নিজস্ব প্রতিনিধি ॥
পাইকগাছায় অপহরণ মামলার ভিকটিম গৃহবধুকে উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এলাকা থেকে শাপলা খাতুন (২২) নামে অপহৃত গৃহবধুকে উদ্ধার করে। ওসি মারুফ আহম্মদ জানান, উপজেলার লস্কর গ্রামের জিএম সাব্বির আহম্মেদ সোহাগের স্ত্রী মোছাঃ শাপলা খাতুন গত ৭ নভেম্বর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ী যাওযার পথে পথিমধ্যে অপহৃত হয়। এ ঘটনায় ১০ নভেম্বর গৃহবধুর স্বামী সাব্বির বাদী হয়ে একই এলাকার হক সাহেব এর ছেলে ফরহাদ গাজী (২৭), রাজ্জাক মোল্লার ছেলে তৈহিদুল মোল্লা ও ফকির সরদারের ছেলে জিয়া সরদারকে আসামী করে থানায় অপহরণ মামলা করে। যার নং- ৪। এদিকে মামলার ৫দিন পর মঙ্গলবার দুপুরে নিজ এলাকা থেকে অপহৃত গৃহবধু শাপলাকে উদ্ধার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রবীন চক্রবর্তী জানিয়েছেন।
পাইকগাছায় অপহরণ মামলার ভিকটিম গৃহবধুকে উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এলাকা থেকে শাপলা খাতুন (২২) নামে অপহৃত গৃহবধুকে উদ্ধার করে। ওসি মারুফ আহম্মদ জানান, উপজেলার লস্কর গ্রামের জিএম সাব্বির আহম্মেদ সোহাগের স্ত্রী মোছাঃ শাপলা খাতুন গত ৭ নভেম্বর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ী যাওযার পথে পথিমধ্যে অপহৃত হয়। এ ঘটনায় ১০ নভেম্বর গৃহবধুর স্বামী সাব্বির বাদী হয়ে একই এলাকার হক সাহেব এর ছেলে ফরহাদ গাজী (২৭), রাজ্জাক মোল্লার ছেলে তৈহিদুল মোল্লা ও ফকির সরদারের ছেলে জিয়া সরদারকে আসামী করে থানায় অপহরণ মামলা করে। যার নং- ৪। এদিকে মামলার ৫দিন পর মঙ্গলবার দুপুরে নিজ এলাকা থেকে অপহৃত গৃহবধু শাপলাকে উদ্ধার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রবীন চক্রবর্তী জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন