ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে “সুবর্ণ জয়ন্তী” উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনঃর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন বিষয়ক এক সভা বৃহস্পতিবার সকালে কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ৬ মার্চ ২০১৭ তারিখ ৫০ বছরে ইতিহাস গাঁথা গৌরাব্বজ্জ্বল দিনে পা দেবে ঐতিহ্যবাহী এ কলেজটি। সে লক্ষ্যে ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠের প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীদের শতভাগ অংশগ্রহণের জন্য আয়োজিত সভায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। উন্মোচন করা হয় “ম্যাানুয়াল রেজিষ্ট্রেশন” ফরম এবং অনলাইন রেজিষ্ট্রেশন ফরম। উদ্ভোধনী দিনে ১নং ফরম পূরণ করেন কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও ইংরেজী বিভাগের প্রভাষক ও অত্র কলেজের প্রাক্তন ছাত্র মোঃ মাসুদুর রহমান, ২নং ফরম পূরণ করেন কলেজের সহকারী অধ্যাপক এবং অত্র কলেজের প্রাক্তন ছাত্র বিনয় কুমার মন্ডল, ৩নং ফরম পূরণ করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক ও অত্র কলেজের প্রাক্তন ছাত্র পলাশ কুমার মন্ডল। অত্র কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল সকল প্রাক্তন শিক্ষার্থীদের ফরম পূরনের আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন