
ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে উপকূলীয় পাইকগাছায় গত ৩ দিনের বিরামহীন বৃষ্টিপাতে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন, বেড়েছে দূর্ভোগ। স্তা-ঘাটে পানি জমে স্বাভাবিক চলাচল হয়েছে ব্যাহত। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষেরা।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিুচাপের কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ উপজেলায় গত ৩ দিন বিরামহীন বৃষ্টিপাত হয়। এতে মারাত্মক ভাবে ব্যাহত হয় স্বাভাবিক জীবন-যাপন। প্রধান সড়কে পানি জমে বিঘ্নিত হয় চলাচল। বৃষ্টিপাতের কারণে কাজ করতে পারেনি নিম্ন আয়ের শ্রমজীবি মানুষেরা। ব্যবসা-বাণিজ্যেও পড়ে বিরুপ প্রভাব। বিদ্যুতের তারে গাছ পড়ে কোন কোন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ২৪ ঘন্টা। সবকিছু মিলিয়েই ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে উপকূলীয় এ অঞ্চলের মানুষের জন দূর্ভোগ বাড়ে। তবে কোথাও কোন বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন