কড়া নির্দেশের পরও হরিঢালিতে ঝুলে আছে; চাদখালী, গদাইপুর, লস্করের ৪নং ওয়ার্ডের জট খুলেছে;
বিশেষপ্রতিনিধি ॥
পাইকগাছায় দু মাস অপেক্ষার পালা শেষে ১০টির মধ্যে ৭ ইউপিতে খাদ্য বান্দ্ধব কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকার ৩০ কেজি চাল বিতরন শুরু হয়েছে । উপজেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছেন, তালিকা নিয়ে সমন্বয়ের ফলে চাঁদখালী, গদাইপুর ইউপি ও লস্করের আলমতলা ওয়ার্ডের জট খুলে গেছে এবং অভিযোগ উঠায় হরিঢালী ইউপিতে এ কর্মসুচি আবারো ঝুলে গেছে। ইউএনও’র নির্দেশের পরও হরিঢালীতে এখনো চাল বিতরণ শুরু হয়নি। এ ঘটনায় সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যরা ও নিয়োগ প্রাপ্ত ডিলাররা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ দিকে ৫ মাস কর্মসূচির ২ মাস অতিবাহিতের পর শুক্রবার সকালে রাড়ুলী ইউপির আ'লীগের দলীয় চেয়ারম্যান আঃ মজিদ গোলদার কাঠিপাড়া ,ষষ্ঠী তলা ও বাকা বাজারে দরিদ্রদের মাঝে চাল বিতরন কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার খাদ্য পরিদর্শক মনিরুল ইসলাম সিদ্দিকি (ফিরোজ), ইউপি সদস্য জাহানালী গাজী, জি এম আঃ মজিদ, পিযুষ কুমার দাশ, মফিজুল ইসলাম, শেখ ফিরোজ, ডাঃ শংকর দেবনাথ ও নজির আহম্মদ, আমিরুল গাজী, সহিলুদ্দীন গাজী, ডিলার উত্তম কুমার দাশ ও মনোতোষ দাশ। অপর দিকে কপিলমুনির আগরঘাটা বাজারে প্যানেল চেয়ারম্যান মোঃ গাজী এজাহার আলী ৩টি ওয়ার্ডের ৬২৪ পরিবারের মাঝে চাল বিতরন করেন। এ সময়ে উপস্হিত ছিলেন, ট্যাক অফিসার ইসলামুল হক মিঠু, ইউপি সদ্স্য আলাউদ্দীন গাজী, আঃ রাজ্জাক, রাজ্জাক সরদার, ব্যবসায়ী নুরুজ্জামান ও ডিলার কুদ্দুস সরদার প্রমুখ। এ ছাড়া গড়ুইখালিতে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিস্বাস, দেলুটিতে ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল, লতায় ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, লস্করের একাংশ বাইনতলায় চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন সংশ্লিষ্ঠদের নিয়ে এ চাল বিতরন করেন বলে জানা গেছে । চাল বিতরন নিয়ে এ পর্যন্ত কোথায় কোন অভিযোগের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবারের উপজেলা নির্বাহী অফিসার নাহিদ উল মোস্তাক এর সভাপতিত্বে খাদ্য কমিটির সভা সুত্রে জানা গেছে, চাদখালী, গদাইপুরসহ লস্করের আলমতলা ওয়ার্ডের তালিকার জট খুলে যাওয়ায় এ কর্মসুচির পথ সুগম হয়েছে তবে নানা কারনে তালিকা অনুমোদন না মেলায় হরিঢালী ইউপিতে খাদ্য বান্ধব কর্মসূচি আবারো ঝুলে গেছে। এ ইউপির আ' লীগ নেতা শেখ শাকিয়ার রহমান ইউপি চেয়ারম্যান কে দোষারোপ করে বলেন, আ’লীগ সমর্থিত ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেয়া ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে এ অবস্থার সৃষ্ঠি হয়েছে। এ ইউপির নিয়োগ প্রাপ্ত ৩ ডিলার পদত্যাগের হুমকি দিয়ে স্বপন সাহা, রজব আলীও হাফিজুর শেখ অভিযোগ করেছেন ,অর্থ বিনিয়োগ করে মাসের পর মাস ধরে অফিসে ধর্না দিয়েও প্রতিকার না মেলায় তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে ।
বিশেষপ্রতিনিধি ॥
পাইকগাছায় দু মাস অপেক্ষার পালা শেষে ১০টির মধ্যে ৭ ইউপিতে খাদ্য বান্দ্ধব কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকার ৩০ কেজি চাল বিতরন শুরু হয়েছে । উপজেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছেন, তালিকা নিয়ে সমন্বয়ের ফলে চাঁদখালী, গদাইপুর ইউপি ও লস্করের আলমতলা ওয়ার্ডের জট খুলে গেছে এবং অভিযোগ উঠায় হরিঢালী ইউপিতে এ কর্মসুচি আবারো ঝুলে গেছে। ইউএনও’র নির্দেশের পরও হরিঢালীতে এখনো চাল বিতরণ শুরু হয়নি। এ ঘটনায় সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যরা ও নিয়োগ প্রাপ্ত ডিলাররা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ দিকে ৫ মাস কর্মসূচির ২ মাস অতিবাহিতের পর শুক্রবার সকালে রাড়ুলী ইউপির আ'লীগের দলীয় চেয়ারম্যান আঃ মজিদ গোলদার কাঠিপাড়া ,ষষ্ঠী তলা ও বাকা বাজারে দরিদ্রদের মাঝে চাল বিতরন কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার খাদ্য পরিদর্শক মনিরুল ইসলাম সিদ্দিকি (ফিরোজ), ইউপি সদস্য জাহানালী গাজী, জি এম আঃ মজিদ, পিযুষ কুমার দাশ, মফিজুল ইসলাম, শেখ ফিরোজ, ডাঃ শংকর দেবনাথ ও নজির আহম্মদ, আমিরুল গাজী, সহিলুদ্দীন গাজী, ডিলার উত্তম কুমার দাশ ও মনোতোষ দাশ। অপর দিকে কপিলমুনির আগরঘাটা বাজারে প্যানেল চেয়ারম্যান মোঃ গাজী এজাহার আলী ৩টি ওয়ার্ডের ৬২৪ পরিবারের মাঝে চাল বিতরন করেন। এ সময়ে উপস্হিত ছিলেন, ট্যাক অফিসার ইসলামুল হক মিঠু, ইউপি সদ্স্য আলাউদ্দীন গাজী, আঃ রাজ্জাক, রাজ্জাক সরদার, ব্যবসায়ী নুরুজ্জামান ও ডিলার কুদ্দুস সরদার প্রমুখ। এ ছাড়া গড়ুইখালিতে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিস্বাস, দেলুটিতে ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল, লতায় ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, লস্করের একাংশ বাইনতলায় চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন সংশ্লিষ্ঠদের নিয়ে এ চাল বিতরন করেন বলে জানা গেছে । চাল বিতরন নিয়ে এ পর্যন্ত কোথায় কোন অভিযোগের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবারের উপজেলা নির্বাহী অফিসার নাহিদ উল মোস্তাক এর সভাপতিত্বে খাদ্য কমিটির সভা সুত্রে জানা গেছে, চাদখালী, গদাইপুরসহ লস্করের আলমতলা ওয়ার্ডের তালিকার জট খুলে যাওয়ায় এ কর্মসুচির পথ সুগম হয়েছে তবে নানা কারনে তালিকা অনুমোদন না মেলায় হরিঢালী ইউপিতে খাদ্য বান্ধব কর্মসূচি আবারো ঝুলে গেছে। এ ইউপির আ' লীগ নেতা শেখ শাকিয়ার রহমান ইউপি চেয়ারম্যান কে দোষারোপ করে বলেন, আ’লীগ সমর্থিত ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেয়া ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে এ অবস্থার সৃষ্ঠি হয়েছে। এ ইউপির নিয়োগ প্রাপ্ত ৩ ডিলার পদত্যাগের হুমকি দিয়ে স্বপন সাহা, রজব আলীও হাফিজুর শেখ অভিযোগ করেছেন ,অর্থ বিনিয়োগ করে মাসের পর মাস ধরে অফিসে ধর্না দিয়েও প্রতিকার না মেলায় তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন