মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

পাইকগাছায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ, আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা।

পাইকগাছা কয়রার সীমান্তবর্তী আলোচিত গাংরখী নদী জন সাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করলেন এমপি নূরুল হক

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা-কয়রা দুই উপজেলার সীমান্তবর্তী আলোচিত শালিকখালী (গাংরখী) নদী নতুন বছরের প্রথম থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি মঙ্গলবার বিকালে দক্ষিণ কুমখালী বি,বি, বালিকা বিদ্যালয় মাঠে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নবাসী গাংরখী নদী উন্মুক্ত করার দাবীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তৃতায় এ ঘোষণা দেন। এমপি নূরুল হক বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গাংরখী নদী বছরের পর বছর ইজারা নিয়ে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। ইজারাদার ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এলাকার মানুষ যাতে ইজারাদার কর্তৃক নির্যাতিত না হয় এবং এলাকার পানি নিস্কাষন ব্যবস্থা নিশ্চিত হয় এ জন্য আগামীতে গাংরখী নদী আর ইজারা দেওয়া হবে না। ইতোমধ্যে ইজারা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে উপ-আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে উলে­খ করে এমপি বলেন, আগামী বছরের প্রথম থেকে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে জনগুরুত্বপূর্ণ গাংরখী নদী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, আ’লীগনেতা গাজী মিজানুর রহমান, আলহাজ্ব মুনছুর আলী গাজী, গোলাম রব্বানী, এসএম আয়ুব আলী, মহাশিষ সরদার, বিএম শফি, আক্তার হোসেন গাইন, কৃষ্ণ মন্ডল, আব্দুস সাত্তার, অবনীষ সরদার, দীলিপ কুমার সানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, তরুণ প্রকাশ রায়, তরিকুল ইসলাম সানা, গাউছুর রহমান বিশ্বাস, যুবলীগনেতা শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, জালাল সরদার, পলাশ রায়, আসিফ ইকবাল রনি, মাহফুজুল হক কিনু ও ছাত্রনেতা মনোজ মন্ডল। উলে­খ্য, পাইকগাছা ও কয়রার গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্যবর্তী ৭২ একর আয়তনের শালিকখালী (গাংরখী) বদ্ধ নদী ইজারাদার কামরুল গাইন গত ৭ বছর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

পাইকগাছায় ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, বনানী সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর সরবানু বেগম, এ্যাঃ শফিকুল ইসলাম কচি, এসআই মোমিনুর রহমান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, জামিনুর ইসলাম, মারুফা বেগম, উর্মি মন্ডল ও জুলি শেখ। অনুষ্ঠানে “জয়িতা অম্বেষনে বাংলাদেশ” শীর্ষক সফল নারী হিসাবে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে তাহিরা আক্তার খুশি, সফল জননী নারী জ্যোøা সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্মরূপ কাউন্সিলর কবিতা দাশকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, øেহেন্দু বিকাশ, নিজাম উদ্দীন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও জামিনুর ইসলাম।

পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের বেগম রোকেয়া দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর আসমা আহম্মেদ। উপস্থিত ছিলেন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, বজলুর রহমান, সোমা রায়, তরুণ কান্তি মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, অনিতা রানী মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক সাধনা সরকার, গাজী শহিদুল ইসলাম খোকন, আফরোজা পারভীন শিল্পী ও তামান্না আক্তার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অনিতা রানী মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

সংসদ পুত্র যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি॥
আলোচনাসভা, দোয়ানুষ্ঠান ও স্মরণসভার মধ্য দিয়ে খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পুত্র ও প্রয়াত যুবলীগনেতা শেখ রফিকুল ইসলামের ১ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পৃথক পৃথকভাবে পালন করা হয় মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়ানুষ্ঠান। উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। বিশেষ অতিথি ছিলেন-ওসি আমিনুল ইসলাম বিপ্লব, আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, আলহাজ্ব মুনসুর আলী গাজী, গোলাম রব্বানী, সাবেক উপজেলঅ ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন-মোহাম্ম আলী, যুবলীগ নেতা-শেখ সেলিম, উত্তম কুমার মন্ডল, শেখ মাসুদুর রহমান, পবিত্র মন্ডল, বাবুল আক্তার, শেখ জিয়াদুল ইসলাম, তরুনলীগ নেতা মিনারুল ইসলাম সানা, আজিবার রহমান, কেষ্টপদ মন্ডল, যুব-স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ ইকবাল রনি, আজহারুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, রাহুল ঘরামী,  মেহেদি হাসান, ধর্মেন্দ্র সরকার, রাসেল সরদার, জাফরুল বাবু, রাজেশ সরদার, হরিদাশ, সৌরভ, সুমন, চন্দন, ডাব্লু, ইয়াছিন, নাহিন, সুরদ্বিপ, পল্লব, নিলয়, সৌভিক, বাপ্পী, রনি, চিন্ময় ও নাফিজ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আবু সাদেক। এছাড়া অনুরুপভাবে জুম্মাবাদ নিজ গ্রামের পুরাইকাটি, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও হিতামপুর জামে মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য ৯০ এর গনআন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবলীগনেতা শেখ রফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও পাইকগাছা-কয়রার সামগ্রিক উন্নয়ন, সরকারের সাফল্য তুলে ধরা এবং স্থানীয় যুবলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে রফিকের ভূমিকা আজও এলাকার মানুষ স্মরণ করে। যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলাম ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২০১৬ সালের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংগঠণের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, শাহিনা বাবর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোজাফফার হাসান, সাংবাদিক আব্দুল আজিজ, হিরন্ময় রায়, প্রাণকৃষ্ণ দাশ, পঞ্চানন সরকার, কবি মুনছুর হাসান, প্রভা রঞ্জন বিশ^াস ধীরাজ ও শংকর মন্ডল। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপকূল সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ এবং ৩০ ডিসেম্বর মাইকেল মধুসুধন দত্তের কেশবপুরের সাগরদাঁড়িতে সাহিত্য সফরের সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সাথে বীজ ও সার ডিলার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে প্রথমে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এবং সবশেষে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সাথে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির উপজেলা কমিটির সভাপতি আজহারুল ইসলাম লাভলু, সহ-সভাপতি উত্তম কুমার সাধু, মোঃ কামরুল ইসলাম, আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মহাদেব কুমার মন্ডল, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ আলী, হাফেজ আবুল কাশেম, দেবযানী সরদার, আইয়ুব আলী, আলিমুজ্জামান, রেজাউল করিম, সুদাম সাধু, খুচরা সার বিক্রেতা নারায়ণ সাধু, হাসান মোড়ল, সাইদুর রহমান, রাশেদুল ইসলাম মিলন, প্রভাষক আজিজুর রহমান, মারুফ, ইউপি সদস্য হামিদ গাজী ও ইব্রাহিম খলিলুল্লাহ। মতবিনিময়কালে সমিতির নেতৃবৃন্দ উপজেলা সার, বীজ মণিটরিং কমিটিতে সমিতির প্রতিনিধিকে সদস্য অন্তর্ভূক্ত, বিএডিসি’র উপজেলাস্থ নিজস্ব জায়গায় সরকারি গুদাম নির্মাণ, খুচরা সার বিক্রয়ের ক্ষেত্রে স্লিপ পদ্ধতি স্থায়ীভাবে বাতিলকরণ এবং সার ও বীজের বরাদ্দ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

পাইকগাছা উপজেলা প্রশাসনের বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ওসি (তদন্ত) এস,এম, শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু। উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সেটেলমেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়া রাণী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, বজলুর রহমান, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি মাওঃ সামছুদ্দীন, আজহারুল ইসলাম লাভলু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

পাইকগাছায় অন্তস্বত্ত্বা স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অন্তস্বত্ত্বা গৃহবধূর মৃত্যু নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৃতের স্বামী তারক চন্দ্র মন্ডল। উপজেলার খড়িয়া ঠাকুরবাড়ীর চক গ্রামের হরিপদ চন্দ্র মন্ডলের ছেলে তারক চন্দ্র মন্ডল বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে অন্তস্বত্ত্বা স্ত্রী ভারতী রানী মন্ডলের মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসা ও পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিককে জড়িয়ে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ নভেম্বর রাতে আমার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশকে দেখানোর জন্য পরের দিন রোববার সকালে স্ত্রীকে নিয়ে পাইকগাছায় যায়। পরে সেখানে গিয়ে জানতে পারি ডাঃ প্রভাত কুমার দাশ পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে নিজস্ব চেম্বারে অবস্থান করছেন। সকাল ৭টার দিকে ক্লিনিকস্থ চেম্বারে নিয়ে গেলে ডাক্তার দেখার পর আমার স্ত্রীকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন আমরা ডাক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করি। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার পুরনায় স্ত্রীকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দুপুরের দিকে স্ত্রী কিছুটা সুস্থ্য হলে সোমবার তাকে খুলনায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। এরপর সন্ধ্যা ৭টার দিকে ডাক্তার আমার স্ত্রীকে ক্লিনিকে দেখতে পেয়ে আমাদেরকে বলেন, তোমরা এখনো রোগীকে খুলনায় নিয়ে যাওনি। তখন আমরা পরের দিন নিয়ে যাওয়ার কথা বললে ডাক্তার আমাদেরকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। ডাক্তারের কথা শুনে রোগীকে খুলনায় নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করতে থাকি। এমতবস্থায় রাত ৮টার দিকে ভাত খাওয়া শেষ করারপর স্ত্রী ভারতী রানী মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় ডাঃ প্রভাত কুমার দাশ ও এমবিবিএস ডাঃ যতীন্দ্রনাথ মন্ডল রোগীকে সুস্থ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে। চেষ্টার এক পর্যায়ে আমার স্ত্রী মৃত্যুবরণ করে। আমার স্ত্রীর মৃত্যুর পিছনে চিকিৎসকদের যেমন কোন গাফিলতি ছিল না। তেমনি ক্লিনিক কর্তৃপক্ষও কোন দায়ি ছিল না। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করা হয়নি। মৃত্যুর পর আমি বা আমার পরিবারের কোন সদস্য কোথাও কোন অভিযোগ না করলেও আমার স্ত্রীর ভগ্নিপতি পরিচয়ের জনৈক সুজিত এর নাম ব্যবহার করে মঙ্গল ও বুধবার বিভিন্ন দৈনিক পত্রিকায় বিভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়। যেখানে চিকিৎসকের গাফিলতি ও পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিককে জড়ানো হয়। এ ধরণের খবর দেখে পরিবারের সবাই আমরা বিষ্মিত হয়েছি। এ ধরণের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে মৃতের স্বামী তারক চন্দ্র মন্ডল প্রশাসন ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তারক জানান, তার শ্বশুড়বাড়ীর লোকজন অসুস্থ্য থাকায় এখানে উপস্থিত হতে পারেননি। তবে সংবাদ সম্মেলনের বিষয়টি তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

পাইকগাছা উপজেলা বিএনপি’র ৩ নেতার মুক্তিলাভ

পাইকগাছা প্রতিনিধি ॥
অবশেষে আটকের প্রায় এক মাস পর জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক সহ ৩ নেতাকর্মী। বুধবার সকাল ৯টার দিকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিপান উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ। কারাগার থেকে বেরিয়ে এসে মুক্তি প্রাপ্ত নেতাকর্মীরা খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল আলম মনা’র বাসভবনে যান। এ সময় শফিকুল আলম মনা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বিকালে নিজ এলাকায় পৌছানোর সময় কপিলমুনি থেকে পৌর সদর পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তাদের সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত  ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কয়রা
উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাবুরাবাদ গ্রামের বাড়ী থেকে কয়রা থানা পুলিশ আটক করেন কয়রা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মোমরেজুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের ভাই জাহিদুল বারি রনি, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ সহ বিএনপি’র ৯ নেতাকর্মীকে। পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগ এনে আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় নাশকতার মামলা করেন, যার নং- ২। এ মামলায় আটককৃতদের জেল হাজতে পাঠালে আসামীদের পক্ষ থেকে প্রথমে খুলনার জজ কোটে জামিন ধরলে একমাত্র এ্যাডঃ মোমরেজুল ইসলামের জামিন হয়। পরবর্তীতে বাকী আসামীরা পৃথক পৃথক ভাবে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে গত ২২ নভেম্বর পাইকগাছার ৪ নেতাকর্মী উচ্চ আদালতে জামিন লাভ করে।

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

পাইকগাছায় বঙ্গবন্ধু সৈনিকলীগের দু’গ্রুপের কর্মী সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে

বিশেষ প্রতিবেদক
পাইকগাছা বঙ্গবন্ধু সৈনিকলীগের দু’গ্রুপের কর্মী সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সকালে দু’গ্রুপ কর্মী সমাবেশ আহবান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
    সুত্রমতে-জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শুক্রবার সকাল ৯টায় আ’লীগের দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ আহবান করে, একই সময় বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নিরাঞ্জন সরদারও কর্মী সমাবেশ আহবান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের আশংকা করছেন সাধারণ কর্মীরা। স্থানীয় প্রশাসনকে অবিলম্বে দু’পক্ষের সমাবেশ বন্ধের জন্য আহবান জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

পাইকগাছায় ভোলানাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউজ্জামানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউজ্জামানের নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র অবৈধ উল্লেখ করে এমপিও থেকে নাম কর্তন ও প্রধান শিক্ষক পদের প্রার্থীতা বাতিল ঘোষণা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করার দাবী জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন অভিভাবক বৃন্দ।
    প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বদিউজ্জামান গত ২৬/৭/২০০০ তারিখে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পত্র পান এবং ১/৮/২০০০ তারিখে এ পদে তিনি ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। অত্র বিদ্যালয়ে ১৮/৭/২০০০ তারিখ শা:/অনুদান ৫/১৭ (অংশ-১১/৫৪০(১৭০) শিক্ষা-অনুযায়ী পদ সৃষ্টি করেন বা শ্রেণী শাখা খোলেন। শ্রেণী শাখা দুটি হচ্ছে ৭ম (খ) ও ৮ম (খ)। উক্ত শাখার বিপরীতে তৃতীয় বিভাগ প্রাপ্ত কোন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে না এই মর্মে বোর্ডে অঙ্গীকার করে শ্রেণী শাখা খোলা হয়। এ ছাড়া স্বারকের খ নংএ উল্লেখ রয়েছে প্রত্যেক শ্রেণী শাখার বিপরীতে একজন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তবে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। উক্ত পরিপত্র ও মন্ত্রণালয়ের নিয়মাবলী উপেক্ষা করে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়। শিক্ষক বদিউজ্জামানের দাখিল তৃতীয় ১৯৯০, এইচএসসি দ্বিতীয় ১৯৯৩, বিএ তৃতীয় ১৯৯৮ সাল হওয়া সত্ত্বেও তিনি কিভাবে নিয়োগ পেলেন এবং বেতন ভাতা ছাড় করালেন তার রহস্য এলাকাবাসী জানতে চেয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক বরাবর এলাকাবাসীর অভিযোগ করা রয়েছে। এছাড়া শুক্রবার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পদের একজন প্রার্থী হিসাবে শিক্ষক বদিউজ্জামান অংশ নিচ্ছেন বিধায় তার কাগজপত্র যাচায় পূর্বক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা সহ এমপিও থেকে যাতে বাদ পড়ে তার বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য রহিম গাজী ও কাদের নামের অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে এ ধরণের একটি অভিযোগ পেয়েছি বলে স্বীকার করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। অভিযোগ প্রসঙ্গে শিক্ষক বদিউজ্জামান জানান, নিয়োগের পর যতদিন জটিলতা নিষ্পত্তি হয়নি ততদিন আমি  কোন বেতন ভাতা উত্তোলন করিনি। বিষয়টি নিস্পত্তি করার মাধ্যমে সম্পূর্ণ বৈধ ভাবে শিক্ষকতা করছেন এবং বেতন ভাতা উত্তোলন করেছেন বলে বদিউজ্জামান জানিয়েছেন।

পাইকগাছায় বিধবার মৎস্য ঘেরে হামলা ও ভাংচুর

বিশেষ প্রতিনিধি ॥
    পাইকগাছায় প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিধবাদের ভোগদখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টা ও নালিশী সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে মৎস্য ঘেরের বাসা ভাংচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোকজন আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত শুক্রবার দুপুর ১২টার দিকে মৎস্য ঘেরে হামলা চালিয়ে ভাংচুর ও ক্ষতিসাধন করে।
    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর মৌজার এসএ ২৭০ খতিয়ানের ২.৭০ একর নালিশী সম্পত্তি নিয়ে মৃত মনোরঞ্জন বাছাড়ের স্ত্রী সন্ধ্যা রানী বাছাড় গংদের সাথে কেঁওড়াতলা গ্রামের ধরমচাঁদ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল গংদের সাথে বিরোধ চলে আসছে। নালিশী সম্পত্তির মূল মালিক থাকেন কৃষ্ণনগর গ্রামের মৃত নবীন মন্ডলের ছেলে মৃত জলধর মন্ডল। তিনি মারা যাওয়ার পর সম্পত্তির মালিক হন স্ত্রী সুবর্ণ বেওয়া ও দুই কণ্যা কুচলী দাশী ও বিমলা বাছাড়। কুচলীর কোন ছেলে সন্তান না থাকায় সম্পত্তির মালিক হন বিমলার ৩ ছেলে সনাতন, পরিতোষ ও মনোরঞ্জন বাছাড়। এদের মধ্যে সনাতন ও মনোরঞ্জন মারা যাওয়ায় উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন বিমলার ছেলে পরিতোষ, মনোরঞ্জনের স্ত্রী সন্ধ্যা রানী বাছাড় ও সনাতনের ছেলে রবীন বাছাড়। সন্ধ্যা রানী গংরা দীর্ঘদিন যাবৎ উক্ত নালিশী সম্পত্তি ভোগদখল করে আসছেন। উক্ত সম্পত্তি কেঁওড়াতলা গ্রামের ধরমচাঁদ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল গংরা দানপত্র মূলে দাবী করে স্বত্ব প্রমাণ করার জন্য সন্ধ্যা রানী গংদের বিরুদ্ধে ৪র্থ যুগ্ম জজ আদালত খুলনায় ৯/০১ মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন। গত ১৮/০৩/২০১১ তারিখে বিজ্ঞ আদালত বাদী সুকুমার গংদের পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে বিবাদী সন্ধ্যা রানী গংরা খুলনা জেলা জজ আদালতে ২৩/০১ নং মিস আপিল দাখিল করেন। বিজ্ঞ আদালত মূল মামলার ১৮/০৩/২০০১ তারিখের নিষেধাজ্ঞার আদেশটি ৩/০১/২০০৩ তারিখে রদ ও রহিত হয় মর্মে আদেশ দেন এবং নালিশী তফসিল বর্ণিত সম্পত্তির মূল মামলাটি নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত উভয় পক্ষকে স্থিতিবস্থায় বজায় রাখার আদেশ দেন। আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে সুকুমার গংরা কবলা দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তি উল্লেখ করে নালিশী সম্পত্তি কৃষ্ণনগর গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে ইসমাইল হোসেন টুকুর নিকট লীজ ডিড দেন। এ আলোকে ইসমাইল ও তার লোকজন গত শুক্রবার দুপুরে সন্ধ্যা রানীদের ভোগ দখলে থাকা নাশিলী সম্পত্তির মৎস্য ঘেরে হামলা চালিয়ে দখল চেষ্টা করে এবং দখল চেষ্টায় ব্যার্থ হয়ে ঘেরের বাসা ভাংচুর করে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করলে তিনি নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে ব্যার্থ হয়। এ ব্যাপারে স্থানীয় মুক্তিযোদ্ধা দুর্দান আলী গাজী জানান, সুকুমার ও টুকু গংদের হয়রানী ও অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ব্যাপারে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে বলে বিধবা সন্ধ্যা রানী জানিয়েছেন।

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

খুলনা-৬ আসনে সম্ভাব্য তরুণ প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে

আ’লীগ-বিএনপি’র একাধিক, জাপা-সিপিবি’র একক
বিশেষ প্রতিনিধি, পাইকগাছা, খুলনা ॥
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) ক্ষমতাসীন আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য একাধিক তরুণ প্রার্থী দলীয় মনোনয়ন চাইবেন বলে ধারণা করা হচ্ছে। অনেকেই ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও নানা মাধ্যমে প্রার্থী হওয়া কিংবা মনোনয়ন প্রত্যাশার বিষয়টি তুলে ধরছেন। অনেকেই করছেন গণসংযোগ ও মতবিনিময়, অনেকের আবার প্রচার-প্রচারণা সীমাবদ্ধ রয়েছে প্যানা ও ফেস্টুনের মধ্যে। সম্ভাব্য তরুণ প্রার্থীদের মধ্যে অন্যান্য দলের একক প্রার্থীর নাম শোনা গেলেও আ’লীগ ও বিএনপি’র একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
    উল্লেখ্য, জেলার কয়রার ৭টি ও পাইকগাছার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে খুলনা-৬ আসন গঠিত। স্বাধীনতার পর এ পর্যন্ত ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচন বাদে প্রায় প্রত্যেকটি নির্বাচনে বিভিন্ন দলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিরায় মনোনয়ন পেয়ে আসছেন। একমাত্র ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলনা-৬ আসন থেকে তরুণ উদীয়মান প্রার্থী হিসাবে এ্যাডঃ স ম বাবর আলী মুক্তিযোদ্ধাকে দলীয় মনোনয়ন দেন। তৎকালীন বঙ্গবন্ধু সরকারের সর্বকণিষ্ঠ সংসদ সদস্য ছিলেন স ম বাবর আলী। এরপর থেকে প্রায় প্রতিটি নির্বাচনে এ আসন থেকে বিভিন্ন দলের প্রবীণ ব্যক্তিরায় দলীয় মনোনয়ন পেয়ে আসছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য তরুণ প্রার্থী হিসাবে বিভিন্ন দলের একঝাক তরুণ উদীয়মান প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করে নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের কমপক্ষে ৩-৪ জন প্রার্থী প্রচার-প্রচারণায় রয়েছেন। যার মধ্যে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের বড় ছেলে আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, দলীয় ভাবে তিনি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির একজন প্রভাবশালী সদস্য। এরআগে তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আ’লীগের দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেন। তবে এখনো পর্যন্ত তিনি মনোনয়ন পান নি। দীর্ঘদিন তিনি আওয়ামীলীগের সাংগঠনিক ও সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। আগামী নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশা করেছেন। আ’লীগের সম্ভাব্য অপার প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, এর আগে তিনি মনোনয়ন না চাইলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দু’উপজেলার সর্বত্রই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরেক তরুণ প্রার্থী হলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, তিনিও দীর্ঘদিন প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। অপরদিকে জাতীয় পার্টির একক সম্ভাব্য তরুণ প্রার্থী হিসাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন দলের কেন্দ্রীয় সদস্য, জেলা সিনিয়র সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা জাপা’র আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। জাপানেতা মোস্তফা ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও দলের সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এবারের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অনুরূপভাবে সম্ভাব্য একাধিক তরুণ প্রার্থীর নাম শোনা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি’র। বিএনপি’র সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ও খুলনা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে এ দু’প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে আ’লীগ ও জাপা প্রার্থীদের তুলনায় বিএনপি’র এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা খুবই কম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে সম্ভাব্য তরুণ প্রার্থী হিসাবে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক সুভাষ সানা মহিম এর নাম শোনা যাচ্ছে। খুলনা-৬ আসন ক্ষমতাসীন আওয়ামীলীগ, জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির উভয়ের জন্য এ আসনটি অধিক গুরুত্বপূর্ণ। তবে সাংগঠনিক ও ভোটের দিক থেকে আ’লীগ ও জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে। এ জন্য জোটগত নির্বাচন হলে তরুণ প্রার্থীদের দলীয় ভাবে কতটা মূল্যায়ন করা হতে পারে সেটা এখন সময়ের ব্যাপার বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

রাত পোহালেই পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন; লড়াই হবে হাড্ডাহাড্ডি

বিশেষ প্রতিনিধি ॥
রাত পোহালেই সোমবার অনুষ্ঠিত হচ্ছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে পৌর সদরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক সম্বলিত পোষ্টারে ছেয়ে গেছে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক। ইতোমধ্যে রোববার সকাল থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচন কমিটির সদস্য দেবব্রত সরকার দেবু জানান, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে সাবেক সভাপতি জগন্নাথ সানা (ছাতা) প্রতীকে এবং সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত দাশ দেবু (চেয়ার) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সহ-সভাপতি পদে নির্মল কুমার মন্ডল (রিক্সা), পরিতোষ কুমার মন্ডল (মই) ও সুশীল কুমার সানা (মাছ), সম্পাদক পদে বর্তমান সম্পাদক শিবপদ নাথ (মোমবাতি) ও বিদ্যুৎ কুমার ঘোষ (প্রজাপতি), কোষাধ্যক্ষ পদে মনোজিত কুমার মন্ডল (টিউবওয়েল), সুধীর কুমার মন্ডল (মটরসাইকেল) ও সুভাষ চন্দ্র সরকার (গরুরগাড়ী), সদস্য পদে যথাক্রমে আমিনুল ইসলাম (দেওয়াল ঘড়ি), নৃপেন্দ্রনাথ মন্ডল (বল), পলাশ মিস্ত্রী (বই), প্রশান্ত রায় (হাতি), প্রসাদ কুমার মিস্ত্রী (মোরগ), মুকুল মন্ডল (পাখা) ও সুদীপ সরকার (ডাব) প্রতীকে নির্বাচন করছেন। এদিকে সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানাগেছে, সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গুরুত্বপূর্ণ এ ব্যবসায়ী সংগঠনের সর্বশেষ নির্বাচন হয় ২০১৪ সালের ২০ নভেম্বর।

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

আওয়ামীলীগে জামায়াত, শিবির ও কাউয়া নেতাদের স্থান নেই-জেলা পরিষদ চেয়ারম্যান হারুন

বিশেষ প্রতিনিধি ॥
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে জামায়াত-বিএনপি চক্র সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি আ’লীগ ও সকল সহযোগী সংগঠনকে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে অনেকেই আওয়ামীলীগে যোগদান করছেন। তবে জামায়াত, শিবির ও কোন কাউয়া নেতার আওয়ামীলীগে স্থান নেই উল্লেখ করে এ ধরণের কেউ যাতে দলে প্রবেশ করতে না পারে এ জন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচনে যারা একটি ভোটও পায়না, জনগণ যাদের প্রত্যাখান করে সেই ধরণের নেতাদের দলে প্রয়োজন নাই উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে দ্বিধাবিভক্ত না হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। তিনি শনিবার বিকালে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাইকগাছা পৌরসভা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পাইকগাছা পৌরসভা মাঠে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোঃ শহীদ উল্লাহ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা লুৎফর রহমান, শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা যুব স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম খান, আরিফ চৌধুরী, জেলা তরুণ লীগের সভাপতি আমিন বেগ, সাধারণ সম্পাদক তাপস জোয়াদ্দার, অনুপম বিশ্বাস, মাহফুজুর রহমান সোহাগ, জেলা তাঁতীলীগের আহবায়ক সুমন আহমেদ খান, যুগ্ম-আহবায়ক বনানী রায়, জেলা যুবলীগনেতা বিধান রায়, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল ঘোষ, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আ’লীগনেতা বিজন বিহারী সরকার, আখতারুজ্জামান সুজা, মুনছুর আলী গাজী, হেদায়েত আলী টুকু, সরদার গোলাম মোস্তফা, যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, শেখ শহীদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, আসিফ ইকবাল রনি, তরুণলীগনেতা মিনারুল ইসলাম সানা, মহিলা আ’লীগনেত্রী খাদিজা আক্তার, জুলি শেখ, পাপিয়া সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটু, বর্তমান সভাপতি এসএম মশিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশের শুরুতেই প্রধান অতিথি শেখ হারুনুর রশীদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন সোলাদানা ইউনিয়নের ৮ বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এসএমএ মাজেদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ইউপি সচিব সহ আহত- ৮


পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সচিব সহ একই পরিবারের কমপক্ষে ৮জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, শুক্রবার বিকালে লতা ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশী বৈঠকের মাধ্যমে শুক্রবার বিকালে ইউনিয়নের মুনকিয়াস্থ দেলুটি ইউপি সচিব ধীমান মল্লিক গংদের বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ করে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে প্রতিপক্ষ দীপায়ন মল্লিক গংরা ধীমান মল্লিক গংদের উপর হামলা করে। এতে শান্তিরঞ্জন মল্লিকের ছেলে ধীমান মল্লিক (৪০), মনি শান্ত মল্লিক (৩৬), মৃত অনীল মল্লিকের ছেলে কৃষ্ণপদ মল্লিক (৫০), কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র মল্লিক (২৯), বিক্রম মল্লিক (২৪), শান্তিরঞ্জন মল্লিকের স্ত্রী কল্পনা মল্লিক (৫৪), নারান চন্দ্র মল্লিকের স্ত্রী শান্তিলতা মল্লিক (৪৫) ও মনি শান্ত মল্লিকের স্ত্রী অর্চনা মল্লিক (২৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউপি সচিব ধীমান মল্লিক বাদী হয়ে প্রতিপক্ষ ৮জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করেছে।

পাইকগাছায় মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় মোহনা দর্শক ফোরামের উদ্যোগে মোহনা টিভি’র প্রতিষ্ঠার ৮ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা কলেজ শিক্ষক মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনা টিভির পাইকগাছা উপজেলা প্রতিনিধি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, সাবেক সভাপতি গাজী সালাম ও জি এম মিজানুর রহমান, সাবেক সম্পাদক হাফিজুর রহমান রিন্টু ও এস এম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, এস এম বাবুল আক্তার, পুর্ণ মন্ডল, সমাজ সেবা অফিসের মোঃ নাজিমউদ্দীনসহ কলেজের শিক্ষক মন্ডলী ও সুধীজন।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

জেলা যুবদলের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

পাইকগাছা প্রতিনিধি ॥
খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, যুবদল নেতা সাইফুল ইসলাম তারিক, আবুল হোসেন, তৌহিদুজ্জামান মুকুল, ইমরান সরদার, এসএম জামশেদ হোসেন, বিএম আকিজ উদ্দীন, আজহারুল সানা, আছাদুজ্জামান কেরামত, আজহারুল গাজী, হারুণ সরদার, আছাদুর জামান শামিম, রবিউল ইসলাম, শেখ বেলাল হোসেন, শেখ ইকবাল হোসেন, নজরুল ইসলাম, কাশেম জোয়াদ্দার, বাবুল সরদার, বুলবুল আহম্মেদ, খলিল বিশ্বাস, মাহমুদুল হক মুক্ত, জহিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম, বিপ্লব, গোলাম রব্বানী, আব্দুল কুদ্দুস, জুয়েল, আল-মামুন, কামরুজ্জামান টুকু, সিজার বাবু, আসাদ ও বাবলু গোলদার।

পাইকগাছায় উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে সাংবাদিক ও মানবাধিকার কর্মী; চলছে নিরব চাঁদাবাজী ও ব্লাকমেইলিং

এন. ইসলাম সাগর, পাইকগাছা (খুলনা)॥
পাইকগাছা উপজলোয় উদ্বগেজনকহারে হলুদ সাংবাদিক ও মানবাধিকার কর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব সাংবাদকি ও মানবাধিকার কর্মীদের দাপটে কোণঠাসা হয়ে পড়ছে প্রকৃত সংবাদকমীরা। এ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মধ্যবিত্ত ব্যবসায়ীদের টার্গেট করে চলছে নিরব চাঁদাবাজী। প্রশাসনের নাকের ডগায় এসব কর্মকান্ডে অতিষ্ট সরকারি চাকুরীজীবী, ঘের মালিক, শিক্ষকসহ নানা শ্রেণীপেশার মানুষ। কেউ কেউ ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন ব্যক্তিদের হয়রাণীকর লেখা পোষ্ট করে ব্লাকমেইলিং এর মত ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এসব কর্মকান্ড থেকে পরিত্রাণ পেতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।
    খোঁজ নিয়ে জানা যায়, এসব নামধারী হলুদ সাংবাদকিরা নম্বরবিহিন মোটর সাইকলেরে প্রেস লিখে নানা অপর্কম ও চাঁদাবাজি চালিয়ে চাচ্ছে প্রতিনিয়ত। তাদরে যন্ত্রণার অতষ্ঠি হয়ে পড়েেছ উপজলো প্রশাসন, ঘের মালিক, শিক্ষকসহ নানাশ্রেণী পেশার মানুষ। অনেকে হলুদ সাংবাদকিরে ভয়ে আতঙ্কতি হয়ে মুখ খুলতে নারাজ। র্বতমানে এসব সাংবাদিক নামধারীরা প্রশাসনের দালালী থেকে শুরু করে চাকুরী দেয়ার প্রলোভনও দেখাচ্ছে নীরিহ ব্যক্তিদের। অনিয়মিত অথবা কালে ভদ্রে পকাশ হয় এমন সব পত্রকিার র্কাড ঝুলিয়ে বিভিন্ন দফতরের র্কমচারী ও র্কমর্কতাদরে ভয়ভীতি প্রর্দশনর্পূবক চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও মিডিয়া র্কতৃপক্ষ বিষয়টি জেনেও কোনো পদক্ষপে নিচ্ছে না। এতে প্রকৃত সংবাদকমীরা বিড়ম্বনার শিকার হচ্ছে অহরহ। পাইকগাছা উপজলোয় হলুদ সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আনাগোনা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ এদের ভয়ে ভীত হয়ে পড়ছে। উপজলোর  প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ও উপজলো সদরে দাপেিয় বড়োচ্ছে এসব সাংবাদিক। এসব হলুদ সাংবাদকিরা কোন ধরনরে সংবাদ লেখাতো দূরের কথা ঠিকভাবে গুছিয়ে কথা পর্যন্ত বলতে পারেনা। অথছ তারা বিভিন্ন ভাবে সাংবাদিক হিসবে নিজেদের পরচিয় তুলে ধরছেন, সাধারণ মানুষ কিংবা উপজলোর র্ঊধ্বতন র্কতৃপক্ষের কাছে। এরা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত না দিলেও গিয়ে হাজির হয়ে সামনের সাড়িতে বসে পরে, এমনকি আয়োজকদের কাছে টাকা দাবি করে। টাকা নিয়ে সটকে পরে নিউজের কোন ধার ধারে না। র্বতমানে বেপরোয়া হয়ে উছেেঠ ওই সকল হলুদ সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ধারীরা। পাইকগাছার মফস্বল থেকে প্রতিদিনই নীরব চাঁদাবাজীর খবর আসলেও কেউ মুখ খুলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ঘের মালিক এ প্রতিনিধিকে জানান কয়েকদিন পর পর এসব সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে টাকা চাইতে আসে। কোন অপরাধ না করেও এসব সাংবাদিকদের তারা গোপনে চাঁদা দিয়ে যাচ্ছেন। প্রশাসনের কিছু কর্তা-ব্যক্তিদের সাথেও এসব সাংবাদিকদের দহরম-মহরম দেখা যায়। ইতোমধ্যে প্রকৃত সাংবাদিকদের তালিকা সরকার প্রণয়নের কাজ শেষ করেছে। মিডিয়াভূক্ত প্রতিটি পত্রিকার অডিট শেষ করেছে। অবিলম্বে তা প্রকাশের মধ্যে দিয়ে পাইকগাছার অভজ্ঞি মহলের দাবী সরকারীভাবে টিম গঠন করে তথাকথতি হলুদ সাংবাদকি পরচিয় দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে পাইকগাছা প্রেসক্লাব, থানা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন-সাংবাদিকতা একটা মহান পেশা, এ পেশাকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে কেউ আমাদের কাছে অভিযোগ দিলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সদরের প্রেসক্লাবকে এ বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়ে দ্রুত ওয়েজবোর্ডের আওতায় প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রনয়নেরও তাাগিদ দেন তিনি।

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে সমিতির দ্বিতল ভবনের নবনির্মিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। সন্তোষ কুমার সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, সাবেক সভাপতি শামিম হোসেন, ইউপি সদস্য আবু হাসান, মহিলা আ’লীগনেতা জুলি শেখ, বেলাল হোসেন, জাকির হোসেন, মেছের আলী সানা ও আনিছুর রহমান। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

এবার বৃক্ষমানবের পাশে এমপি নূরুল হক

প্রধানমন্ত্রী যেখানে আবুলের চিকিৎসার দায়ভার নিতে পারেন, সেখানে আমি সংসদ সদস্য হিসাবে আবুলের যে কোন সমস্যা সমাধানে পাশে থাকবো
এন ইসলাম সাগর, পাইকগাছা, খুলনা।
এবার বৃক্ষমানব আবুল বাজনদারের পাশে এসে দাড়িয়েছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বসতবাড়ী নির্মাণকাজে বাঁধা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি নূরুল হকের সাথে তার রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য দেখা করতে গেলে সৃষ্ঠ সমস্যা সমাধানের লক্ষ্যে আবুলের পাশে থাকার ঘোষণা দেন এমপি নূরুল হক। এ সময় এমপি হক বলেন, আবুলের বিরল রোগের চিকিৎসা এদেশে হবে কেউ কখনো কল্পনা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করায় বিরল রোগ থেকে মুক্তি পেতে চলেছে আবুল। এভাবেই প্রধানমন্ত্রী বারবার মানবতা প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি বলেন, সর্বশেষ মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর মানবিক এ কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক গণমাধ্যম ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে মাদার অব হিউম্যানিটি আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রী যেখানে আবুলের বিরল রোগের চিকিৎসার দায়ভার নিতে পারেন, সেখানে স্থানীয় সংসদ সদস্য হিসাবে আবুলের যে কোন সমস্যার সমাধানে তার পাশে থাকবো বলে তিনি মন্তব্য করেন। এসময় তিনি আবুলের বসতবাড়ীর নির্মাণ কাজ শান্তিপূর্ণ ভাবে করতে পারেন এ জন্য থানার ওসি’কে নির্দেশ দেন।
    উল্লেখ্য, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের হতদরিদ্র মানিক বাজনদারের ছেলে আবুল বাজনদার (২৭) দীর্ঘদিন বিরল রোগে ভুগতেছিলেন। তার যখন ১৫ বছর বয়স তখন আঁচিল থেকে তার হাতে-পায়ে গাছের শিকড়ের ন্যায় মাংস বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে তা লম্বা হয়ে গাছের শিকড়ের আকৃতি ধারণ করে। বিরল এ রোগের কারণে সারা পৃথিবীতে সে বৃক্ষমানব হিসাবে পরিচিতি লাভ করে। ভারত ও দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করে কোন ফল লাভ না হওয়ায় বিরল রোগ থেকে মুক্তির আশা ছেড়ে দেয় আবুল বাজনদার। বিরল এ রোগের সচিত্র প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবুলের চিকিৎসার দায়ভার গ্রহণ করেন বর্তমান সরকার। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে ভর্তি হয় আবুল। বার্ন ইউনিটের ডাঃ সামন্ত লালের তত্ত্বাবধায়নে সেখানে প্রায় ২ বছর চিকিৎসাধীন রয়েছে আবুল। ২০১৬ সালের ২০ জানুয়ারি তার প্রথম অপারেশন করা হয়। এ পর্যন্ত তার দুই হাতে ১৮ এবং দুই পায়ে ৬ বার সহ মোট ২৪ বার সফল অপারেশন করা হয়েছে। এখন অনেকটাই স্বাভাবিক হলেও তার হাতে-পায়ে শক্ত মাংস বিশেষ রয়ে গেছে, ফলে এখনো কতদিন পর্যন্ত চিকিৎসাধীন থাকতে হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু বলেনি বলে আবুল জানিয়েছে। বর্তমানে আবুলের ৪ বছরের জান্নাতুল ফেরদৌস তাহিরা নামে একটি কণ্যা রয়েছে। তার পাশে থেকে সার্বক্ষণিক সেবা করে যাচ্ছেন মমতাময়ী মা আমেনা বেগম ও অনন্যা প্রেমিকা স্ত্রী হালিমা বেগম। এদিকে তার চিকিৎসার সু-ব্যবস্থা হওয়ায় সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, গণমাধ্যম, এলাকা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবুল পরিবারের মাথা গোজার জন্য এক শতক জমি না থাকায় ভাড়াটিয়া খুবড়ে ঘরে বসবাস করে আসছে। এ জন্য চিকিৎসাধীন থাকাবস্থায় অনেকের সহযোগিতায় বসবাসের জন্য পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল মৌজায় সামান্য কয়েক শতক জমি কেনে আবুল। কিন্তু একদিকে জমির মালিক মাখন লাল গংরা যাতায়াতের পথ বের করে দেয়নি। অপরদিকে ক্রয়কৃত জমির পাশের প্রতিপক্ষ নজরুল ইসলাম বসতবাড়ী নির্মাণ কাজে বাঁধা প্রদান করায় বিপাকে পড়ে আবুল ও তার পরিবার। ইতোমধ্যে আবুলের পরিবার বিষয়টি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, ওসি আমিনুল ইসলাম বিপ্লব সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেন। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল নিজেই স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আবুলের জমি ক্রয় করা সঠিক রয়েছে। তবে জমির মালিক যাতায়াতের পথ বের করে না দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিরসনের লক্ষে আমি কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমির মালিক বর্তমানে দেশের বাইরে রয়েছে। আশা করছি তিনি দেশে আসলে দু’একদিনের মধ্যে বিষয়টি নিরসন হয়ে যাবে।

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

স্ত্রী দাবী করে ল্যাব সহকারীকে হয়রানী করার অভিযোগ; এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি ॥
প্রধান শিক্ষকের যোগসাজসে রেখা রাণী বিশ্বাস নামে এক গৃহবধূ, স্ত্রী দাবী করে কিশোর কুমার রায় নামে এক ল্যাব সহকারীকে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূ রেখা রাণীর তঞ্চকীপূর্ণ, এফিডেভিট, জাল উল্লেখ করে উল্লেখিত এফিডেভিট রোববার আইনজীবী জিএম আব্দুস সাত্তারের মাধ্যমে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা করেছে ল্যাব সহকারী কিশোর কুমার রায়। এ ধরণের হয়রানী থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ল্যাব সহকারী ও তার পরিবার। ল্যাব সহকারী কিশোর কুমার রায় দাকোপের চুনকুঁড়ি গ্রামের অসিত বরণ রায়ের ছেলে ও পাইকগাছা উপজেলা সদরের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের জামাতা। কিশোর রায় জানান, গত ১২/১৩ বছর পূর্বে পাইকগাছার সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে হয়। আমাদের একটি পুত্র সন্তান রয়েছে, সে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে। এ ছাড়া আমার স্ত্রী বর্তমানে অন্তঃস্বত্বা। দাম্পত্ত জীবনে আমরা সুখের সাথে বসবাস করছি। আমি দীর্ঘদিন চালনা কে সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাব সহকারী হিসাবে কর্মরত রয়েছি। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ডঃ অচিন্ত কুমার মন্ডলের সাথে আমার গত ২ বছর যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে আমার কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় ও আমার ভবিষ্যৎ ক্ষতিকরার লক্ষ্যে প্রধান শিক্ষক অচিন্ত যোগসাজস করে যশোর অভয়নগরের নওয়াপাড়া এলাকার প্রোমথ বিশ্বাসের মেয়ে রেখা রানী বিশ্বাসকে দিয়ে ২৮/৩/২০১৭ ইং তারিখে ৭০৮ নং বিবাহ সংক্রান্ত এফিডেভিট সৃষ্টি করে। এমনকি এফিডেভিটকে ব্যবহার করে রেখা রানী বাদী হয়ে আমার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (সদর), যশোর এ মামলা করে হয়রানী করে আসছে। উক্ত এফিডেভিটটি সম্পূর্ণ জাল, তঞ্চকী, অকার্যকরী, ভূয়া ও যোগসাজসী। কারণ আমি রেখা রানী নামে ওই গৃহবধূকে চিনি না, বা আমার সাথে কোন পরিচয় কিংবা সম্পর্ক নাই। এমনকি সংশ্লিষ্ট নোটারী পাবলিক কার্যালয়ে আমি যাই নাই, উক্ত এফিডেভিটে স্বাক্ষরও আমার নহে। সেহেতু আমাকে স্বামী হিসাবে দাবী করিবার তার আইনগত কোন অধিকার নাই। এ জন্য ২৮ মার্চের ৭০৮ নং বিবাহ সংক্রান্ত এফিডেভিটটি গত রোববার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা করেছি। যার এফিডেভিট নং ২৫৮ তাং- ২৪/৯/২০১৭ ইং।

পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে আটক-১

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৭৫০ গ্রাম গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক গাঁজা সরবরাহকারী মোঃ হাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরার আশাশুনি থানার ফকরাবাদ গ্রামের লতিফ গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক হাফিজুল পেশায় একজন মটর সাইকেল চালক। সে গত ২ বছর যাবৎ তালার শাহাপুর এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হাফিজুল অভিনব কায়দায় সাড়ে ৭শ গ্রাম একটি গাঁজার প্যাকেট তার পায়ের উরুর সাথে বেঁধে মটর সাইকেল যোগে সরবরাহ করতে যাচ্ছিল। এ খবর জানতে পেরে থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কপিলমুনি সংলগ্ন গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা সহ হাফিজুলকে আটক করে। তবে এ সময় অপর কয়েকজন আসামী পালিয়ে যায়।

পাইকগাছার ১৪৩টি পূজা মন্ডপে এমপি নূরুল হকের আর্থিক অনুদান প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রত্যেক মন্দির কমিটির সভাপতি, সম্পাদকের নিকট সরকারি সহায়তার ১৫ হাজার এবং ব্যক্তিগত নগদ ১ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, আ’লীগনেতা রতন ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন। বক্তব্য রাখেন, পূজা পরিষদ নেতা বিজন বিহারী সরকার, প্রাণ কৃষ্ণ দাশ, বিভূতি ভূষণ সানা, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বি সরকার, øেহেন্দু বিকাশ, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত রায়, বাবু রাম মন্ডল ও মৃত্যুঞ্জয় সরদার।

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঘুষ, দূর্নীতি মুক্ত টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মেয়র সেলিম জাহাঙ্গীরের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা পর্যবেক্ষকদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের উপস্থিতিতে সম্পূর্ণ ঘুষ, দূর্নীতি ও উৎকোচ মুক্ত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নারায়ণ চন্দ্র শিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উপস্থিত সুশীল সমাজ নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। উল্লেখ্য, পরীক্ষার আগে মেয়র সেলিম জাহাঙ্গীর তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য সুশীল সমাজের প্রতি আহ্বান জানান। এর আগেও তিনি স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার নিয়োগ দিয়ে নজির বিহিন দৃষ্টান্ত স্থাপন করেন।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জেলা পরিষদ সদস্য নাহারের উপর হামলা; ইউপি সদস্য সহ আসামী- ১০, আটক-১

বিশেষ প্রতিনিধি ॥
খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা, শ্লীলতাহানী ও বঙ্গবন্ধু এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করার অভিযোগে ইউপি সদস্য সহ ১০ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ১জনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 মামলা সূত্রে  জানাগেছে, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে নোয়াকাটী গ্রামের রশিদ গোলদারের ছেলে ইউপি সদস্য রাজিব গোলদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে নাহার আক্তার ইতোপূর্বে গত ১৭ আগস্ট রাজিব গোলদারের বিরুদ্ধে থানায় জিডি করে, যার নং- ৯০৫। এদিকে সোমবার রাত ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ নিজ কার্যালয়ের পাশে হাবিব গোলদারের দোকানে জুয়া খেলা নিয়ে হট্টগোল হয়। এ সময় নাহার আক্তার ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্য ও তার লোকজন জেলা পরিষদ সদস্যকে ধাওয়া করে। এ সময় নাহার আক্তার নিজ কার্যালয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে শ্লীলতাহানী ঘটায়। এছাড়াও কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজিব গোলদার সহ ১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। যার নং- ৩৪, তাং- ১৮/০৯/১৭ ইং। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় উত্তম চক্রবর্তী নামে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে আশালতা ক্লিনিকে চলছে সকল কার্যক্রম

বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছার আশালতা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে সকল কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।  গত কয়েক মাস আগে পরিদর্শন করে ক্লিনিকের  সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ। নির্দেশনা উপেক্ষার বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ অস্বীকার করলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সূত্রমতে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারের মধ্যবর্তী স্থানে সরুগলির মধ্যে যেনতেন একটি দ্বিতল ভবনে পরিচালিত হয়ে আসছে আশালতা ক্লিনিকের কার্যক্রম। ক্লিনিকের  রেজি নং থাকলেও নেই কোন নিয়মিত ডাক্তার, নার্স ও অন্যান্য সরঞ্জাম। একটি ক্লিনিক পরিচালনার জন্য সরকারী নীতিমালা অনুযায়ী যা যা থাকার দরকার তার নূন্যতম কোন কিছুই নেই ক্লিনিকটিতে। ক্লিনিকটি প্রত্যান্ত এলাকায় হওয়ায় কর্তৃপক্ষ দীর্ঘদিন এলাকার অসহায় সাধারণ রোগীদেরকে ঠোকিয়ে মোটা অংকের টানা বাণিজ্য করে আসছিল। পথিমধ্যে গত কয়েকমাস আগে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় সরকারী নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন। কর্তৃপক্ষের এ নির্দেশনা উপেক্ষা করে ক্লিনিকে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। রোববার সকালে সরেজমিন গেলে আশপাশ এলাকার কয়েকজন মহিলা রোগীকে ক্লিনিকে দেখা যায়। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, বিভিন্ন রোগের অপারেশনের জন্য ভর্তি হতে তারা ক্লিনিকে এসেছেন। তবে ভিন্ন কথা বলেন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মন্ডল, তিনি একদিকে বলেন বন্ধের কোন নির্দেশনা নাই, অপরদিকে বলেন আমার প্রতিষ্ঠানের চলতি অর্থবছরের রাজস্ব পরিশোধ করা রয়েছে। অতএব প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বৈধ। তবে ডাক্তার ও নার্স সমস্যার কথা তিনি স্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, গত কয়েকমাস আগে ক্লিনিকটি পরিদর্শন করে সিভিল সার্জন অফিস থেকে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সংক্রান্ত চিঠি ইউএনও, ওসি সহ বিভিন্ন দপ্তরে পাঠানোও হয়। কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পারি, যে নির্দেশনা উপেক্ষা করে সেখানে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ ও উপজেলা আইন শৃংখলা সভায় বিষয়টি অবহিত করা হয়। খুব দ্রুত সময়ের মধ্যে ক্লিনিকের বিরুদ্ধে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের স্থানীয় এ কর্মকর্তা জানিয়েছেন।

পাইকগাছায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই মেডিকেল অফিসারের যোগদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেশিয়া পদে যোগদান করেছেন ডাঃ সাদিয়া আফরিন লোপা। তিনি এর আগে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ডাঃ লোপা  খুলনা সদরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক ও রওশানারা সিদ্দিকের মেয়ে। তিনি ২০১৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিসিএস ৩৪ তম ব্যাচে মেডিকেল অফিসার হিসাবে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর সরকারী চাকুরিতে যোগদান করেন। অনুরূপভাবে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একমাত্র মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন ডাঃ নিপা রায়। তিনি এরআগে ডেপুটিশনে দাকোপে কর্মরত ছিলেন। ডাঃ নিপা রায় খুলনা মেডিকেল কলেজ থেকে ২০১৩ সালে এমবিবিএস পাস করে ২০১৬ সালের ৬ ডিসেম্বর মেডিকেল অফিসার হিসাবে পরিবার পরিকল্পনা বিভাগে যোগদান করেন।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের এক বর্ধিত সভা শুক্রবার বিকালে ইউনিয়ন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সভাপতি বাবু লাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম। পুলোকেশ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবলীগনেতা শেখ আতাউর রহমান, অহেদুজ্জামান মোড়ল, প্রণব কান্তি মন্ডল, সুকুমার বিশ্বাস, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, রাজিব গোলদার, গাজী মিজানুর রহমান, সঞ্জয় মজুমদার, রাধিকা গোলদার, সাবেক ইউপি সদস্য সঞ্জয় রায়, প্রসাদ মন্ডল ও বিভাষ মন্ডল।

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে #### পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পৌর ইমাম পরিষদ ও নাগরিক কমিটির মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী সোমবারের মহাসমাবেশ সফল করার লক্ষে  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌরসভা ইমাম পরিষদ এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকালে ঐক্য পরিষদের উপজেলা কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি মাওঃ রইসুল ইসলাম, সম্পাদক মাওঃ শামসুদ্দীন, নাগরিক কমিটির সহ-সভাপতি আলহাজ্ব এড. আবু সাঈদ, সম্পাদক গাজী আঃ সালাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এড. মোর্তাজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক সামছুল হুদা খোকন, গাজী আঃ সামাদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক কৃষ্ণ রায় ও ইমদাদুল হক, মোঃ আসাদুজ্জামন, ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সুভাষ সানা মহিম, বি সরকার, প্রমথ সানা, পঞ্চানন সানা, প্রণব সরদার, রাজিব সরদার, দেবব্রত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের পৌর সদস্য সচিব অপুর্ব মন্ডল, যুগ্ম আহবায়ক রাহুল ঘোরামী, ধর্মেনন্দ্র সরকার, হরিদাশ দত্ত, জাফরুল বাবু, শাকিল আহমেদ, অর্নব সরকার, ইসমাইল হোসেন ও এস এম সোহেল।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত- ৪

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ ৪জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দু’জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার মাগুরা দেলুটি গ্রামের রহমত শেখের ছেলে মুজিবর শেখ গংদের সাথে একই এলাকার স্বপন অভিজিৎ গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার বিকাল ৫টার দিকে প্রতিপক্ষ স্বপন গংদের লোকজন মুজিবর গংদের ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরের জমিতে জোরপূর্বক ধান রোপন করার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষদের লোকজন তাদের উপর হামলা করে। এতে মুজিবর শেখ (৬০), ছেলে লিটু (২৫), মোসলেম গাজীর ছেলে আল-আমিন (২৫), জনাব আলী শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এদের মধ্যে মুজিবর ও তার ছেলে লিটুর অবস্থা আশংকাজনক হওয়ায় শনিবার সকালে তাদেরকে খুলনায় প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

সভাপতি মিজান, সম্পাদক মফিজুল (((((পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন))))

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় প্রধান কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজান জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম-আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, নাজির আহম্মেদ, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, আবুল হোসেন, আসাদুজ্জামান খোকন, শেখ আসাদুজ্জামান ময়না, হাফিজুর রহমান, হবি মোল্যা, মোড়ল আব্দুস সাত্তার, সরদার ফারুক আহম্মেদ, এসএম মোহর আলী, সাজ্জাত আহম্মেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল, কলিঙ্গরাজ মন্ডল, হযরত আলী, ইমরান সরদার, আবু তালেব, আবু হানিফ, মোঃ কামাল হোসেন, দিপংকর সরদার বাবু, এসএম নাজমুল হুদা মিন্টু, বিএম আকিজ উদ্দীন, ইসরাফিল আহম্মেদ, কাশেম জোয়াদ্দার, জামসেদ হোসেন, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, আব্দুল মজিদ, বাবুল সরদার, আব্দুস সামাদ, হারুণ সরদার, মোঃ খসরুজ্জামান, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইউনুছ মোল্যা, মোঃ জুয়েল, খলিল বিশ্বাস, মাসুম হাজরা, মোঃ ইকবাল, আমান সরদার, জাহিদ গাজী। সম্মেলনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭ ভোট পেয়ে মিজান জোয়াদ্দার সভাপতি নির্বাচিত হন। নিকটতম আবুল বাশার বাচ্চু পান ৬ ভোট। সাধারণ সম্পাদক হিসাবে মফিজুল ইসলাম টাকু সর্বোচ্চ ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম এসএম নজরুল ইসলাম পান ৩ ভোট এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মিজানুর রহমান গাজী ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হাফিজুর গাইন পান ৫ ভোট। সম্মেলনে গড়ইখালী ইউনিয়নের ৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় সবুজ উপকূলের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সবুজ উপকূলের দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ ইব্রাহীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র অফিসার এইচএম শাকিল আহম্মেদ, কপিলমুনি শাখা ব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল, সবুজ উপকূলের স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন, সবুজ উপকূলের উদ্যোক্তা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ও সঙ্গীতা সাধুর পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইমদাদুল হক, আফরা নাজলীন, ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান, মোবারক হোসেন, শিক্ষার্থী রাবেয়া খাতুন, ইতি দেবনাথ, ময়ূরী ঘোষ, তুর্ণা সরকার ও সুরাইয়া আক্তার রিমা। অনুষ্ঠানে সবুজ উপকূলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, প্রকৌশলী আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জয়া রানী রায়। সভায় বোয়ালিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রীজের বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পাইকগাছায় সাংবাদিকদের সাথে পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটির মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটি আয়োজিত আগামী ১৮ সেপ্টেম্বরের মহা সমাবেশ সফল করার লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা জামে মসজিদ চত্ত্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইমাম পরিষদ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। পৌর ইমাম পরিষদের সভাপতি মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দীন, সহ-সভাপতি মাওঃ রইসুল ইসলাম, জাপা নেতা শামছুল হুদা খোকন, রবিউল ইসলাম, গাজী আব্দুস সামাদ, আসিক মাহমুদ, মাওঃ গোলাম রব্বানী ও মাওঃ ইব্রাহিম খলিল। সভায় মহা সমাবেশ সফল করতে শুক্রবার জুম্মাবাদ মসজিদে মসজিদে ১৫ মিনিটের প্রতিকি মানববন্ধন, সন্ধ্যায় ব্যবসায়ী সংগঠন ও শনিবার সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কলেজ ছাত্র এক প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছে স্কুল ছাত্রী প্রেমিকা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেওয়ার পর বুধবার সকাল থেকে স্থানীয় ইউপি সদস্যের বাড়ীতে হেফাজতে রয়েছে ওই স্কুল ছাত্রী।
জানাগেছে, উপজেলার চেঁচুয়া গ্রামের মিয়াজান আলীর কলেজ পড়–য়া ছেলে মুন্নার সাথে পাটকেলঘাটা থানার হাজরাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির ৯ম শ্রেণি পড়–য়া মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা স্কুল ছাত্রী সম্পর্কে কলেজ ছাত্রের খালা হয়। আত্মীয়তার সূত্রধরে ইতোপূর্বে উভয়ের বাড়ীতে একাধিকবার যাওয়া আসা করেছে তারা। সর্বশেষ মঙ্গলবার রাত ৮টার দিকে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয় প্রেমিকা স্কুল ছাত্রী। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ভীড় জমায় ওই বাড়ীতে। পরে সকালে স্থানীয় লোকজন মেয়েটিকে ইউপি সদস্য আজুবরের হেফাজতে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে মেয়েটিকে গ্রহণ করবেন বলে জানিয়েছেন কলেজ ছাত্রের মাতা নূরনাহার বেগম।

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় গঠিত রাড়–লী ইউপি’র ১২নং বাঁকা ঋষি পাড়া পল্লী সমাজের উদ্যোগে বুধবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার রহিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হোসনেয়ারা খানম, প্রোগ্রাম অর্গানাইজার পূর্ণিমা দাশ সহ এএফসি, পল্লী সমাজের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঐক্য পরিষদ নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক

পাইকগাছা প্রতিনিধি ॥
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাইকগাছার রাড়–লী ইউনিয়ন শাখার সভাপতি অশোক অধিকারী ও শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারীর মা শান্তি অধিকারী (৮৭) পরলোক গমন করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাঁকা গ্রামস্থ নিজস্ব বাসভবনে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃতের ১ ছেলে ও ৪ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। গত মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, এড. পীযুষ কান্তি সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন তাঁতীলীগের কমিটির বিরুদ্ধে অপপ্রচার; বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন তাঁতী লীগের কমিটি গঠনের পর একটি কুচক্রী মহলের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে বলে দাবী করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। মহলটি আহবায়ক সহ কমিটিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায় জানান, গত রোববার মোঃ আব্দুস সোবহান সরদারকে আহবায়ক ও মাসুম বিল্লাহকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট চাঁদখালী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীর উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। নবগঠিত কমিটির আহবায়ক আব্দুস সোবহান জানান, আমি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছি। এলাকার জামায়াত, বিএনপি সমর্থিত একটি মহল কমিটি বাতিল করতে উঠেপড়ে লেগেছে। ষড়যন্ত্রকারীদের অনেকেই তাদের নিজ ফেসবুকে আমাকে ও কমিটিকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার করছে। এ ধরণের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনের এ নেতা।

পাইকগাছায় সরকারি শিক্ষকদের ৭ দফা দাবীর পাক্ষিক কর্মসূচি শুরু

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার উদ্যোগে সরকারী শিক্ষকদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে পাক্ষিক কর্মসূচি শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সরকারি শিক্ষকদের ১৯৯৭ হতে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের বকেয়া প্রথম ও দ্বিতীয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড, প্রথম শ্রেণির গেজেটেড পদ মর্যাদা ও জেলা শিক্ষা অফিসার পদে প্রমোশন সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে সারাদেশে ১২ সেপ্টেম্বর হতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাক্ষিক কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশহিসাবে মঙ্গলবার সকালে ৭ দফা দাবী সম্বলিত ব্যানার নিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার নেতৃবৃন্দ। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিট শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, শিক্ষক দিলিপ কুমার দাশ, প্রদীপ কুমার শীল, মোঃ রহমত আলী, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ ইমরুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে দাবী না মানলে আগামী ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রদান করা হবে বলে ইউনিট শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন।

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় পরকীয়ার টানে ঘর ছাড়লেন ১ সন্তানের জননী রুবী

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পরকীয়ার টানে ঘর ছেড়ে পালালেন ১ সন্তানের জননী রুবী খাতুন। এ সময় তিনি বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান। পাইকগাছা থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী রজব আলী।
অভিযোগসুত্রে জানাযায়, ১৯ বছর আগে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপি’র চেঁচুয়া গ্রামের ইউছুপ আলী গাজীর পুত্র রজব আলীর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয় একই উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের রুহুল আমিন গাজীর কন্যা রুবী খাতুনের। ১৯ বছরের সংসার জীবনে তাদের একটি ১২ বছরের কন্যা সন্তান রয়েছে। কর্মের সুবাদে রজব আলী ঢাকায় অবস্থানের সুযোগে পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের মৃতঃ ফজর আলী গাজীর পুত্র ৯ বিবাহের হোতা গফফার গাজী ওরফে গফফার ড্রাইভারের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। গত ৫ সেপ্টেম্বর ভূক্তভোগী রজব আলী অপ্রীতিকর অবস্থায় পরকীয়ার ঘটনাটি হাতে নাতে ধরে ফেলে। ঘটনার প্রতিবাদ করতে গেলে গফফার গাজী ভূক্তভোগী রজব আলীকে মারপিট করে ও বিভিন্ন হুমকি প্রদর্শন করে। যা এলাকাবাসী অবহিত আছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। রজবআলী বিষয়টি নিরসনের অনেক চেষ্টা করেও ব্যার্থ হয়ে সর্বশেষ আইনের আশ্রয় নিয়ে তার অর্জিত স্বর্নালংকারসহ নগদ টাকা উদ্ধারের চেষ্ঠা করছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

ইউএনও ফকরুল হাসানের ভারত গমন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ২ সপ্তাহের সরকারী সফরে ভারত গেছেন। তিনি শনিবার সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ইউএনও ফকরুল হাসান ভারতের মহীষূর এ ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি)এ ১৯ সেপ্টেম্বর হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনের মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এ্যাডমিনস্ট্রেশন ফর সিভিল সার্ভেন্স শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে তিনি ভারতের মহীষূর পৌছাইছেন বলে জানাগেছে।