শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

পাইকগাছায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা
পাইকগাছায় আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন আ’লীগনেতা মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রণব মন্ডল, পরেশ মন্ডল, বাবু লাল বিশ্বাস, পবিত্র মন্ডল, চিত্তরঞ্জন বাছাড়, শেখ তৌহিদ হোসেন তাজ, দ্বিজেন মন্ডল, আজিবর রহমান, শেখ রাজু আহম্মেদ, ডাঃ নজির আহম্মেদ পিরু, আব্দুল বারিক, অদ্বৈত্য বাছাড়, ডাবলু, যুব স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি আসিফ ইকবাল রনি, সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, ছাত্রলীগনেতা মশিয়ার রহমান, মাসুদ পারভেজ রাজু ও জনি। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
প্রতিনিধি ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন