ইঞ্জিন চালিত ভ্যান শ্রমিক সমিতির নির্বাচন;
বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় ভোটের দিন সকালে পাতানো নির্বাচনের অভিযোগ তুলে সোলাদানা ইউনিয়ন ইঞ্জিন চালিত ভ্যান শ্রমিক সমিতির নির্বাচন বর্জন করেছেন প্রতিদ্বন্দী সভাপতি, সম্পাদক সহ অনেক প্রাথী । এ নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার এর কাছে অভিযোগ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দ্বি-বার্ষিক এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবার কথা ছিল। ভোট বর্জনের ঘোষনা দিয়ে সোমবার সকাল ৯টায় ভিলেজ পাইকগাছার মটরস্টান্ড মোড়ে সাবেক ইউপি সদ্স্য গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নজরুল ইসলাম মোল্লার পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিদ্বন্দী সভাপতি প্রাথী মোঃ নাছরুল শেখ, সম্পাদক মতিয়ার রহমান, লাইন সেক্রেটারী মানিক শেখ, সহ সভাপতি জলিল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মালিও সদস্য প্রার্থী রাসেদ গাজী বলেন, সন্দেহ জনক ব্যালট পেপার, অবৈধ ভোটার তৈরী, আঞ্চলিকতা সৃষ্টি, হুমকির প্রর্দশনসহ বিভিন্ন কারনে তারা নির্বাচন থেকে সরে দাড়ালেন। এ সমাবেশ আরো বক্তব্য রাখেন, স্হানীয় আ'লীগ নেতা শাহাবুদ্দিন শাহিন সানা, ইউপি সদস্য নাছিমা বেগম, আজিজুর রহমান লাভলু, কাসেম সরদার, সাবেক ইউপি সদস্য মাহাবুব জোয়াদ্দার, আনছার আলী গাজীসহ ইদ্রীস আলী সানা, শফিকুল গাজী, মমিনউদ্দীন ,প্রনব মন্ডল, কালাম সানা, মোজাম সানা, বদিয়ার সানা, হাবিব গাজী, নেছার শেখ, জাহিদ মীর, আসাদ, সাহাজুদ্দীন, রুহল আমীন, শাহীন কাগজী প্রমুখ ।
বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় ভোটের দিন সকালে পাতানো নির্বাচনের অভিযোগ তুলে সোলাদানা ইউনিয়ন ইঞ্জিন চালিত ভ্যান শ্রমিক সমিতির নির্বাচন বর্জন করেছেন প্রতিদ্বন্দী সভাপতি, সম্পাদক সহ অনেক প্রাথী । এ নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার এর কাছে অভিযোগ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দ্বি-বার্ষিক এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবার কথা ছিল। ভোট বর্জনের ঘোষনা দিয়ে সোমবার সকাল ৯টায় ভিলেজ পাইকগাছার মটরস্টান্ড মোড়ে সাবেক ইউপি সদ্স্য গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নজরুল ইসলাম মোল্লার পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিদ্বন্দী সভাপতি প্রাথী মোঃ নাছরুল শেখ, সম্পাদক মতিয়ার রহমান, লাইন সেক্রেটারী মানিক শেখ, সহ সভাপতি জলিল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মালিও সদস্য প্রার্থী রাসেদ গাজী বলেন, সন্দেহ জনক ব্যালট পেপার, অবৈধ ভোটার তৈরী, আঞ্চলিকতা সৃষ্টি, হুমকির প্রর্দশনসহ বিভিন্ন কারনে তারা নির্বাচন থেকে সরে দাড়ালেন। এ সমাবেশ আরো বক্তব্য রাখেন, স্হানীয় আ'লীগ নেতা শাহাবুদ্দিন শাহিন সানা, ইউপি সদস্য নাছিমা বেগম, আজিজুর রহমান লাভলু, কাসেম সরদার, সাবেক ইউপি সদস্য মাহাবুব জোয়াদ্দার, আনছার আলী গাজীসহ ইদ্রীস আলী সানা, শফিকুল গাজী, মমিনউদ্দীন ,প্রনব মন্ডল, কালাম সানা, মোজাম সানা, বদিয়ার সানা, হাবিব গাজী, নেছার শেখ, জাহিদ মীর, আসাদ, সাহাজুদ্দীন, রুহল আমীন, শাহীন কাগজী প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন