বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

পাইকগাছায় যুবকের আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় সোহাগ সানা (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর আমিরপুর গ্রামে আত্মহত্যার এ ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গড়ইখালী ইউনিয়নের উত্তর আমিরপুর গ্রামের মিজান সানার ছেলে সোহাগ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাতড়াবুনিয়াস্থ শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসে দুপুর দেড়টার দিকে জৈনক শামসুর মিস্ত্রীর রান্না ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন। যার নং- ৫০/১৬। তাং- ১৫/১১/১৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন