মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

সভাপতি নাসরুল, সম্পাদক মতিয়ার# পাইকগাছায় ভ্যান চালক সমিতির কমিটি গঠন

বিশেষপ্রতিনিধি ॥
পাইকগাছার সোলাদানা ইউপিতে ইঞ্জিনচালিত ভ্যান শ্রমিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন বর্জনের পর ভ্যান শ্রমিকরা পৃথকভাবে কমিটি গঠন করেছে বলে জানাগেছে। সন্দেহমূলক ব্যালট পেপার তৈরী, অবৈধ ভোটার ও হুমকির অভিযোগে প্রতিদ্বন্ধি¦ সভাপতি, সম্পাদক পদপ্রার্থীসহ বিক্ষুব্ধ ভ্যান শ্রমিকরা সোমবারের অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে এ কমিটি গঠন করেন। সোমবার বিকেলে ভিলেজ পাইকগাছার মোটরস্ট্যান্ড মোড়স্থ ক্লাবে সাবেক ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম সভাপতি ও নজরুল ইসলাম মোল্ল্যার পরিচালনায় এ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নাসরুল শেখ সভাপতি, মোঃ মতিয়ার মোল্যা সম্পাদক ও আহাদ গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি গাজী শাহীনুর রহমান, আব্দুল জলিল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মালি, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল বিশ্বাস, লাইন সেক্রেটারী মোঃ মানিক শেখ, সহঃ লাইন সেক্রেটারী রুহুল আমিন সরদার, সহঃ সাংগঠনিক সম্পাদক আসাদ তালুকদার, মানিক সরদার, দপ্তর সম্পাদক বিপ্লব মন্ডল, প্রচার-মোঃ শফিকুল গাজী রাশেদ, কোষাধ্যক্ষ মোঃ শাহাজুদ্দিন সানা, শ্রম বিষয়ক-শফিকুল ইসলাম মালি, ক্রীড়া-রুহুল আমিন গাজী ও মোঃ রাজ্জাক গাজী, মোঃ নেছার শেখ, মোঃ লতিফ গাজীকে সদস্য করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন