বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

পাইকগাছার গুরুত্বপূর্ ৩টি সংবাদ একসাথে পড়ুন

পাইকগাছায় গাঁজা সহ যুবক আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় গাঁজা সহ ধোনা ঢালী (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ আলমতলা গ্রামের গনি ঢালীর ছেলে ধোনা ঢালীকে আটক করে। ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, এ ঘটনায় এসআই গৌতম মন্ডল বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে। যার নং- ১৭।
==========================================================================
জেলা ও  উপজেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সড়ক পরিবহন শ্রমিক লীগের অভিনন্দন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
            খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সরদার আনিছুর রহমান পপলু, সাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ মন্ডল ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি পঙ্কোজ কুমার ধর, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর সহ নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি শেখ জাহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি শেখ সোহরার্য়াদ্দী, সহ সভাপতি দেবব্রত কুমার রায়, শেখ শাহীন হোসেন ডাবলু, আজিজুর রহমান, নারায়ন দাশ, আয়জুদ্দীন গাজী, উত্তম কুমার দাশ, সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, যুগ্ম-সম্পাদক দিপঙ্কর কুমার মন্ডল, শেখ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন সহ সংগঠনের উপদেষ্টা ও সদস্য বৃন্দ।
==========================================================================
পাইকগাছায় হিসাব, রিপোটিং ও অডিট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় ইউনিয়ন পরিষদের হিসাব, রিপোটিং ও অডিট বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সুশীলন শরিক প্রকল্পের আওতায় মঙ্গল ও বুধবার লোনাপানি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, কেএম আরিফুজ্জামান তুহিন ও গাজী জুনায়েদুর রহমান, ইউপি সচিব জিএম আব্বাস উদ্দীন, শেখ মিরাজুল ইসলাম, ফারুক হোসেন ও সঞ্জিব ঘোষ, সুশীলন শরিক প্রকল্পের টিম লিডার শিপক চন্দ্র দে, মাঠ সহায়ক মোঃ নূরুজ্জামান, আব্দুল ফাত্তাহ, লীজা মন্ডল ও আজমীরা পারভীন।

পাইকগাছায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় রায়। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবু সাঈদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, নির্বাচন কর্মকর্তা হযরত আলী, সমাজসেবা কর্মকর্তা সরদার আহসান আলী, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, শিক্ষক প্রদীপ শীল, সাংবাদিক আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মাওঃ শামসুদ্দীন, আজিজুর রহমান, শিপক চন্দ্র দে ও আন্দ্রীয় ডি রোজারিও। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়া একই সভায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কার্যক্রম মোবাইলে এসএমএস’র মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত কার্যক্রম উদ্বোধন করা হয়।

পাইকগাছায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা; পিতা-পুত্রসহ আটক-৩

বিশেষডেস্ক    
পাইকগাছায় পুর্ব শত্রুতার জের ধরে পুষ্পেন্দু বিকাশ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পাতড়াবুনিয়া এলাকায় হত্যার এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্ত শেষে বুধবার বিকালে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এ  ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালি ইউপির বগুড়ার চক গ্রামের মৃত মৃনাল কান্তি মন্ডলের ছেলে পুষ্পেন্দু বিকাশ মন্ডল (৪০) সুড়িখালী বাজার থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে পাতড়াবুনিয়া এলাকায় জনৈক রজবআলীর বাড়ির সন্নিকটে পৌছালে পুর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পুষ্পেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পুষ্পেন্দুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ওই রাতেই ওসি মোঃ মারুফ আহম্মদ অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে ব্যবহৃত মটরসাইকেলের মালিক কয়রার চান্নিরচক গ্রামের শাহাজান গাজীর ছেলে শামীম গাজী (৩২) আটক করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বগুলারচক গ্রামের মৃত বল্বব চন্দ্র মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৬০) ও তার ছেলে বিশ্বজিত মন্ডল (২৮) কে আটক করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী অনুভা রানী মন্ডল বাদী হয়ে আটক শামীম সহ ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেছে। যার নং- ২১, তাং- ৩০/১১/১৬ইং। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে কিংবা পরকিয়া প্রেমের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

পাইকগাছা কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি ॥
ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ৩য় মেয়াদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ৩ পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করায় মঙ্গলবার নির্বাচনের দিন প্রতিপক্ষ কোন প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, প্রভাষক শেখ মাসুদুর রহমান মন্টু ও লিলিমা খাতুনকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।

পাইকগাছার গদাইপুর ও চাঁদখালী ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ

বিশেষডেস্ক ॥
খুলনার পাইকগাছায় হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসুচীর ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রি রেশনকার্ডের আওতায় সর্বশেষ গতকাল গদাইপুর, চাঁদখালী ও লস্করের একাংশে বিতরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালিকা নিয়ে দ্বন্ধের কারনে ঝুলে থাকা এ কর্মসূচী সমাধানের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত ইউপি সদস্যরা বৈঠক চালিয়ে যাচ্ছিল বলে খাদ্য দপ্তর সুত্রে জানাগেছে। গতকাল বিকেলে উপজেলার গদাইপুরে ১,২,৩,৪ নং এ ৫৭২ ও ৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ডে ৫৪০ কার্ডধারী দরিদ্র নারী-পুরুষের মাঝে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আ’লীগ নেতা গাজী নজরুল ইসলাম, নির্মল অধিকারী, এমপি পুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেল, ইউপি সদস্য আব্দুল হাকিম গাজী, আজিজুর রহমান, জাবেদ আলী গাজী, জগন্নাথ মন্ডল, আব্দুল হাকিম, ডিলার আমিরুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, প্রনব কান্তি মন্ডল, বিবেক ধর, যুব স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি আসিফ ইকবাল রনি, সম্পাদক সঞ্জয় ঘোষ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মসিয়ার রহমান, বাচ্চু, মাসুদ পারভেজ রাজু। অপরদিকে সকালে উপজেলার চাঁদখালীতে কাঠাখালী বাজারে ২,৩ নং ওয়ার্ডে ৪৬৫ কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সুষমা রাণী মন্ডল, গোলাম রব্বানী, নজরুল ইসলাম হীরা, আহসানউল্লাহ সরদার, মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ইসলাম টুকু, ডিলার বারিক গাজী, দুজাহান গাজী প্রমুখ। চাঁদখালী বাজারে পৃথকভাবে ১,৬ ওয়ার্ডে ৫৭৬ ও ৪,৫ নং ওয়ার্ডে ৫৭৬ দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদ্দুর রসুল বাবু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান, লুৎফর সরদার, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, ডিলার হারান চন্দ্র অধিকারী ও এসএম শরিফুল ইসলাম। এদিকে উপজেলার হরিঢালীতে তালিকা নিয়ে দ্বন্ধের কারনে ১৩২৫ হতদরিদ্র পরিবারের মানুষ গতকাল পর্যন্ত চাল উত্তোলন করতে পারেনি বলে সংশ্লিষ্ট সুত্র জানাগেছে।

পাইকগাছায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপর লোকালাইজেশন কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় উপজেলা পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) ও স্থানীয় সরকার বিভাগের আওতায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এর উপর দিন ব্যাপী লোকালাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, জোয়াদুর রসুল বাবু, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম কবির হোসেন, প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আহসান আলী, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, হাফিজুর রহমান রিন্ট, আব্দুল আজিজ, নারী উন্নয়ন ফোরাম সদস্য লতিফা আক্তার ও ফজিলাতুন্নেছা।

রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্টতা

সভাপতি-পঙ্কোজ, সম্পাদক-নূর
আদালত প্রতিনিধি ॥
পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭২ জন ভোটারের মধে ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে সভাপতি-সম্পাদক সহ আওয়ামী মনোনীত ফোরাম বিপুল সংখ্যাগরিষ্টতা পেয়েছে। অপরদিকে জাতীয়তাবাদী মনোনীত ফোরামের চরম ভরাডুবি হয়। প্রাপ্ত ফলাফলে নির্বাচিতরা হলেন, সভাপতি পঙ্কোজ কুমার ধর (আ’লীগ), সহ-সভাপতি অজিত কুমার মন্ডল (আ’লীগ) ও আবুল কালাম আজাদ (আ’লীগ), সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর (আ’লীগ), যুগ্ম-সম্পাদক অনাদি মন্ডল (বিএনপি), ক্রীড়া সম্পাদক যৌথভাবে সফিকুল ইসলাম (বিএনপি) ও অজিত কুমার সরকার (আ’লীগ), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সাঈদুর রহমান মিঠু (আ’লীগ), লাইব্রেরী সম্পাদক শিবু প্রসাদ সরকার (আ’লীগ), সদস্য পরিমল চন্দ্র মন্ডল (আ’লীগ), আব্দুল মজিদ গাজী (জামায়াত) ও আব্দুল মালেক (বিএনপি)। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাডঃ শেখ লোকমান হোসেন, শফিকুল ইসলাম কচি ও উত্তম কুমার সানা। উল্লেখ্য, ১১ পদের বিপরীতে দুই প্যানেলের ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।