বুধবার, ২ নভেম্বর, ২০১৬

প্রভাষক পিন্টু ও কুদ্দুস শিক্ষক প্রতিনিধি নির্বাচিত-----পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রভাষক মুশফেকা হুমায়ুন কবির পিন্টু ৩০ ভোট ও সহযোগী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস ২৪ ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং ইতি রাণী বৈরাগী বিনা প্রতিদ্বন্ধিতায় মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী প্রভাষক ময়নুল ইসলাম ৯ ভোট এবং প্রভাষক মুনসুর রহমান ৭ ভোট পেয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ৩ জন শিক্ষক প্রতিনিধি পরিচালনা পর্ষদের সদস্য মনোনিত হবেন। যার মধ্যে ২ জন পুরুষ শিক্ষক এবং একজন মহিলা শিক্ষক। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ রবিউল ইসলাম এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। উল্লেখ্য কিছুদিন আগেই নির্বাচন হলেও আনুষ্ঠানিকভাবে বুধবার ঘোষনা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন