। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দেনমোহর বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা তার পুত্রবধূকে দেয়ার জন্য বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে ওই গৃহবধূর অভিভাবকের হাতে নগদ ১ লাখ টাকা দেয়া হয়। বাকী টাকা ঈদের পর দেয়া হবে বলে জানানো হয়। চেয়ারম্যান আরও জানান, জরিমানার ৫০ হাজার টাকা ধর্ষকের বাড়ির সড়ক সংস্কারের কাজে ব্যয় করা হবে। বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ উভয় পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। নির্যাতিত গৃহবধূর খালু ইমাম হোসেন বলেন, মেয়েটির ওপর নির্যাতনের ঘটনায় জরিমানার টাকা সড়ক সংস্কারের কাজে ব্যয় করার সিদ্ধান্ত আমরা মানিনা। আমরা লম্পট শ্বশুরের উপযুক্ত বিচার দাবি করেছিলাম। কিন্তু চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কারণে সুবিচার পেলামনা। আইনগত ব্যবস্থার জন্য প্রস্তুতি নিয়েছি। প্রসঙ্গত, গত ৭ ও ৮ সেপ্টেম্বর গভীর রাতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসীর স্ত্রীকে তার শ্বশুর মকবুল হোসেন কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের কাছে বিচার চাওয়া হয়। তারা গৃহবধূর মেডিকেল টেস্ট ও মামলা করতে না দিয়ে কালক্ষেপন করতে থাকে। এ কারণে সুবিচার পায়নি নির্যাতিত গৃহবধূ ও তার পরিবার। রায়পুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। নির্যাতিত গৃহবধূ বা তার পরিবার অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

পাইকগাছায় চা বিক্রেতাকে গণপিটুনি; অভিযোগ মোবাইলে স্কুল ছাত্রীদের খোলামেলা ছবি ধারণ

খুলনার পাইকগাছায় মোবাইলে স্কুল ছাত্রীদের ছবি ধারন করার অভিযোগে স্থানীয় জনতা এক চা বিক্রেতাকে গণপিটুনি দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায় জরুরী বৈঠক করেছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপ।
পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানাযায়, উপজেলার গোপালপুর গ্রামের ফরিদ মোড়লের পুত্র রুহুল আমিন মোড়ল (২৮) এর শহীদ জিয়া বালিকা বিদ্যালয় সংলগ্ন বোয়ালিয়া মোড় নামক স্থানে একটি চায়ের দোকান রয়েছে। সে চায়ের দোকানে বসে দীঘদিন যাবত যাতায়াতের সময় বিদ্যালয়ের শত শত ছাত্রীর ছবি মোবাইলে ধারন করে। এছাড়াও সে অনেক ছাত্রীর খোলা মেলা দৃশ্য ধারন করেছে বলে ঘটনার দিন বুধবার সকালে পাশ্ববর্তী রাসেল এর কম্পিউটারে লোড দেওয়ার সময় বিষয়টি জানাজানি হয়। পরে এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা িিপ্ত হয়ে রুহুল আমিনকে গনপিটুনি দেয়। পরে পুলিশ অচেতন অবস্থায় ঘটনাস্থাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম জানান রুহুল আমিন এপর্যন্ত প্রায় আড়াই হাজার স্কুলের ছাত্রী ও অন্যান্য মেয়েদের ছবি ধারন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের জরুরী বৈঠক ডাকা হয়েছে বলে তিনি জানান। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে থানার এসআই প্রকাশ জানান।
সরল দীঘির পাড় রেজিঃ বেঃ প্রাথমিক বিদ্যালয়

সম্পাদনায়
নিউজ অফ পাইকগাছা