মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

পাইকগাছা কলেজে অনার্স ১ম বর্ষের উদ্বোধনী ক্লাসে ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিনিধি॥
খুলনার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের অনার্স ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে সকল শিক্ষার্থীরা রজনীগন্ধায় সিক্ত হলেন। সোমবার সকালে উদ্ভোধনী ক্লাসে কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক মোমিন উদ্দীন, আবু রাসেল কাগজী, রহমত আলী, তরুন কুমার মন্ডল, সাঈদুর রহমান, নাজনীন নাহার, পলাশ মন্ডল, তরুন কান্তি মন্ডল, সুফল চন্দ্র মন্ডলহর কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ¯œাতক(সম্মান) শ্রেণীর ১ম মেধা তালিকায় ২৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ব্যবস্থাপনা ও সমাজকর্ম এ ৪টি বিষয়ের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন